![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
অবশেষে মিতুর প্রেমের জয় হলো। দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রী মিতুর সাথে একই কলেজের ছাত্র আশুতোষ সরকার প্রায় ৬ বছর চুটিয়ে প্রেম করেছে। মিতুর মনে বিশ্বাস জাগাতে মন্দিরে গোপনে দু’জনে মালা বদলও করেছিল। কিন্তু আশুতোষ হঠাৎ মিতুকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তার পরিবারের পছন্দের অন্য মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত মিতুকে জানিয়ে দেয়। আশুতোষের ওই বিশ্বাসঘাতকতায় মেধাবী ছাত্রী মিতু প্রথমে ভেঙ্গে পড়লেও পরবর্তীতে তার প্রেমের স্বীকৃতি আদায়কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে।
প্রথমে আশুতোষকে সিদ্ধান্ত পরিবর্তন করে মিতুকে বিয়ে করার জন্য বিভিন্ন দিক থেকে বুঝানো হয়। দুটি মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যত জীবন নষ্ট না করতে আশুতোষের পরিবারকেও বোঝানো হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলে মিতু শোককে শক্তিতে পরিনত করে তার প্রেমের স্বীকৃতি আদায়ে নিজে বাদি হয়ে আশুতোষের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতয়ালী থানায় মামলা করে। মামলায় গ্রেফতার হয় আশুতোষ। আদালত জামিন না দেয়ায় জেলা কারাগারে থাকতে হয় আশুতোষকে।
অবশেষে আশুতোষ মিতুকে বিয়ে করার সম্মতি দিলে মিতুর পরিবার আপোষে এগিয়ে আসে। ২৫ অক্টোবর মিতুর আবেদনের প্রেক্ষিতে আদালত ওই দিনই বিয়ের শর্তে আশুতোষকে ১৫ দিনের আর্ন্তবর্তীকালিন জামিন দেন। জামিনের পর প্রথমে বিয়ে রেজিষ্ট্রি করা হয়। এর পর বিকেলে কালিতলা কলিমন্দিরে হিন্দু শাস্ত্রীয় মতে ঢাকের বাদ্য ও উলুধ্বনির মধ্য দিয়ে মালা বদল ও সিঁদুর পরিয়ে আশুতোষ মিতুকে আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসাবে গ্রহন করে।
বিয়ের এই আসরে উপস্থিত ছিলেন উভয় পরিবারের পিতা-মাতা, আত্মীয়স্বজনসহ সদর উপজেরা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, পৌর কাউন্সিলর জোৎস্না ও বুলুসহ বিভিন্ন সমাজসেবী। এছাড়া এই আলোচিত বিয়ে দেখতে অসংখ্য উৎসুক নারী-পুরুষ মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন। বিয়ের পর সকলের মাঝে বিতরন করা হয় মিষ্টি।
বিয়ে শেষে মিতু এই প্রতিদেককে মুচকি হেসে বললেন, আজ আমি আমার প্রেমের স্বীকৃতি পেলাম। আর আমি এটাই চেয়েছিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এর পর স্বামী আশুতোষসহ শশুড়-শাশুড়ির এর সাথে মাইক্রোবাসে উঠে রওনা হলেন শশুড়ালয়ে।
www.famousnews24.com
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯
ডাঃ মারজান বলেছেন: পড়ে ভালো লাগলো। আশাকরি তারা সুখী হবে। ধন্যবাদ।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪
ফকির আবদুল মালেক বলেছেন: তাদের প্রতি রইল শুভ কামনা। আশা করি তারা সুখী হবে।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আপাত প্রেমের জয় হয়েছে বলতে হবে । তবে জীবন বড় বৈচিত্রময় জয় পরাজয় একটি যুগপৎ প্রক্রিয়া ।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ ধরনের পরিস্থিতিতে বিয়ে কোন সমাধান নয় । প্রতারকের শাস্তি হওয়া উচিত ছিল ।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৩
মানবী বলেছেন: প্রেমের জয়? বর্তমান পুরো ঘটনায় প্রেম কোথাও খুঁজে পেলামনা।
যে ছেলের মনে মেয়েটির প্রতি কোন ভালোবাসা নেই তাকে আইনের প্যাচে ফেলে বিয়ে করা প্রেমের জয় নয় তবে এক সুযোগ সন্ধানী ভন্ডকে নাজেহাল করা হয়েছে নিশ্চিত। মেয়েটি যে দৃঢ় মনোভাব নিয়ে আইনের লড়াই লড়েছিলো সেই মনোভাব সারাজীবন ধরে না রাখলে সমস্যার সন্মূখীন হবে নিশ্চিত!
পোস্টের জন্য ধন্যবাদ।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২
প্রামানিক বলেছেন: আইনের বিয়ে এতে মনের মিল হলে ভাল না হলে দুখের সাগরে দুইজনকেই ভাসতে হবে।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন:
আশুতোষ ভারতে পালিয়ে যাবে।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩১
মামুন ইসলাম বলেছেন: ভাল হলেই ভাল ।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৯
আহলান বলেছেন: ভালো ....! তবে এমন জোর পূর্বক বিয়ে কি সত্যি তাদেরকে সুখি করবে?