নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

ছার পোকাদের আড্ডাখানা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪


ছার পোকাদের আড্ডাখানা নামে একটি বুক রিলেটেড গ্রুপ আছে।বই নিয়ে আলোচনা করা ছাড়াও গ্রুপটি নানা কারনে অনন্য।
১)এই গ্রুপ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে,যেমন--বুক রিভিউ,বই ছবি প্রতিযোগিতা এবং গ্রুপের এডমিন,মডারেটর নিজেরা তাতে অংশগ্রহন করে।অথচ ফেয়ার প্লে নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠান প্রতিযোগিতা আয়োজন করে তার সাথে জড়িত সবাইকে প্রতিযোগিতার বাইরে রাখা সাধারন নিয়ম।
২)নিজেরাই নিজেদের কর্ম বিচার করে পুরষ্কৃত করে।প্রায় প্রতিযোগিতায় দুই চারজন মডারেটর বিজয়ী হয়। নির্লজ্জতার চরম উদাহরন ছাড়া এটি আর কিছু নয়।তাদের তো অংশ নেওয়াই উচিত না নিজেদের আয়োজন করা প্রতিযোগিতায়।
৩)একই ব্যক্তি যারা গ্রুপে একটু পরিচিত,বার বার বিজয়ী হয়।
৪)আর সব পেজের এডমিনের মত তারাও মনে করেন দেশে বিসিএস ক্যাডারদের পর তারাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাক্তি।তাদের সাথে দ্বিমত করা যাবে না।
৫)গ্রুপ চলে সাধারন সদস্যদের পোস্টের উপর ভিত্তি করে।বইয়ের মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু পাঠক-সম্পাদক ক্যাচাল লাগলে এরা সম্পাদকের পক্ষালম্বন করে।এরা মনে করে লেখক-সম্পাদকের চেয়ে তারা কম কিসে যে বইয়ের মূল্যবৃদ্ধির পক্ষে সাফাই গাইবে না।
৬)এরা ফ্রী বই পেয়ে আজেবাজে বইয়ের তৈলাক্ত রিভিউ প্রসব করে।

এ্যাডমিন,মডারেটর হওয়ার কারনে তারা বেশ কিছু সুবিধা পায়ঃ
১)পোস্ট করলে এপ্রুভ হওয়ার জন্য তাদের ৩/৪ ঘন্টা অপেক্ষা করতে হয় না।অপেক্ষার বিরক্তিকর কাজটি শুধু গ্রুপের সাধারন সদস্যদের জন্য প্রযোজ্য।তাহারা মডু,এডমিন ;তাহারা এলিট। এরা একটু পর পর গ্রুপে পোস্ট দিতে আসে, কিন্তু সে সময় সদস্যদের পোস্ট এপ্রুভ করে না।
২)তারা পোস্ট করলে কমেন্ট, লাইকের বন্যা বয়ে যায়।পোস্ট যত খারাপই হোক না কেন।এটা তাদের বাড়তি উৎসাহ,অনুপ্রেরনা দেয়।
৩)তাহলে দেখা যাচ্ছে মডারেটর,এডমিনের লেখার মান বিচার তাদের হাতে।লাইক, কমেন্টও অনেকটা তাদের তাদের হাতে।
৪)তাদের বালখিল্যতা দেখে হা হা রিএ্যাক্ট দিলেও জবাবদিহিতা করতে হয় কেন হা হা রিএ্যাক্ট দিলাম।তাদের যৌক্তিক সমালোচনা করলে তো জেলে পুরে দিত।
দিনের পর দিন গ্রুপটি এভাবেই চলছে।গ্রুপের মডারেটর,এডমিনদের আত্মমর্যাদাবোধ যতদিন না আরেকটু বাড়ছে ততদিন এটি এভাবেই চলবে বলে ধারনা করি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি একটা গ্রুপ খুলেন; তাতে আপনি যেটা ঠিক মনে করেন সেটাই করেন। তাহলেইতো ল্যাঠা চুকে গেলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ল্যাঠা চুকানো এতো সহজ নয়।বান্দরের হাতে কি-বোর্ড চলে গেছে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এতো নিয়মনীতি ভালো লাগেনা। যে সুশৃঙ্খল সে এমনিই নৈতিক।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাল না লাগলেও আম- জনতাকে নিয়ম মানতে হয়।নিয়ম তাদের জন্যই তৈরি করা হয়।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৬

