নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যার কালো মেঘে ঢাকা।

আকাশ za

আমি আজও খুঁজি মানুষ হওয়ার মেশিন!

আকাশ za › বিস্তারিত পোস্টঃ

আমার ভুল ভাবনার জন্য আমার বিচার চাই, শাস্তি চাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪




বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ শুনতে শুনতে ও পড়তে পড়তে বড় হয়েছি। একটা সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানকে আদর্শ নেতা, দেশ নায়ক হিসেবে হৃদয়ে স্থান দিলাম। পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ হয়ে উঠলো আমার পছন্দের রাজনৈতিক দল (যদিও কখনো কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না)। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভাবতাম আদর্শিক যোগ্য বাবার যোগ্য কন্যা।
যেহেতু আমি রাজনীতির সাথে জড়িত না বা রাজনীতি পছন্দ করি না, সেহেতু ভিতরের অনেক খবরই আমার অজানা।
আওয়ামীলীগের রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার দেশের প্রায় অধিকাংশ মানুষই অতিষ্ট ছিল। বিগত দিনে তাদের কর্মকান্ড দেখে মনে হচ্ছিল তারা বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছে।
এরই মধ্যে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও আওয়ামীলীগের পতন হয়। বেরিয়ে আসতে শুরু করেছে আওয়ামীলীগ ও শেখ হাসিনার আদর্শ চ্যুতির নানা ঘটনা। স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। এক নায়কের ভূমিকা ও লেবাসের গল্প।
তেমনি অনেক গোপন ও ভিতরের কথা জানতে পারলাম মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টুর লেখা “আমার ফাঁসি চাই” বই থেকে।
শেখ হাসিনার অভিনয় শৈলি ও দক্ষতা জানতে আপনাকে অবশ্যই বইটি পড়া উচিত।
আমার এই ভুল ভাবনার জন্য আমার বিচার চাই, শাস্তি চাই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমারও বিচার চাই জীবনে দুই বার ভোট দেয়ার সুযোগ পেয়ে কেন আওয়ামীলীগকে ভোট দিয়েছিলাম এবং তাদের বিচার চাই কেন গত ১৬ বছর আমার ভোট আমি দিতে পারি নাই?

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৯৬ এবং ২০০৮ সালে আমি আওয়ামী লীগকে ভোট দিয়েছিলাম। ২০০১ সালে বিএনপিকে ভোট দিয়েছিলাম। কিন্তু কেউ কথা রাখেনি। কেউ কথা রাখে না। আমার এই ভুল ভাবনার জন্য আমার ফাঁসি চাই।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

ফেনা বলেছেন: কিছুই বলার না.....

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

আলামিন১০৪ বলেছেন: আমার ফাসি চাই বই এর অনেকাংশ কল্পনা মিশ্রিত বলে মনে হয়, হাসিনাকে পুরোপুরি ডাইনীরূপে দেখানো হয়েছে এই বই এ, সে নাকি বিরোধী দলে থাকাকালীন আন্দোলনের সময় লাশ পড়লেই ফেন্সি খেয়ে মাতলামি করত আর আনন্দ করত, এটা কি বিশ্বাসযোগ্য? হাসিনার কি বিদেশী মদ কেনার টাকা ছিল না?
তবে সে ইবলিশের চ্যালা ছিল এতে কোন সন্দেহ নাই

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭

আকাশ za বলেছেন: বইয়ে লেখা আছে হাসিনা ঠান্ডার ঐষধ হিসেবে ফেন্সিডিল শুরু করেছিল, পরে আর ছাড়তে পারেনি।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৯

জ্যাক স্মিথ বলেছেন: বাইটির অডিও ভার্সন আমি পুরোটাই শুনেছি। আগে থেকেই আমি রাজনীতিবীদদের দেখতে পারতাম না, বইটি শুনার পর এদের প্রতি আমার ঘৃণা চরমে উঠেছে।

দেশের প্রতিটি রাজনীতিবিদের ব্যক্তিগত জীবন নিয়ে বই লিখলে প্রায় ও রকমই হবে।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আলামিন১০৪ বলেছেন: আমার ফাসি চাই বই এর অনেকাংশ কল্পনা মিশ্রিত বলে মনে হয়, হাসিনাকে পুরোপুরি ডাইনীরূপে দেখানো হয়েছে এই বই এ, সে নাকি বিরোধী দলে থাকাকালীন আন্দোলনের সময় লাশ পড়লেই ফেন্সি খেয়ে মাতলামি করত আর আনন্দ করত, এটা কি বিশ্বাসযোগ্য? হাসিনার কি বিদেশী মদ কেনার টাকা ছিল না?
তবে সে ইবলিশের চ্যালা ছিল এতে কোন সন্দেহ নাই


আমিও প্রথমে আপনার মতো কল্পনা মিশ্রিত মনে করেছিলাম। কিন্তু কিছু ঘটনা রিলেট করে বুঝলাম এগুলা মিথ্য না সত্যি। বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখুন তাহলেই বুঝবেন এটা সত্যি ঘটনা। বাংলাদেশের কোন সরকারকে দেখেছেন এতো মানুষ মেরেও ক্ষমতায় থাকার চেষ্টা করেছে? শেষে সেনাবাহিনী মানুষ খুন করতে অপারগতা জানানোয় নিজের জীবন বাঁচাতে পলায়ছে।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা বই পড়ে আপনার ভাবনায় আমূল পরিবর্তন?

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২০

আকাশ za বলেছেন: তার বিগত দিনের কার্যকলাপের সাথে বইটির আবেদন ছিল এক অভূতপর্ব সমন্বয়। তাছাড়া মানুষের পরিবর্তনের জন্য একটা বই লাগেনা। একটা শব্দই যথেষ্ট, যদি তেমন শব্দ হয়।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আলামিন১০৪ বলেছেন: আমার ফাসি চাই বই এর অনেকাংশ কল্পনা মিশ্রিত বলে মনে হয়, হাসিনাকে পুরোপুরি ডাইনীরূপে দেখানো হয়েছে এই বই এ, সে নাকি বিরোধী দলে থাকাকালীন আন্দোলনের সময় লাশ পড়লেই ফেন্সি খেয়ে মাতলামি করত আর আনন্দ করত, এটা কি বিশ্বাসযোগ্য? হাসিনার কি বিদেশী মদ কেনার টাকা ছিল না?
তবে সে ইবলিশের চ্যালা ছিল এতে কোন সন্দেহ নাই


আমিও প্রথমে আপনার মতো কল্পনা মিশ্রিত মনে করেছিলাম। কিন্তু কিছু ঘটনা রিলেট করে বুঝলাম এগুলা মিথ্য না সত্যি। এছাড়াও এখানে ক্লিক করে সোহেল তাজের ইন্টারভিউটা দেখুন, বইয়ের ভাষার সাথে সোহেল তাজকে গান শোনানোর বিষয়টা শুনলেই বুঝবেন ক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই কোন কল্পনা মিশ্রিত বই না




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.