নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
বাইরে
ভেতরে
বইমেলায় কখনো প্রথম দিন যাওয়া হয়নি। আজকে যেহেতু প্রধান মন্ত্রী ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন,সুতরাং সিকিউরিটি ইস্যুতে বিকাল ৫ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না।মেলা যেহেতু সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে আর আমিও বইমেলায় যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলাম,তাই প্রথম দিনই যাব বলে মনস্থির করলাম।
দুপুর ৪ টায় টিএসসির কাছে আসতেই টের পেলাম টিএসসির দিকের গেটটি বন্ধ।বন্ধ গেট ডিঙিয়ে এক শ্রেনীর অল্প বয়েসি ছেলে-মেয়ে ভেতরে ঢুকছে।পুলিশ সামনেই দাঁড়িয়ে, কিন্তু কিছু বলছে না।পুলিশের কাছ থেকে জানতে পারলাম বাকি গেটগুলা খোলা আছে।
গেট দিয়ে ঢুকতেই পুলিস যন্ত্র দিয়ে তাপের মাপ নিলেন।এক যুবক কোন এক সংস্থার পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজারের দু ফোটা হাতে দিয়ে জীবানুমুক্ত করে দিলেন।
মেলায় প্রবেশ করেই চক্ষু চড়কগাছ।অসংখ্য স্টল অপ্রস্তুত অবস্থায় পড়ে আছে।প্রায় ৩০% হবে।কিছু স্টল তেরপল দিয়ে ঢাকা।কিছু স্টল সম্পূর্ন খালি।কিছু স্টলে বই ওঠানো হচ্ছে।এসব স্টলের সামনে বাতিল কাঠ,কাগজে টুকরা, টাইলসের ভাঙা টুকরার ময়লায় সয়লাব।সারি সারি স্টল আছে যেগুলোর কেবল বাশের কাঠামো তৈরি হয়েছে।দেখলে গাবতলির গরুর হাটের কথা মনে পড়ে যায়।
যেসব প্যাভিলনে কেনা বেচা হচ্ছে সেগুলোও পুরা প্রস্তুত না।প্যাভিলনের চারপাশে কাচা সিমেন্টের আস্তর।বই দেখতে হলে ওগুলোর উপর দিয়ে হাটতে হবে।অধিকাংশ প্রকাশনি ক্যটালগ দিতে পারছে না,ক্যাটালগ আনা হয়নি মেলায়।
বিকাশ ক্যাশব্যাক চালু হয়নি আজকে।আগামি কাল থেকে ১০% ক্যাশ ব্যাক দিবে গতবারের মতো।ক্যাশ দিয়ে কিছু বই কিনলাম।
তবে বিকাল হতে মেলা জমে উঠেছে।অনেক বন্ধ স্টল চালু হয়েছে।লোক সমাগম যথেস্ট দেখা গিয়েছে। বসন্তের সাজে অনেক তরুণিকে ঘুরতে দেখা গিয়েছে।লেখকদের ভেতর দিব্য প্রকাশের স্টলে সাবের ভাই কে দেখা গেল।
প্রকাশকরা কান্নাকাটি করে মেলা পেছালে বা সংক্ষিপ্ত করলে।অথচ নির্ধারির সময়ের ১৫ দিন পর আজকে মেলা শুরু হল,অনেক প্রকাশকের খবর নাই।৩০% স্টল নির্মানাধীন ও অপ্রস্তুত।এটা কেমন কথা।
ব্যতিক্রমি একটি স্টল।(বেঙ্গলের)
অধিকাংশ স্টলের সামনে আবর্জনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আমারও আরো একবার যাওয়ার ইচ্ছা আছে।কিছু বই কেনা বাকি আছে।যেতে না পারলে অনলাইন শপ থেকে কিনে নেব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে, মেলা পুরোপুরি জমে উঠতে এক সপ্তাহ লেগে যাবে। যাহোক, প্রথম দিনেই মেলা প্রাঙ্গণ থেকে ঘুরে এসে এই পোস্ট লিখে আমাদেরকে একটা প্রামাণ্য চিত্র পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: জ্বী আঙ্কেল,মেলা জমে উঠতে সময় লাগবে।মেলা ২ সপ্তাহ হতে পারে এবং ২১ শে ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে ভীড় বেশি হবে এই ভয়ে প্রথম দিনেই চলে গেলাম।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: মেলা জমে উঠুক এটাই প্রত্যাশা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আমিও সেই প্রত্যাশা করি।মেলা জমে উঠুক।ধন্যবাদ।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: প্রথম দিনের সুন্দর বিশ্লেষন । দুই একদিনের মধ্যে ময়লা পরিষ্কার এবং শতভাগ চালু হওয়া জরুরী । প্রতিবার গরুর হাটের মতো শেষ সময়ে মেলা জমানো উচিত নয় ।
কি কি বই কিনলেন ভাইয়া ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মেলায় ঢুকে প্রথমে খুব খারাপ লেগেছিল।মনে হয়েছে আজকে না আসলও পারতাম। তবে পছন্দের বই কিনে আর বই দেখে মন ভরে গেছে। তিনটা বই কিনেছি----হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র-১৪;;শ্রেষ্ঠ উপন্যাস সৈয়দ শামসুল হক;;জোরবা দ্যা গ্রীক--নিকোস কাজানিকাস
