![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সে জাতি দুনিয়ার বুকে একটাই নাম বাঙালি
অনেক খেয়েছে মার পুড়ে হয়েছে ছার খার
তবুও কেন জানি হার মানতে শিখেনি ।
সময়ের পরে সময় এসেছে দেখেছে এই জাতির খেলা
বাহান্ন কিংবা একাত্তর আজোও আছে সৃতির ভেলায় ,
মূর্খ আমরা নিরক্ষর জাতি যা বলে বলুক লোকে
একবার যদি লেগে যায় গাঁয়ে টের পাবে হাড়ে হাড়ে ।
অনেক করেছি যুদ্ধ , আন্দোলন ছিনিয়ে এনেছি জয়
এখন সময় বিশ্বকে দেখানোর ক্রিকেটেও আমরা কম নয় ।
©somewhere in net ltd.