![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
কেউ কোনদিন মাজারে টাকা দান করবেন না, এই টাকা গুলো আত্বসাত করে কিছু ভন্ড ....। অন্যথায় এই টাকা কিছু গরীব, এতিম, মিসকীনদের দান করুন তাতে আল্লাহ চাইলে আপনার মঙ্গল হতে পারে.....।
দয়া করে কেউ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ, অলি আউলিয়ার প্রতি সম্মান রেখেই বলছি, তাঁরা তো আর এই টাকা নিতে আসবেন না? এই টাকা উচু থেকে পাতি নেতা পর্যন্ত ভাগ করে নেবে। গাঞ্জাখোর, হিরোঞ্চি, চোর বাটপার, গম চোর, রাস্তার টাকা মারা চোর সবাই ভাগ বসাবে।
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
মানবী বলেছেন: মাজারের পুরো ব্যাপারটিই ইসলাম বিরোধী, এখানে টাকা পয়সা দেয়া হলে তা অসৎ চোর বাটপার ভোগ করবে এমনটিই স্বাভাবিক।
অত্যন্ত দুঃখজনক যে যারা এসবে বিশ্বাস করে মাজার জিয়ারতে যায় বা টাকা পয়সা দেয়, তারা ভেবে দেখেনা পবিত্র কুআন বা হাদীসের কোথাও মাজার কালচার সম্পর্কে কিছু বলা নেই।
সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
সজিব হাওলাদার বলেছেন: সঠিক বলেছেন।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মাজারে টাকা-পয়সা দেওয়া কঠিন গুণা। এর চেয়ে পাড়া-প্রতিবেশী গরীবদের দান করুন।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
প্রামানিক বলেছেন: আহারে টাকারে কারো পকেট ফাঁকা কারো বস্তা ভরা টাকা।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০
প্রামানিক বলেছেন: এটা কোন মাজারের টাকা তা তো উল্যেখ করলেন না।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
সপ্ন বালক বলেছেন: "মানবী" যারা এই দান করছে তাদের মধ্যে বিশাল অংশ অশিক্ষিত ও অসচেতন (আমার নিজস্ব জানা মতে)। আর আমাদের দেশে সঠিকভাবে কোরান কিংবা হাদিসের শিক্ষাটাই বা কে পৌছে দিচ্ছে তাদের হাতে? দুঃখিত তবু বলতে হচ্ছে ধর্মের নামে ব্যবসা করতে গিয়েই আমরা আমাদের মুসলিম সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছি। সুতারং এই পথভ্রষ্ট মানুষগুলো সঠিক ভাবে কোরান এর মর্ম বুঝে ধর্ম চর্চা করবে এটা ভাবা একটু কল্পনা বিলাসী হয়ে গেছে। যারা ব্লগে, ফেইসবুকে গলা ফাটাচ্ছে যাদের সচেতনতা আনার জন্য তাদের কাছেই ব্লগার সম্প্রদায় নাস্তিক ও মুরতাদ ট্যাগ মারা। আমাদের আলেম সম্প্রদায় নিজেরাই দ্বিধা বিভক্ত। সুতারং এ দেশে ইসলাম শিক্ষা কিংবা তার সঠিক চর্চার বদলে তা নিয়ে শুধু বিরোধিতা ও গলাবাজি করা হচ্ছে। ধর্ম আর জীবনধারণের পথপ্রদর্শক নেই এটি এখন রাজনীতি, ব্যাবসা ও উৎসব পালনের একটি বাহানা মাত্র।
৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
যোগী বলেছেন:
জীবনে এই প্রথম দেখলাম টাকার বস্তা
৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কতেকে তার জ্ঞানের পরিধি জাহের করে কিছু ভিত্তিহীন মন্তব্য পেশ করেছে যার সত্যতা হয়তো সে কখনই যাচাই করেনি মুখে যা এসেছে তাই বকেছে, কোন কিছুই যাচাই বাচাই ছাড়া বলা ঠিক না ।
১০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
আব্দুল্যাহ বলেছেন: দিনাজপুরের জেনে খুশি হলাম
১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
দ্যা লায়ন বলেছেন: এসব মাজার ব্যবসা সমাজে দরকার আছে, মাজারে টাকা দেয়ার কোন সুফল নেই এই সহজ বিষয় যারা বুঝবেনা তাদের জরিমানা স্বরূপ সমাজে এই ব্যবস্থা বহাল থাকুক,কষ্টের টাকা এইভাবে বাজে হাত হয়ে যাওয়ার কষ্ট তাদের জন্যই যারা মাজারে টাকা দেয়,।
১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
ইমরান আশফাক বলেছেন: অশিক্ষিত লোকজন হয়তো অসচেতন বা অন্ধবিশ্বাসের কারনে না জেনেই এখানে ছুটাছুটি করে কিন্তু অনেক উচ্চশিক্ষত লোকজনও যে এখানে আসা যাওয়া করে?
১৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর বলেছেন: ধন্যবাদ ভাই#আব্দুল্যাহ
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: মাজারে ট্যাকা নিলে ওনারা খাইবো কি? ওনাদের পরিবার পরিজন চলবে কি করে? এটা এক ধরণের ষড়যন্ত্র
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
এইসবের চেয়ে বড় ব্যাপার হলো মাজারে টাকা দিলে মুর্দা কি বিরিয়ানি খাবে নাকি টাকা দিয়ে। এই কমন সেন্সটুকুও কিছু মানুষের নেই।