![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মওকা , মওকা , মানুষকে দিতে চাই ধোঁকা , আমি অনেক দেখলাম , তাদের বানানো ভিডিও গুলা । সাবেক ক্রিকেটার হয়েও যখন এই ধরনের মন্তব্য করে যে , বাংলাদেশ এক সময় ছিল কাঙ্গাল , এখন হয়েছে মালা মাল , আমার শুনে কিন্তু খারাপ লাগে নাই , ভালোই লেগেছে । কিন্তু সে যেই অঙ্গভঙ্গিতে এই কথাটা একটা টেলিভিশনের সামনে বসে বলেছে , তাতে সে প্রমাণ করেছে আমার এক যেঠোর কথাকে , তিনি বলেছিলেন , "বাবা তাদের থেকে সব সময় দূরে থাকিস , আমি জানতে চাই কারা , তিনি বলেছিলেন যারা মনে করে অনেক বড় আসলে কিন্তু তারা বড় নয় , আঙ্গুল ফোলে কলা গাছ হয়েছে । এরা নিজেদের স্বার্থের জন্যে বাবাকেও শালা বলে ডাকবে " আমি তখন এই ক্রিকেটার কে সেই দলেই ফেলেছি , একটু সম্মানসূচক ভাবে তার নাম টা আমি বললাম না , জানি সে সেটারও প্রাপ্য নয় । আমাদের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে , তবে খারাপ কিছু ক্রিকেটারও আছে যারা ভালোর মধ্যেও সব থেকে ভালো , কিন্তু সব সময় ভালো করে না বলে আমরা তাদের খারাপ বলি । তাদের মধ্যেই একজন তামিম ইকবাল । আমরা যত যাই বলি তার মত একজন ভালো অপেনার এখনো বাংলাদেশ দলে নেই । এবার আসি ভারতের কথায় । ভারতের সাথে তামিমের ফর্ম সব সময়ই দেখার মত ছিল । ২০০৭ সালে এই তামিমই জহির খানকে খান খান করে ভারতকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছিল । ৫৩ বলে ৫১ রান করেছিলেন সেই দিন এই তামিমই । এর পর ২০১১ সালেও ভারত কে এই তামিমই দেখিয়েছিল বাংলার বাঁশ আর বাঁশঝাড় এর ক্ষমতা কত ? অন্যান্য সবাই ভালো খেলছে । কিন্তু ভারতকে বাঁশ দিতে হয় কিভাবে সেটা আমাদের তামিমের চেয়ে ভালো মনে হয় কেউ জানে না । আর সেটার জোরেই বলছি , এই বারের বাঁশটা আরও বেশি কঠিন হবে যা ভারতীয় মিডিয়াকে....আর কিছু বললাম না । বাকি টা মাঠেই দেখিয়ে দিবো ইনশাআল্লাহ্ ।
©somewhere in net ltd.