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৯
নেওয়াজ আলি বলেছেন: পরিবেশ যেমন হোক প্রাণের মেলা যেতে হবেই
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৩২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অবশ্যই বই মেলায় যাবেন,ঘুরবেন,বই কিনবেন।কি কি বই কিনলেন আর কেমন লাগলো মেলা ব্লগে জানান দিবেন।তবে স্টলগুলো গোছাতে ৪/৫ দিন সময় লাগবে স্টল মালিকদের।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪০
সোনাগাজী বলেছেন:
এই বছর আনুমানিক কি পরিমাণ নতুন বই বের হয়েছে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: প্রথমা প্রকাশনি ৫৬ টি নতুন বইপ্রকাশ করেছে এবছর।এ থেকে একটা ধারনা পাওয়া যেতে পারে।প্রকাশনিগুলো ক্যাটালগ দিতে না পারায় বাকিদের খবর অজানা।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৩৯
কালো যাদুকর বলেছেন: বইফেলা সব সময়ই মিস করি। পরিস্কার পরিছন্নের ব্যাপারে মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষন করা হোক ৷
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: প্রথম দিন মেলা আগোছালো ছিল।মনে হচ্ছিল মেলার উপর দিয়ে ঘূর্নিঝড় বয়ে গেছে।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮
নীল আকাশ বলেছেন: কবে যে যাবো?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: স্টল গোছাতে প্রকাশকদের ৩/৪ দিন লেগে যাবে।মেলা জমে উঠতে ৭/৮ দিন লাগতে পারে।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯
ফয়সাল রকি বলেছেন: সন্ধ্যার পরপর গিয়েছিলাম। এখনো মেলা জমেনি ঠিক তবে যথেষ্ট পরিমাণ অপরিচ্ছন্ন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পরিচ্ছন্নতার অভাবে মেলা অনেকটা শ্রী হারিয়েছে।৩০ দিনের মেলা সাধারনত প্রথম ১০ দিন জমে ওঠে না।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৪
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো আপনার আপডেট !
আশা করছি আজ নিজেই ঘুরেফিরে দেখতে পারবো।
ধন্যবাদ আপনাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ।আপনার বইগুলো পাঠক প্রিয়তা পাক।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: অনেকে আশা করছেন এবার নাকি স্মরণ কালের সেরা বইমেলা হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: হতেও পারে।বিকেলে প্রচুর মানুষ মেলা প্রাঙ্গনে ঘুরতে এসেছিল।স্টলে ভীড় ছিল না।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২২
নীল আকাশ বলেছেন: নমানুষ পড়ার দাওয়াত দিলাম শব্দ শিল্প স্টলে, ৩৪২, ৩৪৩।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আরেকবার মেলায় যাওয়ার সুযোগ হলে শব্দ শিল্প'র স্টলে অবশ্যই যাব।দাওয়াতের জন্য ধন্যবাদ।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৯
শোভন শামস বলেছেন: প্রথম দিনেই মেলা থেকে ঘুরে এসে আমাদেরকে জানানোর জন্য ধন্যবাদ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৮
সোনাগাজী বলেছেন:
মানুষ বই কিনছেন, নাকি সোস্যালাইজেশন করছেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: প্রথম দিন মানুষ ঘোরাফেরা করেছে,লেকের ধারে আড্ডা দিয়েছে।ছবি তুলেছে।বইয়ের স্টল ফাকা পড়েছিল।মেলা এখনও জমে নাই,নতুন বই তেমন বের হয়নি।১০/১৫ দিন পরে মেলা জমে উঠবে,বই বিক্রিও বাড়বে আশা করা যায়।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০২
অপু তানভীর বলেছেন: প্রতিবারই মেলাতে ৪/৫ বার করে যাওয়া হয় । আমি সাধারণত ভীড় এড়িয়ে যাই সব সময় । তবে এইবার যাওয়ার সুযোগ আসবে কম । হয়তো এক কী দুইবার । আর যদি মেলা এই ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যায় তাহলে হয়তো মাত্র একবার যাওয়ার সুযোগ আসবে !
আপনি ঘুরে এলেন । দেখা যাক আমি কবে যাই !