![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
আজ ভারতে সরকারী পৃষ্ঠ পোষকতায় রংগিং বেল নামের একটি কোম্পানি পৃথিবীর সবথেকে সস্তা স্মার্ট ফোন ‘ফ্রিডম ২৫১’ প্রকাশ করতে চলেছে। যার দাম পরবে ভারতীয় রুপিতে ২৫১ টাকা, আর বাংলাদেশী টাকায় ২৮৮ টাকা। অথচ গতকাল পত্রিকায় এসেছিল যে ৫০০ টাকার কম মুল্যে পাওয়া যাবে। একদিনেই সেটা ঠাস করে অর্ধেক কমে গেছে প্রায়।
পক্ষান্তরে বাংলাদেশও কম যায় কিসে? গত কয়দিন আগেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী ঘোষণা করেন যে মাসিক ২৫/৩০ টাকা কিস্তিতে স্মার্ট ফোন দেওয়া হবে। চলবে দীর্ঘ মেয়াদী কিস্তি। এতে করে সব ধরনের মানুষের হাতে স্মার্ট ফোন পৌঁছে যাবে বলে মনে করা হয়। তবে এক্ষেত্রে ভারত একটু বেশি সরেষ, হাফ কেজি মাংসের টাকা দাও আর স্মার্ট ফোন হাতে নিয়ে নাচতে নাচতে বাড়ি যাও।
এক্ষেত্রে পাগল মন জানতে চায়, ঠিক কি কারনে ভারত এবং বাংলাদেশের সরকার মনে করেন যে দেশের মানুষের জীবন মান উন্নয়নের একমাত্র বাধা হচ্ছে মানুষের হাতে স্মার্ট ফোন না থাকে। তাই যে কোন মুল্যে তাদের হাতে স্মার্ট ফোন তুলে দিলেই তারা স্মার্ট হতে শুরু করবে। অবশেষে স্মার্ট ফোনকেও কি তাহলে মৌলিক চাহিদার তালিকায় স্থান দেওয়া হচ্ছে? এই প্রশ্ন সরকারের কাছে নয়, পাঠক দের কাছে। আপনারা কে কি মনে করেন এই ব্যাপারে? মানে মতামত কি?
সঠিক উত্তরদাতাদের জন্য কোন পুরষ্কারের ব্যাবস্থা করা হয় নাই বলিয়া দুঃখিত--
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
ভোরের সূর্য বলেছেন: ভাই ভারত সরকারের কি দোষ সেটাতো বুঝলাম না। ওরা ঘোষনা দিয়েছিল ৫০০টাকার নীচে থাকবে এবং সেটা ৫০০টাকার নীচেই আছে। আর ৫০০টাকার নীচে মানে তো এই না যে ৪৯৯টাকা বা ৪০০টাকা। ওরা একটা Approx দামের কথা বলেছে।
এবং ওরা ওদের কথা রেখেছে। আমরা আমাদের দেশের কথা জানিনা কিন্তু ভারত টেকনোলোজিতে অনেক এগিয়ে এবং ওদের দৈনন্দিন জীবনে টেকনোলোজির ব্যবহার প্রচুর এবং যা স্মার্ট ফোন ছাড়া সম্ভব নয়। আর ওরা শুধু মুখে ফুলঝুরি ফোটায়নি বরং করে দেখিয়েছে।
কিন্তু আমাদের মন্ত্রী কি করে সেটায় দেখার বিষয়। ২৫/৩০টাকার কথা বাদই দিলাম মাসে ২০০টাকা কিস্তিতে স্মার্টফোন দিতে পারে কিনা সেটাই দেখার বিষয়।ভারতে স্কুলগুলোতে সরকার ভারতের তৈরি মুল্যের ট্যাব দিয়েছে। আর বাংলাদেশের দোয়েল ল্যাপটপ কোথায়? কি অবস্থা সেটার আমরা কেউ জানিনা।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
মোবাশ্বের হোসেন বলেছেন: ভাই ফোনটা কি মেড ইন ইন্ডিয়া ? যদি তাই হয় আমি বলব নকিয়া ১২০০ কিনেন তাও বল আর নাহলে বাজার থেকে মাছ মাংস কিনে খান পুষ্টি হবে