![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
দেড় বছর ধরে ডেস্কটপ পিসিটি নষ্ট।ব্লগ লেখা হয় না।ব্লগে আসাও তেমন হয় না।মোবাইল থেকে খানিকক্ষন ব্লগ পড়লে মোবাইল সেটটি বিট্রে করে।আর মোবাইল থেকে কমেন্টের প্রত্যুত্তরও করা যায় না।
এখন রাইজেন ৫৬০০ জি অথবা ৫৭০০ জি দিয়ে একখান পিসি বিল্ড করতে চাই।বাজেট ৩৫/৩৮ হাজার টাকা।পুরনো পিসির হার্ড ডিস্ক,মাউস,কি-বোর্ড,ওয়াই ফাই এডাপ্টার এবং ভিজিএ পোর্টের এইচ ডি মনিটর ঠিক আছে।
পিসি দিয়ে ব্রাউজিং,ব্লগ লেখা,ইউটিউব,সোশ্যাল মিডিয়া ব্যবহার করা,ফটোশপ ইত্যাদী কাজ সচরাচর করা হবে।মাঝে মাঝে হালকা গেমিং করা হবে।
কেসিং সহ সব কম্পোনেন্ট সাজেস্ট করলে ভাল হয়।কেসিং এ নূন্যতম ৩ টি ইউএসবি পোর্ট প্রয়োজন হবে।মাউস,কি বোর্ড ও ওয়াই-ফাই এডাপ্টারের জন্য।
বিল্টইন পাওয়ার সাপ্লাইয়ে কাজ হবে না আলাদা নিতে হবে?কত ওয়াট প্রয়োজন হবে।
(মোবাইল থেক পোস্ট করা।কমেন্টের প্রত্যুত্তর দেওয়া সম্ভব হবে না।তবে পরামর্শদাতার নামোল্লেখ করে কমেন্ট আকারে রিপ্লাই দিতে পারব।)
পরামর্শের জন্য অগ্রীম ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২১
নকল কাক বলেছেন: আগের কেসিং বিক্রয় করে দিয়ে একটা ল্যাপটপ কিনে ফেলেন। লাগেজ পার্টি ল্যাপটপ। এসএসডি সহ। বেস্ট অপশন।