| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
zaku
আমি সহ আমার বাকি চার ভাইবোনের জন্ম হয়েছিল একটা গোয়াল ঘরে। সে ঘরে প্রতিদিন সাপ এসে গাভির দুধ খেয়ে যেত। আমরা আতংকে জড়সড় হয়ে সাপের দুধ খাওয়ার দৃশ্য দেখতাম। সাপ সম্ভবত কুকুরের সাথে খুব একটা বিবাদে যায় না। আমাদের সাথে সে সাপের বিবাদের কথা কেউ কখনো বলেনি।
কতটুকু অসভ্য হলে তোমাদের মন পাওয়া যায় বলতে পারো?
কত হাজার ঘণ্টা শ্রমের বিনিময়ে তোমাদের কাছের লোক হওয়া যায় বলতো।
কত লক্ষ ককটেল ফাটালে একজন ভালো কর্মী হয়,
কত হাজার ভিক্ষার থালা লোপাটে মানুষ নেতা হয় আমায় বল।
মন্ত্রী হতে আর নেত্রীর মন পেতে কত কত মানুষ বলি দিতে হয়,
আমায় সব খুলে বল। আমাকে জানতে দাও। আমি শিখতে চাই।
আমি নেতা হতে চাই। ঠিক তোমাদের নেতাদের মত করে,
তারপর নতুন কর্মীকে বলব, তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও ওকে সব বুঝিয়ে বলি।
তোমার স্ত্রীকে বলব তোমার স্বামীকে কিছু জানতে দিওনা।
আর তোমাদের দুজনকে বলব, অপেক্ষা কর। দিব দিব সব দিব।
আমি তোমাদের নেতা হব, শেয়ারের টাকা সব লুটে নেব
আর তোমরা অসহায়ের মত ফাঁসিতে ঝুলবে, আমি মজা নিব।
©somewhere in net ltd.