নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

বই নিয়ে উদ্ভট ধারনা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫২


ঝকমারি ডট কম নামে একটি অনলাইন বুক শপ আছে।তাদের একটি গ্রুপ আছে ঝকমারি ইউজার কম্যুনিটি নামে।এই গ্রুপে মানুষজন বই কিনে ছবি, ভিডিও পোস্ট করে,অনলাইনে বই কিনতে সমস্যা হলে,ডেলিভারি পেতে দেরি হলে পোস্ট দেয়।বই রিভিউ প্রায় হয় না বললেই চলে।এই গ্রুপে প্রায়ই বই বিষয়ক কিছু অদ্ভুত প্রশ্ন দেখা যায়।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পোস্ট যেটা মানুষ(মূলত তরুন ও কিশোর) দিচ্ছে তা হলঃ
১)এমন একটা বইয়ের নাম বলুন যেটা জীবনে একবার হলেও পড়া উচিত?
এই তুমুল জনপ্রিয় প্রশ্নটির ততোধিক জনপ্রিয় উত্তর যেটা পোস্ট দাতাকে দেওয়া হয় তা হলঃপবিত্র কোরআন শরীফ,সিরাত বিশ্বকোষ।বই বিপনন প্রতিষ্ঠানে বই বলতে গল্প উপন্যাসের কথাই প্রথম মনে আসে।আসমানি কিতাবের কথা মাথায় আসে না।কারো কারো কেন যেন আসে।
প্রশ্নটা শুনলে মনে হয় এমন বই তিনি খুজছেন যেটা না পড়লে জীবন শেষ,জীবন বৃথা।জীবন এত সহজে শেষ হওয়ার জিনিস না।

২)আমি ১০ম শ্রেনিতে পড়ি।এমন একটা বইয়ের নাম বলেন যেটা আমার অবশ্যই পড়া উচিত।

তার পরিবেশ পরিচিতি ও ইংলিশ ফর টুডে পড়া উচিত।পরিবেশ পরিচিতি পড়লে সমাজ সম্বন্ধে জানতে পারবেন।উপন্যাস তো সমাজেরই প্রতিচ্ছবি।ইংলিশ ফর টুডে পড়লে গুডরিডসের রিভিউগুলা পড়ে সেরা বইগুলো সমন্ধে ধারনা করতে পারবেন।

৩)গার্লফ্রেন্ডকে গিফট করা যায় এমন একটি উপন্যাসের নাম সাজেস্ট করুন।

৪)নব দম্পত্তিকে উপহার দেওয়া যায় এমন একটি উপন্যাসের নাম সাজেস্ট করুন।কাহিনী যেন নব দম্পত্তির জীবনের হয়।

৫)এমন একটা উপন্যাসের নাম বলুন যেটার কাহিনি শীতকালে সংঘটিত।এমন আরেকটি উপন্যাসের নাম বলুন যেটার পুরো কাহিনি বর্ষা কালে সংঘটিত।

শীত-গ্রীষ্ম,গার্লফ্রেন্ড- বয়ফ্রেন্ড,নব দম্পত্তির কথা ভেবে কোন লেখক উপন্যাস লেখেন না।তিনি একটি সমাজের,কিছু মানুষের গল্প বলেন।

৬)পনেরশো টাকা দিয়ে আমি ৫০ টি বই কিনতে পারবো?এই প্রশ্নটি মারাত্মক না হলেও আমার কাছে উদ্ভট লেগেছে।এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে উনার ৫০টি বই কেন দরকার সেটা যে কেউ ভাববে।

৭)এমন একটা উপন্যাসের নাম বলুন যাতে নায়িকা ভুল বুঝে নায়কের কাছ থেকে দূরে চলে যায়।পরে ভুল বুঝতে পেরে নায়কের কাছে ফিরে আসে।
পাঠক এক্ষেত্রে লেখকের ভূমিকায় অবতীর্ন।

৮)আপনার পড়া সেরা গল্প,উপন্যাস বা কবিতার বইয়ের নাম বলুন।
এই প্রশ্নটা অদ্ভূত নয়,কিন্তু একজন যে উত্তর দিয়েছেন সেটা অদ্ভূত---
সবচেয়ে সেরা বই আল কোরআন।এই বই পড়লে গল্প,উপন্যাস,কবিতা আর কিছুই পড়া লাগে না।আল কোরআনেই সবকিছু আছে।

