![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পুরকৌশল প্রকৌশলী । সমগোত্রীয়রা যেকোন বিষয়ে শেয়ার করলে খুশি হব ।
১) সকল রাজাকারদের বিচার কেন করা হচ্ছে না? সমস্যা কোথায়?
২) শত কোটি টাকার দুর্নীতির পরও হলমার্কের চেয়ারম্যানের জামিন কেন হলো?
৩) ৫টি নতুন বেসরকারী ব্যাংক অনুমোদন দেয়া হয়, এদের মালিক কারা, এদের টাকার উৎস কি?
৪) পদ্মসেতু দুর্নীতি মামলায় সচিবের জামিন কিভাবে হলো? প্রকৃত অপরাধীরা কোথায়??
৫) রেলমন্ত্রীর অর্থ দুর্নীতি মামলার কি হলো? দোষিদের সাজা কেন হচ্ছে না?
৬) সাংবাদিক দম্পত্তি খুন? প্রকৃত খুনিরা কোথায়?
৭) সৌদী নাগরীক খুন? কেন খুন হলো?
৮) শোবার ঘরে ডাক্তর খুন হলো কিভাবে?
৯) বিশ্বজিত কে হায়নারা কামড়ে কামড়ে খেয়েছে? নির্দেশ দাতারা কোথায়?
১০) ছাত্রলীগরে নিজেদের গোলাগুলিতে শিশু খুন? খুনিদের সাজা হলোনা কেন?
১১) বিকাশ জামিন পেলো কিভাবে?
১২) ২১ জন খুনের আসামীর সাজা মাফ হলো কেন, তারা কি দেশের কোন স্বনামধন্য ব্যাক্তি?
১৩) ইলিয়াশ আলী, চৌধুরী আলমের মত অনেকে গুম হয়েছে তারা কোথায়, কেন কোন হদিস মিলছে না?
১৪) বিরোধী দলের মহাসচিব ফখরুলের মত নেতার বিরুদ্ধে কিভাবে ৩৮ মামলা হয়, কেন একের পর এক মামলায় প্রেফতার দেখিয়ে দীর্ঘ কারাবাস হয়?
১৫) সম্প্রতি মসজিদে ঢুকে নামাজরত অবস্হায় মুসল্লীদের উপর পুলিশী আক্রমন কিসের জন্য?
১৬) রংপুরে আন্দোলন রত শিক্ষকদের উপর ছাত্রলীগের এসিড ছুড়ে মারা? এবং এসিড ছুড়ে মারা মামলা রাজনৈতিক বিবেচনায় বাতিলের সুপারিশ কেন?
১৭) আশংকাজনক ভাবে বেড়ে গেছে শিশু ধর্ষন? কেন?
১৮) গফরগায়ের এমপি পিস্তল উচিয়ে পাবলিককে প্রকাশ্যে গুলি? তারপর তার সাজা কি হলো?
১৯) বরিশালে মুক্তিযোদ্ধাদের সামাবেশ ভেঙ্গে দিয়েছে আওয়ামীরা? কেন মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলা?
২০) কোটি টাকা খরচ করে এপিএস বিয়ে করেন কিভাবে?
২১) রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা কিন্ত হামলাকালিদের ছবি পত্রিকায় প্রকাশিত হবার পর ও আসামী কতজনকে গ্রেফতার করা হয়েছে?
২২) বিভিন্ন সময়ে প্রকাশ্যে নবী (সঃ) অবমানকারী ও ব্যাংঙ্গকারীদের কি সাজা দেয়া হয়েছে?
২৩) টেন্ডার নিয়ে প্রকাশ্যে নিজেরা নিজেদের গোলাগুলি, এইসব গুলির উৎস কোথায়?
২৪) সিলেটের এমসি কলেজ, কবি নজরুল ইসলাম কলেজে অগ্নী সংযোগকারী কেহ কি গ্রেফকার হয়েছে?
২৫) ২ টাকার বিদ্যুৎ এখন ১১ টাকা (৪ দফা বৃদ্ধির পরও কেন লোড সেডিং)?
২৬) চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমাবার কি কোন পদক্ষেপ নেয়া হয়েছে?
২৭) পোশাক কারখানায় পুড়িয়ে মারা শ্রমিকের ন্যায় দাবি নিয়ে কেন শাহবাগের সচেতন মানুষ গুলো কোন কথা বলছেন না?
২৮) বিরোধী দল করার অপরাধে বিশ্ববিদ্যালয়ে সাধারন ছাত্ররা প্রবেশ করতে পারছে না কেন?
২৯) শিক্ষার উপকরনের মুল্য আকাশ ছোয়া কৃষি উপকরণ কিনতে গিয়ে তাদের যখন মাথায় হাত পড়ে তখন আপনি কী করলেন?
৩০) বীরশ্রেষ্ঠদের নামে করা স্টেডিয়ামের নামকরন পরিবর্তন করে তাদের কি অসাম্মান করা হলো না?
৩১) ম খা আলমগীর, শেখ হাসিনার বিয়াই, সাজেদা এদের বিচার কেন করা হচ্ছে না? সমস্যা কোথায়?
