![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবিলাসী এক অতি নগন্য প্রানী; খুব যত্ন করে স্বপ্নগুলোকে নিজের মধ্যে লালন করি
সেদিন নৈঃশব্দের কাছে কান পেতে শুনেছিলাম,
ওই বোকা চাঁদটার মতই একা আমি;
কখনো কোনকালেই নাকি আমার কেউ ছিল না।
যা ছিল তা শুধুই সাময়িক অস্থিরতা অথবা প্রতারণার ফাঁদ;
যেটা সময় ফুরোবার আগে কিছুই বুঝতে পারি নাই আমি।।
তাইতো আজো একাকীত্বের কষ্ট বুকে নিয়ে
দীর্ঘশ্বাসের দীর্ঘপথে একাই হাঁটি আমি।।
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১
শুকতারা_পাপড়ি বলেছেন: অশেষ ধন্যবাদ কবি
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
মো: ইমরান আল হাদী বলেছেন: খুব সুন্দর কবিতা। কবিতায় অভিন্দন।
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
শুকতারা_পাপড়ি বলেছেন: জ্বি, অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
মামুন আমিন বলেছেন: পড়তে ভাল লাগছিল।
অজান্তেই দুই তিন বার পড়ে ফেলছি।
০১ লা মে, ২০১৬ রাত ২:০২
শুকতারা_পাপড়ি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
পবন সরকার বলেছেন: কবিতা ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম খুব বেদনা বিদুর লিখা। অনেক ভালো লিখেছেন কবি হে।