বই নিয়ে তরুন ও কিশোরদের প্রশ্ন শুনে এটা ধারনা করা যায় তারা পাঠ্য বইয়ের বাইরে খুব একটা বই পড়েন না এবং বই নিয়ে তাদের উদ্ভট ধারনা আছে।

(পোস্ট আপডেট করা হয়েছে।১ নং কমেন্টে ৭ ) নং এর জায়গায় ৮) নং পড়তে হবে।)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১

সাসুম বলেছেন: ৭)আপনার পড়া সেরা গল্প,উপন্যাস বা কবিতার বইয়ের নাম বলুন।
এই প্রশ্নটা অদ্ভূত নয়,কিন্তু একজন যে উত্তর দিয়েছেন সেটা অদ্ভূত---
সবচেয়ে সেরা বই আল কোরআন।এই বই পড়লে গল্প,উপন্যাস,কবিতা আর কিছুই পড়া লাগে না।আল কোরআনেই সবকিছু আছে।


হাহহাহাহাহাহাহহাহাহাহাহাহহা!

এদের একটা সুন্দর নাম আছে- একবই পড়া জ্ঞানী

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আবেগে বলে ফেলছে।অনেকে নিশ্চয় সেই উত্তর শুনে আবেগে কাইন্দালছে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুকে বর্তমান প্রজন্ম হুজুগের মত একই ট্রেন্ডে প্রশ্ন করে আর মন্তব্য করে। এই রকমারি গ্রুপটা সম্পর্কে আমি জানি না। তবে আমি ব্যাংক কার্ড ইউজারদের একটা গ্রুপে দেখেছি ঠিক একই ট্রেন্ডের প্রশ্ন করে পোস্টদাতারা -
১। সেভিংস-এর জন্য কোন ব্যাংক ভাল হবে?
২। স্টুডেন্ট/ক্রেডিট কার্ড/ডিপিএস-এর জন্য কোন ব্যাংক ভাল হবে?
রিভিউ'র চেয়ে প্রশ্ন বেশী হয়ে থাকে। উত্তরে যথারীতি যার যার নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী নিজের ব্যাংককে ভাল বলে...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সঠিক ভাবে প্রশ্ন করতে পারাও একটা ভাল গুন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: কোরআন বা আসমানী কিতাব বা গীতা, বাইবেল ... যারা অন্য বইয়ের সাথে তুলনায় আনে ,আর যাই হোক তারা বই প্রেমিক নয়

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: একদম সঠিক বলেছেন।বইয়ের সাজেশন চাই-- এরকম বললে গল্প-উপন্যাসের বইয়ের কথাই মনে আসে।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০১

সোবুজ বলেছেন: কোরানে বিজ্ঞান ও ইতিহাস আছে তবে বেশির ভাগ ভুল।কিছু জীবন বিধান আছে যার অধিকাংশ সভ্য সমাজে বাস্তবায়ন করা অসম্ভব।তার পরও,প্রতিটা মুসলমানের বুঝে কোরান পড়া দরকার।এই জন্য কোরান কিনার দরকার নাই।অন লাইনে পাওয়া যায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।বিনোদন সংক্রান্ত ইসলামের নিয়ম কানুন যথেষ্ট কড়া।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: দুনিয়াটা বলদ মার্কা মানুষে ভরে আছে। সমস্যা হয়েছে আগে বলদ মার্কা মানুষ গুলির গন্ডি ছিলো নিজেদের ভিতরে। কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কারণে এখন এদের গন্ড সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে।

এই সব পোষ্টে যারা কথায় কথায় কোরআন পড়তে বলছে এদের কাছে প্রশ্ন করে যদি সঠিক উত্তর পাওয়া যেতো, তবে দেখা যেতো এদের ৯৯%ই কুরআন কখনও পড়ে দেখেনি ভালো করে। না পড়েছে আরবী, না পড়েছে বাংলায় অর্থের অনুবাদ।

এরাই পরিমনির অল্প কাপড়ের ছবিতে গালি, আর মাথায় কাপড় ওয়ালা ছবিতে সুবহান আল্লাহ কমেন্ট করে। এরাই কোন ভন্ড হুজুরের ইসলাম বিরোধী কথাতে সুবহান আল্লাহ বলে আর আয়মান সাদিকের পোষ্টে "খুন করে ফেলা দরকার" বলে।

আর আমরাও জনতা। এদের নিয়ে পড়ে আছি। আয়মান সাদিককেও একবার দেখলাম বহুত অপেক্ষা করতে! কখন এই সব বলদ মার্কা জনতা খুন করে ফেলবো বলবে, ওমনি কাঁদো কাঁদো হয়ে ভিডিও পোষ্ট করে বসলো!

