নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবা রান্জোরদাস

বাবা রান্জোরদাস › বিস্তারিত পোস্টঃ

কেমন হতে পারে মধ্যবিওের সন্চয় স্কিম?

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

আমি একজন মধ্যবিও। মাসে বেতন পাই ৫০,০০০। জানতে চাই কেমন হতে পারে সন্চয় স্কিম? আপনি কিভাবে সন্চয় করেন যা কিনা ভবিষ্যতের জন্য ভাল?

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

কাউসার রানা বলেছেন: ভাই এই স্যালারী যদি মধ্যবিত্ত হয় তাহলে ১০-২০ হাজার এর মান কত ?

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

বাবা রান্জোরদাস বলেছেন: ভাই রে বউ,বাচ্চা নিয়ে ঢাকা শহরে ভাড়া বাড়িত থাকলে ঐ টাকা আমার মতে মধ্যবিত্তের মধ্যেই পড়া উচিত

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

কাউসার রানা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

স্বপনীল জলরং বলেছেন: আপনার পোস্টের কমেন্ট ের দিকে আমিও তাকিয়ে রইলাম। আমার ও জানার ইচ্ছে কিভাবে এই টাকা কামিয়ে সংসার চালিয়ে সঞ্ছয় করা যায়।।

তীর্থের কাকের দৃষ্টি আপনার পোস্টে!!!!

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

স্বপনীল জলরং বলেছেন: কাউসার ভাই, মদ্ধবিত্তের অনেক স্তর ।

১০-২০ হাজার ও মদ্ধবিত্ত আবার ৫০০০০ হাজার ও মদ্ধবিত্ত !!!

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

বাবা রান্জোরদাস বলেছেন: @স্বপনীল জলরং সহমত।আমি যদি ব্যচেলর থাকতাম আর ২০ হাজার কামাই করতাম তাইলে নিজেরে উচ্চমদ্ধবিত্ত ভাবতাম

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

আহলান বলেছেন: যেটা খরচ না করলেই নয়, সেটা করুন, বাকিটা এফডিআর করুন। দুই তিন মাস ধরে ৫০০০০ হাজার টাকা জমিয়ে একটি করে এফডিআর করুন।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

বাবা রান্জোরদাস বলেছেন: ভাই দুই তিন মাস ধরে যদি ৫০০০০ হাজার টাকা জমাইতে পারতাম তাইলে কি আর মনে এত কষ্ট :||

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

মুহসিন বলেছেন: উচ্চমধ্যবিত্ত হয়ে যাবেন শিগগিরই। খালি মাসে ১০-১৫ হাজার জমা করুন। তাহলে বছরে ১.৫ লাখ, ১০ বছরে ১৫ লাখ (বর্তমান মূল্যমানে), ২০ বছরে ৩০ লাখ। আর প্রমোশন হলে আরও।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

বাবা রান্জোরদাস বলেছেন: চেষ্টা তো করি কিন্তু আফসুস জমাইতে তো পারি না। হাজারটা জায়গা থেকে খরচ বাবাজি ওৎ পেতে থাকে।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

মাহমুদ হাসানাত বলেছেন: ভাই মুই কোন দলে ৫-৬ হাজার?

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: আপনার কথাটা জোকসের মতন হইলো । যাই হোক ঢাকার শহরে অনেক খরচ জানি । নিজের উপরে সব , একটু খোজ খবর নিলে হয় তোঁ দেখতে পারবেন ঢাকার শহরে হাজারো পরিবার আছে যারা ৩০ -৪০ হাজার টাঁকা খরচ করে খুব ভালো ভাবেঈ দিনপাত করছে । সব কিছুই নিজের উপরে নির্ভর করে আপনি কিভাবে চলবেন , আমি জানি আপনি যদি ৩০ হাজার টাকাও বেতন পেতেন তাহলে চলতে যেই টুকু কষ্ট হতো এখনো সেই টুকু কষ্ট হচ্ছে বা টাকার সমস্যা হচ্ছে । আসলে আমাদের খরচ আমরা নিজের ইনকামের উপরেই করে থাকি । আপনি যদি ৩০ হাজার বেতন পেতেন তাহলে কোন কিছু ক্রয় করার সময় আপনি আপনার পকেটের কথা ভাবতেন কিন্তু এখন সেইটা ভাবেননা ।
বাংলাদেশের যেই পরিস্থিতি তাই একটু টেনে টুনে চলাই ভালো বলে মনে করি । দেশের বেশির ভাগ মানুষই আপনার চাইতে কম তেমন পায় তাদেরও সংসার চলে ;তার পরেও টাকা জমাতে গিয়ে শখ আল্লাদ চাপামাটি দেওয়া ঠিক না ।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

বাবা রান্জোরদাস বলেছেন: @লিঙ্কনহুসাইন আপনার প্রতিটা কথাই যোক্তিক কিন্তু বাস্তবটা কি তেমনই? ইনকাম বাড়ার সাথে সাথে যদি সবাই ব্যয়ের হিসেবটা মানিয়ে চলতে পারতো,তাহলে তো সবাই লাখপতি হতো।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

পরিযায়ী বলেছেন: ভাইজান আপনার গিন্নিরে জিগান।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

পিয়ার আহসান বলেছেন: Proti mas e minimum 10,000.00 taka jomano uchit, apnar.

১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন: আমি প্রতিদিন ১৬ ঘন্টা ডিউটি দিই
রোদে বৃষ্টিতে হরতালে বিক্ষোভে। ঘুমাই কোনরকমে ঘন্টা চারেক।
প্রায়ই সেটাও জুটে না। আমার বেতন সাড়ে চার হাজার টাকা।
ঘরে দুইটা বাচ্চা আর বউ। ম্যালনিউট্রিশনে ভোগা বাচ্চাদুইটার
দিকে তাঁকাতে কষ্ট হয় আমার। সামনের মাসে ওদের বেতন ক্লিয়ার
করতে পারবো কিনা জানিনা। রাত করে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পর টাকার জন্য প্রায়দিন স্ত্রীর সাথে ঝগড়া। ওকে শেষ কবে কিছু
কিনে দিয়েছি মনে নেই। আমি পুরুষ, অথচ আমার উপর বৃষ্টির মত ইট
পাটকেল গুলি ছুড়লেও উপরের নির্দেশের বাইরে গিয়ে আমি পালটা জবাব
দিতে পারিনা। আমার সহকর্মীরা চোখের সামনে মারা গেলেও আমার
কিছু বলার অনুমতি নেই। আমার হাত পা মুখ সব বাঁধা...।

আমি একজন পুলিশ। মানুষের ভালোবাসা থেকে কিছুটা নিচে মনেহয়
আমার স্থান। ঠাট্টা আর তাচ্ছিল্যের প্রাণী...

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

এম এম কামাল ৭৭ বলেছেন: ৫ বছর মেয়াদি ৩ টা ডি.পি.এস খুলেন ৫০০০, ২৫০০,২৫০০। মাসে ১০ হাজার টাকা করে সঞ্চয় হবে। আবার কোন সমস্যায় পরলে যে কোন একটি ডিপিএস ভাংলেই হবে।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

বাবা রান্জোরদাস বলেছেন: আইডিয়াটা ভালো লাগল।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২

কালোপরী বলেছেন: মান্থলি সেভিংস করেন ৫০০০, ৫০০০ টাকার

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

বেকার মানুষ বলেছেন: =p~ =p~ =p~ :P :P :P

১৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: ১০,০০০

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.