অঙ্গনা বলেছেন: কি আর বলবো সব কাকের ই এক রা
যে যায় লংকায় সেই রাবণ হয়

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: একদম ঠিক বলেছেন।ব্লগে আপনার পথ চলা শুভ হোক।অনেক ধন্যবাদ।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৪

অপু তানভীর বলেছেন: আগে এই বই রিলেটেড গ্রুপ গুলোতে খুব একটিভ থাকতাম । কিন্তু একটা সময়ে খেয়াল করলাম যে এই গ্রুপের এডমিনদের যেন মাটিতে পাই পড়ে না । গ্রুপ হিট হওয়ার আগে সদস্যদের পা ধরে ধরে অনুরোধ করতো যেন আমরা আমাদের লিস্টের সবাইকে এড করি গ্রুপে । পরে যখন অনেক সদস্য হয়ে গেল তখন এমন একটা ভাব তারা দেখাতে শুরু করলো যেন তারা আসলে খুব এলিট শ্রেণীর কেউ ! তারপর থেকে এই টাইপের সকল গ্রুপ থেকে লিভ নিয়েছি !

আর বই রিভিউয়ের ব্যাপারে এখন খুব সাবধান । এখন এই সব বইয়ের গ্রুপে আপনি যা পজেটিভ রিভিউ দেখবেন তাদের প্রায় সব গুলোই এই রকম তৈলাক্তময় আর পেইড রিভিউ ! ফেসবুকে রিভিউ দেখে এখন আর বই কিনি না একদম !

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাব ধরায় ফেসবুক পেজ এ্যাডমিন এখন ফার্স্ট।তারা রেডিও আরজেদের ভাত মেরে দিছে।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২২

জ্যাক স্মিথ বলেছেন: আপনি গ্রুপটা হ্যাক করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিন, তারপর দেখবেন ওরা আপনার পিছনে ঘুরবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: হ্যাক করা লাগে না ভাই।ফেসবুকের ঠাডা পড়ে গ্রুপ এমনিতেই বন্ধ হয়ে গিয়েছিল।আবার নতুন করে খুলছে।বাড়াবাড়ির পরিণাম কখনো ভাল হয় না।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১২:১৮

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: এদিকে জীবনে এই গ্রুপের নাম না শোনা আমি!
তবে বইপোকাদের আড্ডাখানা নামে একটা গ্রুপের কথা জানি। সেটার কথা বলেছেন কিনা বুঝতে পারছিনা কারণ সেই গ্রুপের পোস্ট তেমন ফলো করা হয়না। আট/দশ বছর আগে 'বই লাভারস পোলাপান' নামে একটা গ্রুপ খুব ফলো করতাম। কিন্তু ওটা এখন আর অ্যাকটিভ নেই। গুডরীডস ব্যবহার করা শুরু করার পর থেকে ওখানেই বইয়ের রিভিউ দেখি। ফেসবুকে আর কিছু দেখা হয়না।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১:৫৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: গ্রুপের নাম সামান্য পরিবর্তন করা হয়েছে।এসব গ্রুপ ফলো না করাই ভাল।গ্রুপের এ্যাকটিভিটিজে স্বচ্ছতা নেই।বাইরে থেকে ভালই দেখায়।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: গ্রুপের নামটাই তো আমার পছন্দ হয়নি!
অধুনা লেখালেখি নিয়ে অত্যন্ত জনপ্রিয় একটি ফেসবুক গ্রুপ নিয়েও আমার একই রকমের ধারণা হচ্ছে। সেখানকার মডুদের পণ্ডিতি এবং অবিমৃষ্যকারিতার কারণে অনেকেই গ্রুপ ছেড়ে চলে যাচ্ছেন অথবা গ্রুপে নিষ্ক্রিয় থাকছেন।

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:০২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: গ্রুপের নামটা সামান্য পরিবর্তন করা হয়েছে।এই সব গ্রুপ বেশির ভাগই চলে ইম্যাচিউর পোলাপান দিয়ে।এরা নিজেদের এ্যামেরিকার প্রেসিডেন্ট মনে করে।বিলম্বিত উত্তরের জন্য দু:খিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.