![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ক্ষ্রুদ্র মানুষ। ঘৃণা করি এ দেশের নোংরা রাজনীতি । জীবনের মানে খুঁজার চেষ্টা করছি।
এক বিধবা ধর্ষণের শিকার হয়ে নালিশ করেছিলেন ধর্ষকের চাচার কাছে। অভিযোগ উঠেছে, ঘটনার তিন দিন পর ওই চাচাই আবির্ভূত হন ধর্ষকের ভূমিকায়। ওই নারীর অভিযোগ, এবার তাঁকে ধর্ষণ করা হয় তাঁর শিশুসন্তানের সামনেই। ভয়ে তিনি ১০ দিন পালিয়ে ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যায় খবর পাওয়া যায় ওই নারীকে নিয়ে থানায় অবস্থান করছেন একটি নারী সংগঠনের এক নেত্রী এবং একজন জনপ্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল সকালে সাংবাদিকরা ওই এলাকায় গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম আবু সাঈদ ওরফে লাল মিয়া (৬০)। তিনি শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শরীফপুর গ্রামের ওই নারীর স্বামী মারা যান প্রায় আট বছর আগে। তখন পরিবারটির দায়িত্ব নেন ওই নারীর চাচাশ্বশুর তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ ওরফে লাল মিয়া। এরপর থেকে ওই নারী সন্তানদের নিয়ে চাচাশ্বশুরের বাড়িতেই থাকেন। এরই মধ্যে তিনি দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এক ছেলে ঢাকায়
চাকরি করেন। ছোট দুই ছেলে ও এক মেয়ে তাঁর সঙ্গে থাকে।
ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, লাল মিয়া ও তাঁর ভাতিজা আমীর দীর্ঘদিন ধরেই তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। সপ্তাহ দুয়েক আগে আমীর তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। ওই সময় তাঁর ঘরে থাকা ছয়-সাত বছরের ছেলেসন্তান ঘুমিয়ে ছিল। বিষয়টি কাউকে জানালে ঢাকায় কর্মরত ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেয় আমীর। এর পরও ঘটনাটি লাল মিয়াকে অবহিত করেন ওই নারী। তিনি জানান, গত ২০ জানুয়ারি রাতে লাল মিয়া কাজ আছে বলে তাঁকে দরজা খুলতে বলেন। দরজা খোলামাত্রই তিনি তাঁকে জাপটে ধরে ধর্ষণ করেন। ধস্তাধস্তির কারণে দরজায় ধাক্কা লেগে তিনি পিঠে ব্যথাও পান। ওই নারীর অভিযোগ, ১০-১২ বছর বয়সী মেয়ের সামনেই তাঁকে ধর্ষণ করা হয়। ওই রাতেই তিনি মেয়েকে নিয়ে অন্য বাড়িতে চলে যান। সকালে স্থানীয় কয়েকজনকে জানালে তাঁরা বিষয়টি কেউ বিশ্বাস করবে না বলে বিচার চাইতে কিংবা মামলা করতে নিষেধ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘ঘটনার রাতেই ওই মহিলা আমাদের বাড়িতে আসেন। এসেই তিনি পানি পান করেন। এরপর থেকে ভয়ে এ-বাড়ি ও-বাড়ি অবস্থান করছিলেন। ভয়ে মামলা করতেও যেতে পারছিলেন না তিনি
লিংক: আমাদের সময়
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২০
জাহিদ গাছবাড়ী বলেছেন: হতাশা, হতাশা, হতাশা,
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪
ধৈঞ্চা বলেছেন: আওয়ামীলীগ নেতার ভাতিজা এত তাড়াতাড়ি মরল কেমনে যেখানে চাচা এখনো ধর্ষনে সক্ষম।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩
১১স্টার বলেছেন: আচ্ছা, ৬-৭ বছরের বাচ্চা ঘুমিয়ে ছিল অথচ ৮ বছর আগে তার আগের স্বামী মারা যায় ! , ব্যাপারটা ঘোলাটে লাগছে ।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮
ম্যাংগো পিপল বলেছেন: আওয়ামীলীগ নেতার ভাতিজা এত তাড়াতাড়ি মরল কেমনে যেখানে চাচা এখনো ধর্ষনে সক্ষম।
এটা কোন ধরনের কথা হইলো
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯
না পারভীন বলেছেন: হু , বিবরণীতে ভুল থাকলেও ঘটনা মিথ্যা বলে মনে হচ্ছে না । বিধবা , স্বামী পরিত্যাক্তরা হাই রিস্ক গ্রুপ ।
হতাশা, হতাশা, হতাশা
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
আরজু পনি বলেছেন:
না পারভীন বলেছেন: হু , বিবরণীতে ভুল থাকলেও ঘটনা মিথ্যা বলে মনে হচ্ছে না । বিধবা , স্বামী পরিত্যাক্তরা হাই রিস্ক গ্রুপ ।....খুবই দুঃখজনকভাবে বাজে সত্যি একটা কথা।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
প্রমিথিয়া নাজ বলেছেন: এবার বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ
Click This Link
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯
রিফাত হোসেন বলেছেন: !!!!!!!!

আচ্ছা, ৬-৭ বছরের বাচ্চা ঘুমিয়ে ছিল অথচ ৮ বছর আগে তার আগের স্বামী মারা যায় ! , ব্যাপারটা ঘোলাটে লাগছে ।
যাই হোক, ঐ লাল মিয়া কে পাইলে খবরই আছে, দেখি তথ্য পাওয়া যায় কিনা ।