নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতীত্ব খোয়ানো নারীর গর্ভে সোনা জন্মালো নাকি তামা জন্মালো তাতে কি আসে যায় ? আমি কলংকের সোনা।

zaku

আমি সহ আমার বাকি চার ভাইবোনের জন্ম হয়েছিল একটা গোয়াল ঘরে। সে ঘরে প্রতিদিন সাপ এসে গাভির দুধ খেয়ে যেত। আমরা আতংকে জড়সড় হয়ে সাপের দুধ খাওয়ার দৃশ্য দেখতাম। সাপ সম্ভবত কুকুরের সাথে খুব একটা বিবাদে যায় না। আমাদের সাথে সে সাপের বিবাদের কথা কেউ কখনো বলেনি।

zaku › বিস্তারিত পোস্টঃ

বট তলার ক খ

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

আমার এক বন্ধু তার ফেবু স্ট্যাটাসে লিখছে, ক্লাস ওয়ানে বাংলা মিডিয়ামে ভর্তি ফি নাকি ১৯০০০ টেহা। আমার আবার সব কিছুতেই কুতকুতানি উঠে। কমেন্ট করলাম- আমার ছেলেরে ইস্কুলে ভর্তি দিবনা। অংক আর রাজনীতি শিখাব। তাইলেই কেল্লা ফতে। কিছুক্ষনের মধ্যেই সে আবার ওইটারে লাইক মারছে। যথারীতি এগেইন আমার কুতকুতানি......... সে কি সুখে লাইক মারল নাকি দুঃখে? এইটার তো আর সলিউশন নাই। এহন সমিস্যা যেইটা দেহা দিল তা হইল, এই মুহূর্তে আমার কাছে ১৯০০০ কা ৯০০০ টেহাও নাই। আমি ও আমি মার্কা অনেক ডাক্তার সমাজে বসবাস করি। সমাজ আমাদেরকে সামাজিক কসাই মনে করে। দুঃখ নাই। দাদার আমল থিক্কাই শুইনা আসছি ডাক্তাররা কসাই। কসাই তো কসাই-ই ওগো আবার আলাদা জাত কিসের?

অকারন ব্যাকরন চিগিস্যা করিনা, পারসেন্টেজ খাইনা দেইনা, তারপরেও কসাই উইথ বিশেষণ হালা কসাই......

এই চোরের দেশ আর মগার মুল্লুক থিক্কা কবে যে বিদায় নিতে পারুম তারও কোন ঠিক ঠিকানা নাই। আমি যেই কোন রকম বিদায়ে রাজি আছি। ঘরে বইলা রাখছি মরলে পেট ফাইড়া মেঘনায় ফেইলা দিবা। ব্যাস, খালাস। অনেক গুলা টেহা বাইচা যাইব। আমাগের মইদ্ধে যেইগুলা চোর বাটপার আছিল হেরা অনেকেই দেহি কি সুন্দর জীবন যাপন করে। তাই বইলা আমি কিন্তুক জেলাস না। ভাবি, এইকুল অইকুল ভাবি। কত রঙের আর কত ঢঙের ভাবনা যে সারাক্ষন আমার মনে কিলবিলায় তার আর কোন হিসাব পাতি নাই.........

সরকারের ডরে সারাক্ষন বুকটা ঢিপঢিপ করে। আবার ভবিষ্যৎ নতুন সরকারের আতঙ্কে অস্থির থাহি। সময় আর বয়স যেইরাম কম হয় নাই তেমনি নদীর জলও কম গড়ায় নাই। এই সরকার ডিএনএ টেস্ট কইরা চৌদ্দ গোষ্ঠীর ইতিহাস ঘাইটা তয় চাকরি দেয় তাও যদি মনে লয়। আর পরের সরকার আইলে শুরু হইব চাকরির নিলাম বানিজ্য। দড়াদড়িতে যে যত চড়া দাম হাঁকব হে তত সামনে বাড়ব । এইটাই হইল ধরেন হালের ইতিহাস। আর যারা আন্দোলন কইরা জেল জুলুম সইয্য করব হেগরে দল থিক্কা তাড়ানো হইব। এইসবের যুক্তি কি? শক্ত যুক্তি আছে ভাইজান। বিপ্লবীরা থাকলে নেতৃত্বের কম্পিটিশন হয়। তাই ছোট থাকতেই খালাস।

একটি বেশরম প্রযোজনা।

২৫/১২/২০১৩ ইং রাত ১১ টা ৩৮ মিঃ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.