নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এখন বিপদে

ভালবাসাকারেকয়

আমি এক ক্ষ্রুদ্র মানুষ। ঘৃণা করি এ দেশের নোংরা রাজনীতি । জীবনের মানে খুঁজার চেষ্টা করছি।

ভালবাসাকারেকয় › বিস্তারিত পোস্টঃ

মানুষ আগে এভাবে সোচ্চার হলে রায় অন্য কিছু হতে পারতো: আইন প্রতিমন্ত্রী

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কাদের মোল্লার ফাঁসির দাবিতে রায়ের পর মানুষ যেভাবে সোচ্চার হয়েছে রায়ের আগে এভাবে সোচ্চার হলে রায় অন্য কিছু হতে পারতো। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হরতালবিরোধী সমাবেশে অংশ নেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। সরকারের সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে- এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জামায়াতের সঙ্গে সরকার কোন আঁতাত করেনি। আঁতাতের প্রশ্নই ওঠে না। যারা এ কথা বলছে তারা বানোয়াট বক্তব্য দিচ্ছে, জঘন্য মিথ্যাচার করছে। তিনি বলেন, আপিলের সুযোগ আছে। এ বিষয়ে প্রসিকিউশন নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে।



ঘটনাটা কি বুঝলেন????????????



রাস্তায় নামলে রায় পরিবর্তন ?????????



আইনের শাসন কে কি আওয়ামী সরকার কবর দিতে যাচ্ছে ????????? ভবিষ্য? কোন পথে যাচ্ছে ????????



তাহলে বিচারের প্রহসন করার কি দরকার ??? পল্টন ময়দানে নিয় ফাঁসী দিলেই তো পারে!!!!!!!!!!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: এ সব অযুক্তিক বক্তব্য ক্ষমতার অপব্যাবহার তা জানান দেয়

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

দেশপ্রেমিক পোলা বলেছেন: সুত্র কি? আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম যদি একথা বলে থাকেন তাহলে তো বলতে হয় ওনার মাথায় গবর ছাড়া কিছুই নেই। সরকারের গোপন তথ্য ফাঁস হয়ে গেল না? তাহলে তো বোঝাই গেল ট্রাইবুনাল রায় দেয়নি, রায় দিয়েছে সরকার। সরকার শিবিরের ভয়ে ভয়ে রায় দিয়েছে। পালাতক আসামীকে ফাঁসি দিয়েছে কিন্তু আসল জায়গায় এসে সরকার নিজেও কনফিউজড।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

আততায়ী০০৬ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.