নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এখন বিপদে

ভালবাসাকারেকয়

আমি এক ক্ষ্রুদ্র মানুষ। ঘৃণা করি এ দেশের নোংরা রাজনীতি । জীবনের মানে খুঁজার চেষ্টা করছি।

ভালবাসাকারেকয় › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লায় চোখ মুখ বেঁধে দু’বোনকে গণধর্ষণ

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

গামেন্টসকর্মী কুমিল্লা সদর উপজেলার বালুতুপা দৌলতপুর গ্রামের বাসিন্দা দু’সহোদর বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে সদর দক্ষিণ উপজেলার পরানপুর গ্রামের গামেন্টসকর্মী মাহবুব আলম ও আত্মীয় চৌদ্দগ্রামের পূর্ব বেলঘর গ্রামের রাসেল দু’বোনকে বৃহস্পতিবার রাতে রাসেলের বাড়িতে নিয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী শিবেরবাজার কবরস্থান সংলগ্ন জঙ্গলের ভেতর চোখ-মুখ বেঁধে ১০/১২ যুবক ধর্ষণ করে। এ সময় তাদের সঙ্গের ১০ বছর বয়সী ছোট ভাইকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। এ সময় ধর্ষণকারীরা পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় তোলপাড় শুরু হলে সোমবার সকালে শিবেরবাজারে ২ নং উজিরপুর ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলামসহ কয়েক শ’ জনতার উপস্থিতিতে গ্রাম্য সালিশ বসে। কিন্তু সালিশে ধর্ষক সকল যুবক উপস্থিত না হওয়ায় সালিশ মুলতবি করা হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, ভিকটিম দু’বোন ও তাদের পরিবার দরিদ্র এবং তারা মামলা করতে রাজি না হওয়ায় গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। সালিশে উপস্থিত ইউপি সদস্য ফরিদ উদ্দিন জানান, সালিশে সকল অভিযুক্ত যুবক উপস্থিত না হওয়ায় পরবর্তীতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় সালিশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।



খবর: জনকন্ঠ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

মনসুর-উল-হাকিম বলেছেন: বিশ্ব জুড়ে ধর্ষনের এই ঘটনা প্রবাহ প্রমান করে যে, কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ/চুরি) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (নৈতিকতাহীন মূর্খের আধিক্ষ্য) মানুষকে পশুরও অধম এক অসভ্য প্রাণী বানিয়ে দেয়। সভ্য-সুন্দর মানব সভ্যতার বিনির্মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস, সুশিক্ষা, সৎ নৈতিকতা, সামাজিক মূল্যবোধের চর্চা বিষয়গুলি অপরিহার্য। সততার সাথে ইসলাম পালন ও চর্চা মানুষকে এই অসভ্য-অনাচার থেকে মুক্তি দিতে পারে।

মহান আল্লাহ-তায়ালা আমাদেরকে হেদায়েত দিয়ে উম্মতে মুহাম্মাদী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] হিসাবে কবুল করে দুনিয়া ও আখেরাতে সকল নেক কামিয়াবী দান করুন -আমীন।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: বিশ্ব জুড়ে ধর্ষনের এই ঘটনা প্রবাহ প্রমান করে যে, কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ/চুরি) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (নৈতিকতাহীন মূর্খের আধিক্ষ্য) মানুষকে পশুরও অধম এক অসভ্য প্রাণী বানিয়ে দেয়। সভ্য-সুন্দর মানব সভ্যতার বিনির্মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস, সুশিক্ষা, সৎ নৈতিকতা, সামাজিক মূল্যবোধের চর্চা বিষয়গুলি অপরিহার্য। সততার সাথে ইসলাম পালন ও চর্চা মানুষকে এই অসভ্য-অনাচার থেকে মুক্তি দিতে পারে।

মহান আল্লাহ-তায়ালা আমাদেরকে হেদায়েত দিয়ে উম্মতে মুহাম্মাদী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] হিসাবে কবুল করে দুনিয়া ও আখেরাতে সকল নেক কামিয়াবী দান করুন -আমীন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

মো: আতিকুর রহমান বলেছেন: r koto dhorshon kotha ta sunte hobe?? Dhorshon er shasti mrittu dondo na, hat kete fela kora uchit. Jeno shey sara jibon hahakar er majhe beche thake.

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

প্রমিথিয়া নাজ বলেছেন: এবার বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.