![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#রিভিউ
বইঃগ্রেট এক্সপেক্টেশানস
লেখক” চার্লস ডিকেন্স
অনুবাদঃনিয়াজ মোরশেদ
প্রকাশনীঃপ্রজাপতি প্রকাশন
পৃষ্ঠাঃ১২৭
মূল্যঃ৮৩টাকা
রেটিংঃ৫/৫
কাহিনী-সংক্ষেপঃফিলিপ পিরিপ নামের বাচ্চাটা নিজের নাম ঠিকভাবে উচ্চারণ করতে পারেনা। যা উচ্চারণ করে তা হলো, পিপ। তাই সবাই তাকে এই নামে ডাকতে শুরু করে।পরিবার বলতে একমাত্র বড়বোন ও তার স্বামী জো-ই তার দুনিয়া। জো একজন কামার। বোন পিপকে আদর কম,শাসন বেশি করেন। একদিন তাদের আঙ্কল প্যুমব্লচুক বোনকে জানালো যে, পিপ এক মস্ত বাড়িতে এক মহিলাকে খেলা দেখিয়ে খুশি করতে পারলে ভবিষ্যতে অর্থ বা সম্পদ পেতে পারেন। তাই তাকে নিয়ে যাওয়া হয় সেখানে। সেখানেই পিপের দেখা হয় এস্টেলা নামের এক অপরূপ সুন্দরী কন্যার। ছোট পিপ এস্টেলার রূপে মুগ্ধ হয়। কিন্তু এস্টেলার রূঢ় আচরণ, পিপকে নিচু বলে বারবার অপমান করায় ভীষণ কান্না করে পিপ। সেদিনের পর থেকে সে সব সময় চাইতো ভদ্রলোক হতে। যেনো সে এস্টেলার জন্য উপযুক্ত হতে পারে। অথচ তখন আইনগতভাবে সে নিজেকে তার বোনের স্বামী জো’র কাছে কাজ শিখবে বলে চুক্তিবদ্ধ হয়। তার দিন কাটছিল কামারে হাতুড়ি পিটিয়ে। তার এই কাজের সময়েও মনে পড়তো এস্টেলার কথা। সে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিলো, কিন্তু কিছুতেই সে কামার হতে চাচ্ছিলোনা। ঘৃণা যখন বাড়তে থাকে সেই মূহুর্তে জার্গেস নামের এক উকিল তাকে এক অভাবনীয় প্রস্তাব দেন। জানান একজন পিপকে ভদ্রলোক বানাতে চান। এজন্য যা খরচ লাগে সব তিনি দিবেন। পিপকে লন্ডন পাঠাবেন। তবে শর্ত হচ্ছে পিপ কখনো জানতে চাইবেন না কে সেই মানুষ? যতদিন না তিনি নিজে থেকে পরিচয় দেন।
পাঠ প্রতিক্রিয়াঃ চার্লস ডিকেন্সের সাথে আমার পরিচয় বছর দুয়েক আগে “এ টেল অব টু সিটিজ” বইয়ের মাধ্যমে। অসাধারণ লেখেন ইনি। গৃহযুদ্ধ আর গিলোটিন নিয়ে তখনই প্রথম জেনেছিলাম। “গ্রেট এক্সপেক্টেশান” বইটা পড়ার লিস্টে ছিলো। সুযোগ বুঝে পড়ে ফেললাম। সেবার প্রতিটা অনুবাদ যে কতটা ভালো হয় তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। গল্পের শুরুটা যেভাবে শুরু হয় তাতে কিছুটা ধীর গতিতে এগোচ্ছিলাম। তবে যখন জানলাম বইটা আমার পছন্দের সামাজিক ঘরানার তখন এক টানে চেয়ারে সেটে বসলাম শেষ করে উঠব বলেই। একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্ব কিসের? মানুষের কী নিয়ে চিন্তা করা উচিৎ। অকৃতজ্ঞ মানুষের পরিণতি ও কৃতজ্ঞতার ফল। চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। জো-এর চরিত্রটাকে সবচেয়ে অমায়িক লেগেছে আমার। বইটা নিঃসন্দেহে আপনাকে অনেক কিছু শিখাবো। পছন্দের বইয়ের সারিতেও জায়গা করে নিবে। যারা পড়েননি, তারা পড়ে দেখতে পারেন।
২| ১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: রিভিউ সুন্দর হয়েছে।
৩| ১৮ ই জুন, ২০১৯ রাত ৩:০৯
কনফুসিয়াস বলেছেন: রাজশাহীতে কুরিয়ার করতে পারবেন?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৯ রাত ৩:০৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: একটা অবশ্য পাঠ্য বই। জীবনের গভীরতা পরতে পড়োতে। পিপ চরিত্রটা আর ভুলি না। কালজয়ী সাহিত্য। আপনাকে ধন্যবাদ বইটার ওপর আলোকপাত করার জন্যে।