৩২) তত্বাবধায়ক সরকারের সময়ে করা সরকারীদলের নেতা নেত্রীর সকল মামলা রাজনৈতিক বিবেচনায় বাতিল কেন?
৩৩) গত মাসে ১ লা জানুয়ারি হতে ২০ জানুয়ারি পর্যন্ত ব্রাকের এক প্রতিবেদনে দেখলাম ৩০০ অধিক নারী ও শিশু নির্যাতিতা এবং ধর্ষিতা হয় অমানবিক ভাবে কিন্তু তাদের ন্যায় বিচারের লক্ষে কেহ কেন আন্দোলন করছে না কেন?
৩৪) সারা বাংলাদেশে শ্রেষ্ঠ মেয়র হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত পৌর মেয়র লোকমান হত্যার অন্যতম আসামি মন্ত্রী রাজুর ভাই কে কেন আইনের আওতায় আনা হচ্ছে না?
৩৫) ছাত্রলীগের চাদাবাজির দাবীতে যখন শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তখন আন্দোলন হয় না কেন?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
জামান2021 বলেছেন: এইগুলা অবশ্যই প্রসঙ্গহীন প্রস্ন নয়...।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
অাতিক বলেছেন: সহমত@সাউন্ডবক্স
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
মওদুদ মোমেন মিঠু বলেছেন: এম পি শাওন এর গাড়ীতে রহস্যময় মৃত্যুর শেষ পর্যন্ত কি হয়েছে???????????????????????????????????????????
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
পুংটা বলেছেন: এখন আপনি কি করবেন সেইটা কন..?
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
কাকপাখী বলেছেন: সববিচার যদি শাহবাগের হাতে থাকে তাহলে এতকাল বঙ্গবন্ধু এভিনিউ,নয়াপল্টন আর মগবাজার কি করল ?বাংলার সময় আগে বাংলা পরীক্ষা দেন যখন রসায়ন না হয় পরে পরা যাবে ।রাজাকারের বিচার ৪২ বছর পরে হলে অন্যগুলোর বিচারও একদিন হবে ।তবে আগের টা আগে
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
মনে নাই বলেছেন: তার আগে বলেন যেসব রাজাকারের বিচার হচ্ছে আপনি কি সেইসব জানোয়ারের বাচ্চা রাজাকারদের পক্ষে নাকি বিচারের মাধ্যমে ওদেরকে এখনই ফাসিতে ঝুলানোর পক্ষে??
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
জামান2021 বলেছেন: এইগুলা অবশ্যই প্রসঙ্গহীন প্রস্ন নয়...। আমার প্রথম প্রশ্নই আমার পরিচয়ের জন্য যথেস্ঠ নয় কি?
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
আমার জন্য লেখা বলেছেন: " প্রশ্নের উত্তর চাই শাহবাগ বাসী সহ সকাল সচেতন বাঙালির কাছে"
তুই কি পাকিস্তানি?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
জামান2021 বলেছেন: এইগুলা অবশ্যই প্রসঙ্গহীন প্রস্ন নয়...।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
জামান2021 বলেছেন: এইগুলা অবশ্যই প্রসঙ্গহীন প্রস্ন নয়...। আমার প্রথম প্রশ্নই আমার পরিচয়ের জন্য যথেস্ঠ নয় কি?
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
মওদুদ মোমেন মিঠু বলেছেন: "২) শত কোটি টাকার দুর্নীতির পরও হলমার্কের চেয়ারম্যানের জামিন কেন হলো?"
এখানে হাজার হাজার কোটি টাকা হবে।
গুরুত্বপূর্ণ একটি বিষয় " শেয়ার মার্কেট চোরদের" বিচার কবে হবে ????????????????????????????????????????????????????????????????? এটাও বাদ পড়েছে।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
সুমনদেশ বলেছেন: অসাধারণ পোস্ট!!!
আপনার বর্ণিত ৩৫টি বিষয় ছাড়াও আরও অনেক কুকর্ম, দুর্নীতি আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। তালিকা ১০০ ছাড়িয়ে যাবে।
এসব বিষয় নিয়ে "শাহবাগী"রা কী কোনও মঞ্চ করবে? না, করবে না। কারণ শাহবাগীরা এসব লম্ফঝম্ফ করছে আওয়ামী লীগের সকল কুকর্ম ধামাচাপা দেওয়ার জন্যই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন চাপা দেওয়ার জন্য। যুদ্ধাপরাধীদের বিচারে তারা যদি আন্তরিক হতো, তবে স্বাধীনতার পর পরই শেখ মুজিব তা করতো।
শাহবাগীরা পদ্মা সেতু, শেয়ারবাজার লুট, সীমান্তে নাগরিক হত্যা নিয়ে কোনও মঞ্চ করলে সর্বসাধারণ সেই মঞ্চে সমবেত হতো।
আওয়ামী লীগে যেসব কুখ্যাত যুদ্ধাপরাধী আছে তাদের বিচার হচ্ছে না কেন???
