![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
দেড় বছর ধরে ডেস্কটপ পিসিটি নষ্ট।ব্লগ লেখা হয় না।ব্লগে আসাও তেমন হয় না।মোবাইল থেকে খানিকক্ষন ব্লগ পড়লে মোবাইল সেটটি বিট্রে করে।আর মোবাইল থেকে কমেন্টের প্রত্যুত্তরও করা যায় না।
এখন রাইজেন ৫৬০০ জি অথবা ৫৭০০ জি দিয়ে একখান পিসি বিল্ড করতে চাই।বাজেট ৩৫/৩৮ হাজার টাকা।পুরনো পিসির হার্ড ডিস্ক,মাউস,কি-বোর্ড,ওয়াই ফাই এডাপ্টার এবং ভিজিএ পোর্টের এইচ ডি মনিটর ঠিক আছে।
পিসি দিয়ে ব্রাউজিং,ব্লগ লেখা,ইউটিউব,সোশ্যাল মিডিয়া ব্যবহার করা,ফটোশপ ইত্যাদী কাজ সচরাচর করা হবে।মাঝে মাঝে হালকা গেমিং করা হবে।
কেসিং সহ সব কম্পোনেন্ট সাজেস্ট করলে ভাল হয়।কেসিং এ নূন্যতম ৩ টি ইউএসবি পোর্ট প্রয়োজন হবে।মাউস,কি বোর্ড ও ওয়াই-ফাই এডাপ্টারের জন্য।
বিল্টইন পাওয়ার সাপ্লাইয়ে কাজ হবে না আলাদা নিতে হবে?কত ওয়াট প্রয়োজন হবে।
(মোবাইল থেক পোস্ট করা।কমেন্টের প্রত্যুত্তর দেওয়া সম্ভব হবে না।তবে পরামর্শদাতার নামোল্লেখ করে কমেন্ট আকারে রিপ্লাই দিতে পারব।)
পরামর্শের জন্য অগ্রীম ধন্যবাদ।
২| ২০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: @নকল কাক ব্লগ লেখা ছাড়াও বিজয় বাংলা টাইপিং ও লেখার কাজ প্রচুর করতে হয়।পিসি হলে কম্ফোর্টেবল হবে আমার জন্য।পরামর্শের জন্য ধন্যবাদ।
৩| ২০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: AMD Ryzen 7 5700G Processor with Radeon Graphics
MSI A520M-A Pro AM4 AMD Micro-ATX Motherboard
Corsair Vengeance LPX 8GB 3200MHz DDR4 Desktop RAM
Team MP33 256GB M.2 PCIe SSD
এমন কনফিগারেশনে হয়ে যাবে।
শুভ কামনা রইলো।
৪| ২০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: @মাহমুদুর রহমান সুজন, ভিজিএ পোর্ট আছে MSI A520M-A Pro AM4 AMD Micro-ATX মাদারবোর্ডে?মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ২:১৯
মামুinসামু বলেছেন: VGA port না থাকলেও সমস্যা নেই, VGA port এর জন্য converter পাওয়া যায়। সেটা লাগিয়ে নিলেই হবে।
৬| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:১৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: @মামুinসামু,কনভার্টার ভাল না হলে,ডিসপ্লে ঝাপসা আসে,একজন বললো।পরামর্শের জন্য ধন্যবাদ।
৭| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: আমার নিজের ল্যাপটপেও সমস্যা।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২১
নকল কাক বলেছেন: আগের কেসিং বিক্রয় করে দিয়ে একটা ল্যাপটপ কিনে ফেলেন। লাগেজ পার্টি ল্যাপটপ। এসএসডি সহ। বেস্ট অপশন।