নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

পুলিশও প্রকাশ করলো ৫ হামলাকারীর ছবি

০৩ রা জুলাই, ২০১৬ রাত ১:০৭


গুলশানের রেস্টুরেন্টে পাঁচ হামলাকারীর ছবি সাইট ইন্টেলিজেন্স প্রকাশের ঘণ্টাখানেক পর নিহত ওই হামলাকারীদের ছবি প্রকাশ করলো পুলিশ।

শনিবার রাত ১০টা ৫১ মিনিটে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে ছবিগুলো পাঠানো হয়েছে। কিছুটা বিকৃত হয়ে যাওয়া ছবিগুলোর সাথে সাইট প্রকাশিত ছবিগুলোর মিলও পাওয়া যাচ্ছে।

ছবির সঙ্গে পাঁচ সন্ত্রাসীর নামও পাঠিয়েছে পুলিশ। এরা হলো: আকাশ, বিকাশ, ডন, বাঁধন এবং রিপন। যদিও সেনাবাহিনির পক্ষ থেকে ৬ সন্ত্রাসী নিহত এবং একজন সন্দেহভাজন আটক হওয়ার কথা জানানো হয়েছিল।

শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে ওই ঘটনায় নিহত দুই পুলিশ কর্মকর্তার নামাজে জানাজা শেষে পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানান, নিহত সন্ত্রাসীরা বাংলাদেশি। এবং পাঁচ জনকে অনেক ধরেই খুঁজছে পুলিশ।

শুক্রবার রাতে গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের ৫নং বাড়িতে অবস্থিত হলি আর্টিসান রেকারি রেস্টুরেন্টে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। ওই সময় রাতের খাবার খেতে আসা লোকজনকে জিম্মি করে তারা। পরে শনিবার সকালে সেনাকমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানায় আন্তঃবাহিনি জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রেস্টুরেন্টের ভেতর থেকে ২০ বিদেশি লাশ উদ্ধারের খবরও জানানো হয়। তবে এর আগেই শুক্রবার রাতেই সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে লাশ শনাক্তের পর আইএসপিআর থেকে জানানো হয়, রেস্টুরেন্টের ভেতরে নিহতদের মধ্যে ১৭ জন বিদেশি এবং তিন জন বাংলাদেশি।

শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পরই সাইট ইন্টেলিজেন্স আইএসের মুখপাত্র হিসেবে পরিচিতি ‘আমাক’ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছিল, এই ঘটনার দায় স্বীকার করেছে আইএস। ২০ জনকে হত্যার খবরও দেয়া হয়। শনিবার সকালে যৌথ অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১:৩৫

রায়হানুল এফ রাজ বলেছেন: কীভাবে এতো সাহস পায় ওরা???

২| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১:৪২

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: কিছু বলার ভাষা নাই।। ওদের শবে একটু থুথু ছিটাটে ইচ্ছা করছে।

৩| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১:৫১

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
যারা ইতোমধ্যেই মগজ ধোলাইয়ের শিকার, তাদের এই ছবিগুলো দেখা উচিত। এটাই বাস্তবতা।

৪| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ২:২২

দেশপ্রেমিক পোলা বলেছেন: যারা করেছে তাদেরকে কুত্তা বলে কুত্তাকে অসম্মান করা থেকে বিরত থাকুন। কুত্তা আল্লাহর সৃষ্ট একটি ভাল প্রানী, কিন্তু ওরা অমানুষ। অমানুষের স্থান পশুর চেয়ে অনেক নিচে। অমানুষ অমানুষ বলেই গালি দেয়া উচিত, আর কোন শব্দই ওদের জন্য প্রয়োগ করা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.