![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাধাপড়ে গেছি স্নেহের কাছে,ভালোবাসার কাছে,তাই আমার জন্মগত ঋন শোধ করবার প্রয়াসে আমি নৌকার কথা বলি আমি আওয়ামী লীগের কথা বলি ৷ ছোটবেলায় সেখ তাপস ভাইর হাতের মার খাওয়ার সৃতি আমাকে আপ্লুত করে,সেখ দিপুর সাথে ধানমন্ডি ২৭নম্বর লেকে সাতার কাটা সন্ধার পড়ে সেখ নাসের সাহেবের বাসার আঙ্গিনায় লাইট জ্বেলে ব্যাডমিন্টন খেলা ভর দুপুরে লেকের পাড়ের দেয়াল টপকে পার্থদের বাড়িতে ঢুকে রেবা আন্টির কানমলা খেয়ে ভাত খাওয়া লিটন ভাই নিক্সনদের সাথে টোটো করে ঘুরে বেড়ানো সেখ লিপু সেখ বিটু ভাইয়ের সঙ্গে ফুটবল খেলার সৃতি মনে হয় এইতো সেদিনের কথা ৷ বঙ্গবন্ধুর কন্যা যেদিন স্বদেশে ফিরে এসেছিলেন সেইদিন রাত দশটা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে প্রচন্ড ঝড় বৃস্টিতে ভিজে প্রিয় হাচু আপাকে দেখার প্রতিক্ষা ৷ রাতে বাড়ি ফিরে প্রচন্ড জ্বর নিওমোনিয়া বাধিয়ে বিছানায় ৷ সেখ দিপুর কাছ থেকে জানতে পেড়ে হাচু আপা আমাকে দেখতে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পরেন হাচু আপা বলেন তোরাইতো আমার সেখ রাসেল ৷ আমি এখনো আমার গায়ে হাচু আপার গায়ের মিস্টি গন্ধ টেরপাই,এখোনো আমার বুকের ভেতর হাচু আপার শরিরের উষ্ণতা অনুভব করি ৷ সেই থেকে আমি হাচু আপার স্নেহের কাছে,বঙ্গবন্ধুর কন্যার ভালোবাসার কাছে বাধা পড়ে গেছি ৷ সেই স্নেহের সেই ভালোবাসার প্রতিদান আমি প্রানের বিনিময়ে হলেও দিয়ে যাবো ৷ ভরদুপুরের বেলা আমি প্রকাস্য রাজপথে চিৎকার করে বলবো আমি বঙ্গবন্ধুর সন্তান,আমি সেখ হাসিনার ভাই ৷ আমি নৌকায় ভোট দেই, আমি বাকশালের স্বপ্নে বিভোর আমি বাকশালি লোক ৷
©somewhere in net ltd.