যাই হোক, ওরা ফেসবুকে এই ধরণের মন্তব্য করে অন্তরে শান্তি পায়; আমরা ওদের দেখে হাসাহাসি করে অন্তরে শান্তি পাই। জাতি শান্তিতে থাকুক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অনলি ফান ইজ রিয়েল।তাদের প্রশ্ন ও উত্তর শুনে আমিও বেশ মজা পেয়েছি।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: এখন সত্যই কেহ আর বই পড়ে না, এই সত্য অনেকে স্বীকার করে না। এটাই চরম সত্য। অনলাইনে যা থাকে তা থেকেই দেখে ও শিখে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কিনে কিনে আর কতো বই পড়া যায়।বিশ্ব সাহিত্য কেন্দ্র দীর্ঘদিন মানুষকে বই পড়িয়েছে।আজ থেকে সেটাও কমার্সিয়াল হয়ে গেল।ভ্রাম্যমান লাইব্রেরির ফী ৪ গুন বৃদ্ধি করা হয়েছে আজ থেকে।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আমি এর থেকেও অনেক উদ্ভট প্রশ্ন ফেসবুকের বিভিন্ন বই রিলেটেড গ্রুপে দেখেছি। এই সব প্রশ্নের একটা ক্লাস আছে কিন্তু সেই প্রশ্ন গুলো কোনো পর্যায়ের ভিতর পড়ে না। আর সেই পোস্ট গুলোর কমেন্ট সেকশানগুলো দেখতে গেলে পপকর্ন নিয়ে বসতে হবে। তবে এখন আর এসব গ্রুপ তেমন একটা ফলো করা হয়ে উঠে না তাই এখনকার অবস্থা জানিনা।

আর গুডরীডস আগে অনেক ভালো ছিল। এখনও বেশ ভালো আছে ফেসবুকের গ্রুপগুলোর তুলনায় তবে এখন সেটাও কম চালানো হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আজব আজব ,আজগুবি সব প্রশ্ন করে মানুষ বই নিয়ে।৫) নং প্রশ্নটি কি যথেষ্ট আজব নয়?

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১০

নেওয়াজ আলি বলেছেন: বই পড়ার সময়টা ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যম কেড়ে নিয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সেটা ঠিক বলেছেন।ব্যাস্ত জীবনে যতটুকু অবসর পাওয়া যায় তার বেশির ভাগই ফেসবুক,ইউটিউব কেড়ে নিচ্ছে।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: বই পাঠের থেকে 'বই ভোগ' এখানে মূল চিন্তা মনে হয়, যেমন মোবাইল, যেমন পোশাক, যেমন সম্পর্ক ইত্যাদি। আমরা আমাদের শিশুদের শেখাচ্ছি বই পড়তে হয় কেবল ভাল রেজাল্টের জন্য, ভাল রেজাল্ট করলে গাড়ি-ঘোড়া চড়া যায়! তো এই সমাজে বইয়ের কাছে এইসব দাবি উদ্ভট মনে হলেও আমরা এটাই ডিজার্ভ করি মনে হয়। যাই হোক, আপনার পর্যবেক্ষণ-পোস্ট ভাল লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ওই ঝকমারি গ্রুপেই দেখলাম একজন চাকুরি প্রত্যাশি আরেজনকে পরামর্শ দিচ্ছে-- এখন বই পড়ার দরকার নেই,আগে স্টাবলিশ হয়ে নিন,তারপর বই পইড়েন।এখন গল্প -উপন্যাসের বই পড়া মানে সময় নষ্ট।

আপনাকে ধন্যবাদ।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: আপনি আপনার পছন্দের ব্যাক্তিদের পরীক্ষা করে প্রকৃত বন্ধু প্রতিবেশীদের খোঁজার চেষ্টা করুন। ভালো চরিত্রের ব্যাক্তিদের সাহায্যে জীবন যাপন করলে ভাল অভ্যাস এমনিতেই গড়ে তুলতে পারবেন। ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।আশা করি আবার ব্লগ জমিয়ে তুলবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.