নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

#মিডিয়া, #এসএসসি, #রেজাল্ট, #২০১৭

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৪



এই মুহূর্তে প্রথম আলোতে এস এস সি পরীক্ষার্থী দের নিয়ে ৩ টি নিউজ দেখলাম প্রতি নিউজেই মেয়েদের ছবি, বাংলানিউজ এ দেখলাম ৫ টি নিউজ প্রতিটিতেই মেয়েদের ছবি। বাংলাদেশ প্রতিদিন এ দেখলাম ৫ টি ছবি প্রতিটিতেই মেয়েদের ছবি। সমকাল এ ৪ টি র মাঝে ৪ টি তেই মেয়েদের ছবি। বাকি গুলো আপনার খুজেন--

আজব আমাদের গণমাধ্যম আজব তাদের পলিসি যা আমাদের মাথার উপরে দিয়ে যায়। বাংলাদেশে কি নারীদের জন্য আলাদা বোর্ড রয়েছে কিনা, অথবা শুধু নারীদের রেজাল্ট হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে একজন বিদেশি যদি এই পত্রিকা গুলোর নিউজ দেখে তবে তারা এমনই ভাববে এটাই স্বাভাবিক।
সত্যি দুঃখজনক যে বাংলাদেশে কোন ছেলে শিক্ষার্থী পাশ করে নাই ??

এখানেই শেষ নয় , একটানা কত দিন যে তারা এ ধরনের নিউজ প্রকাশ করতে থাকবে সেটা বলা যাচ্ছে না।

এটা কোন ধরনের বৈষম্য মিডিয়াগুলোর জানিনা। এইসব বিষয় যে সদ্য পাশ করা ছেলে শিক্ষার্থীদের মনে প্রভাব ফেলছে না তা কিন্তু হলফ করে বলা যায় না। এবং তাদের মনে একটা ঘৃণার সৃষ্টি হওয়া স্বাভাবিক। এমন কি নারী শিক্ষার্থীদের প্রতিও তাদের একটা চাপা ক্ষোভের সৃষ্টি হতেই পারে যা ভবিষ্যতে একধরনের রেসিজম তৈরি করতে পারে।

আমরা আসলে আমাদের সন্তানদের সাথে বৈষম্য করছি অযৌক্তিক ভাবেই।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খারাপ কিছু হলে মুসলমানের নামধাম, ভালো কিছু হলে অন্য ধর্মের মানুষের নাম এবং ছবি থাকে।

২| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

rezaul827 বলেছেন: তবে গতবার প্রচ্ছদ সঠিক ছিল

৩| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা গড়ে ছেলেদের থেকে ভালো করছে; ছবির বেলায়, ছেলেদের ছবি কয়জনে দেখতে চায়?

৪| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১২

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এটাকে বলে সেক্সুয়ালাইজেশন। পৃথিবীর সব দেশেই এখন এই ট্রেন্ড চলছে। বিদেশের লিবারেলরা আবার সেক্সুয়ালাইজেশন বন্ধ করার জন্য অদ্ভুত অদ্ভুত দাবি দাওয়া পেশ করছে। যার মধ্যে একটা হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের পোশাকে কোন পার্থক্য না রাখা :D

আমআদের কত সমস্যা। এগুলি নিয়ে চিন্তা করার সময় কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.