নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদ্মপাতার জল

শুকতারা_পাপড়ি

স্বপ্নবিলাসী এক অতি নগন্য প্রানী; খুব যত্ন করে স্বপ্নগুলোকে নিজের মধ্যে লালন করি

শুকতারা_পাপড়ি › বিস্তারিত পোস্টঃ

আত্ম বিলোপন

১২ ই মে, ২০১৬ দুপুর ১:৪৯

'অনন্ত',
বিশ্বাস কর এই মিথ্যে কথার শহরে ভুল রঙের ফুল হয়ে আমি আর বাঁচতে চাই না; তারচেয়ে বরং বুঁনোফুলের পাপড়ি হয়ে ঝরে যাওয়া অনেক আনন্দের।।
খুব কি বেশী কিছু চেয়েছিলাম আমি 'অনন্ত'...??
শুধু চেয়েছিলাম একটুখানি নিশ্চয়তা, মানসিক নির্ভরতা আর এক ফোঁটা ভালবাসা।।
বিশ্বাস কর শুধু এইটুকু পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি ছিলাম; তথাপি কেউ সাহস করে হাতটা ধরলো না।।
'অনন্ত' জানো, আজকাল ঘুমের ঘোরে প্রায়শই শুনতে পাই কেউ যেন আমায় ডাকছে, খুব নিবিড় করে আমায় কাছে ডাকছে। খুব ছটফট লাগে তখন, সবকিছু শূন্য মনে হয় তখন; আকাশ-বাতাস ছাপিয়ে দিগ্বিদিক কোথাও ছুঁটে যেতে মন চায়।।
'অনন্ত' শুনতে পাচ্ছ তুমি...??
অহ্‌, তবে কি শুধু এই দিনটার জন্যই আজন্ম অপেক্ষা ছিল আমার!! এই নাম না জানা খেয়ালী মুহূর্তের নেশায় ই কি তবে বুঁদ হয়ে ছিলাম এতটা কাল...??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.