![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ক্ষ্রুদ্র মানুষ। ঘৃণা করি এ দেশের নোংরা রাজনীতি । জীবনের মানে খুঁজার চেষ্টা করছি।
পাশবিকতার শিকার হয়েছে ৯ বছরের এক স্কুলছাত্রী। সে বড়লেখা উপজেলার ভট্টশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ছাত্রীটির পিতা ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ ভিকটিমের মেডিকেল চেকআপ সম্পন্ন করেছে।
উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউচি গ্রামের স্কুলছাত্রী (৯) পিতার সঙ্গে বাড়ির পাশের ঝিলে মাছ ধরতে যায়। গত ২৮ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের সময় হলে মেয়েকে রেখে পিতা মসজিদে চলে যান। এ সময় একই গ্রামের ছরকুম আলীর পাষণ্ড ছেলে জামাল উদ্দিন (২৪) স্কুলছাত্রীকে ঝোপের আড়ালে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়। পাশবিকতার শিকার আহত শিশু ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় বিকালে পিতা-মাতা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম জানান, ওই শিশু কন্যার শরীরের ধর্ষণের আলামত রয়েছে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটির পিতা থানায় মামলা করেছেন।
মৌলভীবাজারের বড়লেখায় শিশু ধর্ষণের ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষকের পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য প্রভাবশালী মহল বিভিন্ন কৌশল নিচ্ছে। এমনকি বিষয়টি স্থানীয়ভাবে আপোস মীমাংসা করে দেওয়ার প্রতিশ্র“তি দেওয়া হচ্ছে।
লিংক: আমাদের সময়
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪
ভালবাসাকারেকয় বলেছেন: ধর্ষনকারীরা ই তো দেশের এখন রথী মহারথী।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
ভিটামিন সি বলেছেন: ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এটাই হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সুফল।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
নতুন বলেছেন: ধর্ষকের পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য প্রভাবশালী মহল বিভিন্ন কৌশল নিচ্ছে। এমনকি বিষয়টি স্থানীয়ভাবে আপোস মীমাংসা করে দেওয়ার প্রতিশ্র“তি দেওয়া হচ্ছে।
এদের শা্স্তির ব্যবস্হা করতে হবে...
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
আব্দুর রহ্মান বলেছেন: ছাগুদের কাছে প্রশ্ন, এই মেয়ের কাছে কি হিজাব আশা করছিলি তোরা?
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
প্রমিথিয়া নাজ বলেছেন: এবার বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ
Click This Link
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১
১১স্টার বলেছেন: দেশে কি ধর্ষনকারীদের কার্তিক মাস চলছে নাকি?