![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
পর্যটন কেন্দ্র দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউর মন্দির প্রাঙ্গণে রাসমেলার একটি যাত্রা প্যান্ডেলে দুর্বৃত্তের ছোড়া হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন নয়জন।
RELATED STORIES
বিদেশিকে গুলি এবার দিনাজপুরে: এবারও একটি বাইকে ৩ হামলাকারী
শনিবার প্রথম প্রহরে এই হামলার পর মেলা বন্ধ হয়ে গেছে। সেখানে র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে ছয়জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাহারোল থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১টার দিকে মন্দিরের বাইরে ‘ভোলানাথ অপেরা যাত্রাপালা’র প্যান্ডেলে দুর্বৃত্তরা পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
বোমায় আহত মিন্টু ও সাইদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রা চলার একপর্যায়ে পেছন থেকে ছোড়া কে বা কারা পর পর তিনটি ককটেল ছুড়ে মারে। এতে যারা সামনে বসা ছিল, তারাই জখম হয়েছেন।
হাতবোমার স্প্লিন্টারে আহতদের মধ্যে মিন্টু (৩০)ও সাইদুর (২৫) ছাড়া যে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন, তারা হলেন- সাধন (৩৫), জব্বার (২৬), মোসাদ্দেক (২৩) ও উমাকান্ত (২২)।
বিস্ফোরণের পর মন্দির প্রাঙ্গণসহ পুরো মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সব আয়োজন বন্ধ হয়ে যায়।
ওসি মজিদ বলেন, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দুর্বৃত্তদের সন্ধানে পুলিশ অভিযানে নেমেছে।
এই ঘটনায় চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
ইতালীয় ধর্মযাজক পিয়েরো পারোলারিকে হত্যাচেষ্টার ১৫ দিনের মধ্যে যাত্রায় এই বোমা হামলা হল।
হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
প্রামানিক বলেছেন: এই নিষ্ঠুরতা বন্ধ হওয়া দরকার।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
মাকড়সাঁ বলেছেন: বন্ধ হোক
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: হারিয়ে যাক সকল নৈরাজ্য পৃথিবী থেকে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
মাধব বলেছেন: বন্ধ হোক এই অরাজকতা।