নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যানের নাম নেই ভোটার তালিকায়

১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৫


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জনক চন্দ্র অধিকারী শিবরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হলেও ইউনিয়নের ভোটার তালিকায় কোথাও তার নাম খুজে পাওয়া যায়নি। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভোটার তালিকায় নাম না থাকায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী বলেন, এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমি। এর আগেও এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম। নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপে নির্বাচনী তফসিল অনুযায়ী পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করি।

সেই লক্ষ্যে গত ৩মে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেখি ভোটার তালিকায় কোথাও আমার নাম নেই। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ শামসুল আযমের দৃষ্টি আর্কষণ করি। উনারা কোন উত্তর দিতে পারে নি। পরে নিরুপায় হয়ে ঢাকা নির্বাচন কমিশন অফিস বরাবরে আবেদন করি।

একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ভোটার তালিকা হতে নাম বাদ দেওয়া ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। তবে যদি নির্বাচন অফিসের লোকজন তার বিরুদ্ধে চলে যায় এ কারণে তিনি বিষয় নিয়ে বাড়াবাড়ি করেননি।

উপজেলার নির্বাচন অফিসার মোঃ শামসুল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, কম্পিউটার বিভ্রাষ্টের কারণে এমনটি ঘটেছে। ওনার বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। তবে ওনার আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন হতে নাম সংযোজন করে ৪মে একটি স্মারক আমাদের কাছে এসেছে।

http://www.bdmorning.com/desh/100697

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৪

প্রামানিক বলেছেন: এ আবার কেমন খবর

২| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৫১

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর বলেছেন: এলাকায় তোলপাড় শুরু হয়েছে#প্রামানিক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.