নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

এই মানুষগুলো যদি বাংলাদেশ থেকে ভেসে যেতো তাহলে বিএসএফ পাখির মতো গুলি করে মারতো....

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৭


ভারতে প্রবল বন্যার কারণে বাংলাদেশে ভেসে এসেছে ৩ সহস্রাধিক ভারতীয় নাগরিক আর তাদের গবাদী পশু। তারা আশ্রয় নিয়েছে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বাড়িঘরে। সহানুভূতি আর সহায়তার হাত বাড়িয়ে তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশিরা। খাবার খেতেও দিচ্ছেন।

বন্যায় ভারত থেকে ভেসে আসা নাগরিকদের আশ্রয় দিয়ে এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে লালমনিরহাটের মোঘলহাট সীমান্তের মানুষ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সরেজমিন লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের সীমান্তবর্তী চওড়াটারী গ্রামে গিয়ে দেখা গেছে এমন দৃশ্য। ভারতীয় শত শত নারী-পুরুষ আশ্রয় নিয়েছে বাংলাদেশিদের ঘরবাড়িতে। তাদের সঙ্গে রয়েছে শিশু সন্তানসহ গবাদি পশুও।

সূত্রমতে, ভারতে প্রবল বন্যার কারণে দিশেহারা হয়ে পড়ে অনেক ভারতীয় নাগরিক। জীবন বাঁচাতে তারা গত মঙ্গলবার (২৬ জুলাই) মধ্যরাত থেকে বানে ভেসে আসতে থাকে বাংলাদেশের অভ্যন্তরে। ওই সময় সাত-পাঁচ না ভেবে রাত জেগে প্রতিবেশি দেশের অসহায় বানভাসিদের নদী থেকে উদ্ধার করে সীমান্তে বসবাসকারী মানুষ। এরপর তারা বিভিন্ন স্থানসহ নিজ নিজ বাড়িতেও আশ্রয়ের ব্যবস্থা করে।

প্রতিবেশি দেশের বিপন্ন মানুষদের উদ্ধার করার পরে আশ্রয় দিয়ে বাংলাদেশিরা যে মহানুভবতার পরিচয় দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতীয় নাগরিকরা।

বন্যায় ভেসে আসা একাধিক ভারতীয় নাগরিক বাংলামেইলকে জানান, ‘গত মঙ্গলবার (২৬ জুলাই) মধ্য রাতে তাদের জারিধরলা নদী উত্তাল হয়ে উঠে। এসময় অনেক গবাদি পশু পানিতে ভেসে যায়। তারা জীবন বাচাঁতে কোনো কিছু না ভেবে ভেলা ও নৌকায় বাংলাদেশের অভ্যন্তরে এসে আশ্রয় নেয়। সেই রাতে অনেককেই স্থানীয় মোঘলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়। এছাড়াও সেখানে স্থান সঙ্কুলান না হওয়ায় স্থানীয়রা তাদের সবাইকে নিজ নিজ বাড়িতে আশ্রয় দেয়।

ভারতের কুচবিহার জেলার জারিধরলা গ্রামের আব্দুর রহিমের বৃদ্ধা স্ত্রী ফিরোজা বেগম প্রতিক্রিয়া জানিয়ে বাংলামেইলকে বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের আশ্রয় না দিলে তারা পানিতে মরে ভেসে যেতেন।’ তিনি এসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ‘তাদের যারা আশ্রয় দিয়েছে তারাও গরীব মানুষ। কিন্তু অনেক কষ্ট হলেও তাদের তিন বেলা খাবার খেতে দিচ্ছেন।’

এবিষয়ে ভারতের নগরটারীর হায়তুননেছা নামের অপর এক বৃদ্ধা বাংলামেইলকে বলেন, ‘তিনিসহ পরিবারের অপর ৩ নারী সদস্য আশ্রয় নিলেও বাড়িতে ঝুঁকি নিয়ে থেকে গেছেন পুরুষ সদস্যরা। বাংলাদেশ থেকে তাদের নদী পথে খাবার সরবরাহ করা হচ্ছে অনেক কষ্ট করে।’

এসময় জনৈক ভারতীয় বৃদ্ধ আব্দুর রহীম বাংলামেইলকে বলেন, ‘সীমান্ত পার্শ্ববর্তী ৪টি ভারতীয় গ্রাম জারিধরলা, দরিবোস, বাদুর কুটি ও নগড়টারী গ্রামের প্রায় ৩ হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষের সহযোগিতার কারণেই আজ তারা সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে আছেন।’

এবিষয়ে মোঘলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘বন্যায় নাকাল হয়ে অনেক ভারতীয় নাগরিক গত মঙ্গলবার মধ্য রাত থেকে তার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।’

অনেকেরই মন্তব্য, বন্যার হিংস্রতাকে পরাজিত করে জয় হয়েছে মানবতার। তাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি সীমান্তের কাঁটাতারের বেড়াও।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪২

জুন বলেছেন: গরীব মানুষের আত্মা সব সময় বড় হয়। এই আচরণ আপনি বড়লোক আত্মীয়র বাসায় বেড়াতে গেলেও দেখতে পাবেন।

২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫১

প্রামানিক বলেছেন: জুন আপা ঠিকই বলেছেন।

৩| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩২

ঢাকাবাসী বলেছেন: সাধারণ মানুষ সবসময়ই ভাল। নস্টের গোড়া হল ঐ পলিটিসিয়ানরা।

৪| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩

ব্লগারনির্ভীক বলেছেন: কিন্তু ভারতের বিএসএফ র মতো আচরন করত না।

৫| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৭

আহলান বলেছেন: আমরা অতিথী পরায়ন, প্রাণ হরায়ন নাই ...

৬| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৯

তারেক৭০৭ বলেছেন: এই মানুষগুলো যদি বাংলাদেশ থেকে ভেসে যেতো তাহলে বিএসএফ পাখির মতো গুলি করে মারতো.... লেখকের এ মন্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য হলো, " তুমি অধম বলে কি আমি উত্তম হব না?"

৭| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে । একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? ও বন্ধু" ভূপেন হাজারিকার গানটা মনে পড়লো ।

৮| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

পবন সরকার বলেছেন: বাংলার মানুষের হৃদয় আছে।

৯| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

শূণ্য পুরাণ বলেছেন: শিরোনামের সাথে একমত

১০| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৯

ইমরান হক সজীব বলেছেন: এসব নির্বোধ শিরোনাম দিয়ে দেশের দোষ ঢাকার চেষ্টা বৃথা । পঙ্গপালের মত প্রচুর মানুষ প্রতি বছর অবৈধভাবে ভারতে ঢুকে। গরু, মাদক সহ অন্যান্য দ্রব্য চরাচালানিতে সিদ্ধহস্ত । সীমান্তে কড়াকড়ি না করে কি করতে পারে ভারত । পূর্বে অসংখ্য মানুষকে আশ্রয় দিয়েছিল ভারত ভুলে গেলেন ।

১১| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯

ক্লে ডল বলেছেন: ইমরান হক সজীব,
সীমান্তে কড়াকড়ি আর আইনের আওতায় না এনে মানুষ গুলি করে মারা এক কথা নয়! ফেলানীর ঝুলন্ত লাশের কথা ভুলে গেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.