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
জামান2021 বলেছেন: সহমত।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
বিডি আইডল বলেছেন: এইসব বিষয় নিয়ে জামাতিরা মগবাজারে একটা মন্চ করতে পারে
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
দখিনা বাতাস বলেছেন: এই গুলার বিচার করার জন্যতো খালেদা জিয়া অনেকদিন ধরে আন্দোলনের ডাক দিতেছে। গেছিলেন ঐ মিছিল সমাবেশে? যান নাই। যাইবেনও না কোনদিন।
এইখানে আইছেন ডং মারাইতে। মনে করছেন বুজি না আমরা কিছু? মানুষরে এত গর্ধব মনে করেন কেন?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
জামান2021 বলেছেন: মিছিল সমাবেশই সব সমাধান নয়।
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
সুমনদেশ বলেছেন: '৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নারী ধর্ষণ, খুন, লুটপাটের জন্য দায়ী ১৯৫ জন পাকিস্তানী সেনা অফিসারকে শেখ মুজিব কেন জামাই আদরে ভারতের কাছে হস্তান্তর করলো- তার জবাব জাতি আওয়ামী লীগের কাছে চায়।
শেখ হাসিনার বেয়াই মোশাররফ এবং শেখ সেলিমের বেয়াই কুখ্যাত মুসা বিন শমসেরকে কেন বিচারের আওতায় আনা হলো না- তা জাতি জানতে চায়।
জাতি জানতে চায়, কেন আওয়ামী লীগের চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী শাহবাগীদের মুখে শোনা যায় না??
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
গুটিবাজ বলেছেন: সুমনদেশ ভাই, ভাল্লাগসে, হাহাহাহা
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
শোকার্ত উপকূল বলেছেন: তুই কি পাকিস্তানি?
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
মাফকরেবন বিচারপতি বলেছেন: এগুলো ঢাকতেই তো শাহবাগ নাটক। আবার কেউ যাতে এগুলো বলতে না পারে তাইতো ওরা ষড়যন্ত্র করেছে যেই এসব কথা বলবে তাকেই বলতে হবে ছাগু। এর নমুনা এখানে অনেক গুলোআ আছে
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
কালো স্বপ্ন বলেছেন: ছাগু ট্যাগের জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেন।
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
ডাঃ মারুফ বলেছেন: আমাদের এদিকেও নজর দেওয়া উচিত ।
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
হোয়াসসাপ বলেছেন: বাকশাল কায়েম কর, মাহমুদুরকে জেলে ভর !!
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
েসাহাগ২৫কগগ বলেছেন: সব বিচার যদি শাহবাগের হাতে থাকে তাহলে এতকাল বঙ্গবন্ধু এভিনিউ,নয়াপল্টন আর মগবাজার কি করল ?বাংলার সময় আগে বাংলা পরীক্ষা দেন যখন রসায়ন না হয় পরে পরা যাবে ।রাজাকারের বিচার ৪২ বছর পরে হলে অন্যগুলোর বিচারও একদিন হবে ।তবে আগের টা আগে ।
আর ভাই তোমার পরিচয় ও আমি পাইছি।উপরে বর্নিত অনেক তথ্য ই ভুয়া।বি এন পি আর জামাত পারেই শুধু মানুশকে বিভ্রান্ত করতে আর কিছু না।জামাত চলে পাকি মউদুদ এর আদর্শে আর বি এন পি চলে বাংলার কু সন্তান চ্যাটের ব্যাঃ মউদুদ এর বুদ্ধিতে।
গিয়াস উদ্দিন মামুন,তারেক কোকো,নাইকো এর দুর্নিতী,কিবব্রিয়া হত্যা,২১ আগস্ট এ গ্রেনেড হামলা ও জর্জ মিয়া নাটক ইত্যাদি এগুলার বিচার কয়বার চাইছেন ভাই।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
তিমির বলেছেন: jamat baba der marle jole ?BNP AWAMI pore hobe age pakastani jaroj der ta hok..jagroto jonotar ek dabi,raja karer fasi debi..hasina khaleda chenena..raja kar issue te kono kisu hoile minus 2 hoiya jaba.. :@ Amra muslim rajakar na.. :@
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০
ধমাধম বলেছেন: আমার বাড়িতে চোরায় সিধ কেটেছে। এর বিরুদ্ধে শাহবাগ বাসী (এইটা কী জিনিস?) এবং দেশের জনগন আন্দোলন করে না কেনু কেনু কেনু?
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১১
আমি মুখতার বলেছেন: ধমাধম বলেছেন: আমার বাড়িতে চোরায় সিধ কেটেছে। এর বিরুদ্ধে শাহবাগ বাসী (এইটা কী জিনিস?) এবং দেশের জনগন আন্দোলন করে না কেনু কেনু কেনু?
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
সাউন্ডবক্স বলেছেন: আপনারা সাথে সাথে এই দাবী গুলাও নিয়া আসেন আপনাদের আন্দোলনে......।
এইগুলা অবশ্যই প্রসঙ্গহীন প্রস্ন নয়...। যদিও আমি জানি না কতক্ষন আপনার এই পোস্ট টি সামু তে থাকবে... এইগুলার বিচার ও আমি একজন সাধারন বাংলাদেশি মানুষ হিসাবে চাই...।