![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজনীতির কোন বিষয় নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই , সেটা নিয়ে কোন দিন ছিলোও না । কিন্তু একটা কথা অনেকের কাছ থেকেই শুনে যাচ্ছি যে , বাংলাদেশ যদি ভারতের সাথে খেলে তাহলে নাকি হেরে যাবে ইচ্ছা করেই !!! আমি জানি না সেটা কতটা সত্যি , তবে সেই ধরনের যদি কিছু হয় রাজনীতির চাপা কলে পিষ্ট হয়ে , তবে সেটা জাতির জন্যে খুবই খারাপ প্রভাব ফেলবে বলে আমি মনে করি । এমন কি সেটার কারণে যদি মানিয়ে মানিয়ে খেলার কোন প্রমাণ আইসিসি পেয়ে যায় , তবে আইসিসি তার নিয়ম ভাঙ্গার কারণে বাংলাদেশকে ক্রিকেট থেকেও বাদ দেয়ার ক্ষমতা রাখে , যদিও সেটা করবে কিনা আমি জানি না। তবে আমার কথা একটা আমি এমন একটা সাপোর্টার যে কিনা বাংলাদেশ সম্পর্কে এটা বাংলাদেশ সম্পর্কে বলতে পারে যে , ভারত বাংলাদেশের সাথে কোন ভাবেই পারবে না (যদিও আমার প্রিয় দল কিন্তু ভারত যার প্রত্যেকটা উইকেটের এর আগাগোড়া আমি বলতে পারি ) । শুধুই তাই নয় আমার দেখা মতে , এই বাংলাদেশ দলই সবাইকে অবাক করে এই বার ফাইনার খেলতে যাচ্ছে যেটা বাংলাদেশের কোন মানুষ এখন পর্যন্ত ভেবেছে কিনা আমি জানি না , কিন্তু আমি ভেবেছি আর সেটাও জানি সেই ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে । ফলাফল টা আমি নাই বললাম , তবে প্রতিশোধ নিবে সেটা বলে দিচ্ছি । আমি খুবই সাধারন মানুষ কিন্তু মাঝে মাঝে কিছু অসাধারণ চিন্তা করে ফেলি , এটাই আমার বাস্তবতা । এখন আমার একটা চাওয়া যেন বাংলাদেশের রাজনীতিটা আপাদত হলেও এই বিশ্বকাপে যেন কোন প্রক্রিয়ার সৃষ্টি না করে ।
২| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
" আমি জানি না সেটা কতটা সত্যি , তবে সেই ধরনের যদি কিছু হয় রাজনীতির চাপা কলে পিষ্ট হয়ে , তবে সেটা জাতির জন্যে খুবই খারাপ প্রভাব ফেলবে বলে আমি মনে করি "
-এই সামন্য ব্যাপারে যদি বলেন, " আমি জানি না সেটা কতটা সত্যি ", আপনি জাতির কোন কাজে লাগবেন?
১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৯
আনাড়ি পাগল বলেছেন: আমি জাতির কোন কাজে লাগবো সেটা তো এখন বলতে পারছি না , তবে আপনাকে বলছি আমি যদি বেঁচে থাকি তবে একদিন আমার পরিচয়ে বাংলাদেশ অহংকার বোধ করবে একদিন , আর আপনি তো আমাকে চিনেন না , চিনলে আশা করি এই কথাটা বলতে একশোবার ভাবতেন
৩| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৮
নতুন বলেছেন: কিন্তু একটা কথা অনেকের কাছ থেকেই শুনে যাচ্ছি যে , বাংলাদেশ যদি ভারতের সাথে খেলে তাহলে নাকি হেরে যাবে ইচ্ছা করেই !!
যারা এই সব কথা বলে বেড়াচ্ছে তাদের সঙ্গথেকে দুরে থাকুন... এরা দেশের ভাল চায়না...
আমার তো কখনোই এ্মনটি হতে পারে সেই চিন্তাও মাথায় আসেনাই... কারন আমি দেশে যেন জয়ী হয় সেই চিন্তায় মগ্ন....
১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৯
আনাড়ি পাগল বলেছেন: জেনে ভালো লাগলো , সবাই যে কেন আপনার মত হয় না ।
৪| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৫
নতুন বলেছেন: আমি তো নতুন... কিন্তু সবাই পুরান হইয়া যায় কিছু দিন পরে...
১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৯
আনাড়ি পাগল বলেছেন: মজা করলেন ? মজা পাইছি । ধন্যবাদ
৫| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫১
প্রামানিক বলেছেন: এইটা যেন না হয় সেটাই সবার কামনা।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশের রাজনীতিটা আপাদত হলেও এই বিশ্বকাপে যেন কোন প্রক্রিয়ার সৃষ্টি না করে ।
সহমত।