![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পুরকৌশল প্রকৌশলী । সমগোত্রীয়রা যেকোন বিষয়ে শেয়ার করলে খুশি হব ।
রানা প্লাজায় যখন হাজার হাজার মানুষ মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছিলেন প্রধানমন্ত্রী তখন রেলগাড়ী উদ্বোধন করছিলেন আর রাষ্ট্রপতি শপথ নিচ্ছিলেন।
আসুন তাদেরকে ধিক্কার জানাই।
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
জাহাঙ্গীর জান বলেছেন: পৃথিবী এইভাবে ছলতে থাকবে অনন্ত কাল । হাঁ আমার অনুভূতি এমন ছিলো । যদি রাষ্টপ্রতি আগে সাবার যেতো তাহলে ইতিহাস ভিন্ন হতো । ধ্বংসের মাঝে দাঁড়াতে হবে সেটা মহর্তের লক্ষণ ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩
শফিক১৯৪৮ বলেছেন: পচা মার্কা একটা ট্রেন ডেমু উদ্ধোধন করতে প্রধানমন্ত্রীকে যেতে হয় কারণ সেখানে অনেক চুরি হয় আর প্রধানমন্ত্রীকে দিয়ে দুর্যোগের দিনেই ট্রেন খুলিয়ে চুরিটা জায়েজ করিয়ে নেয়া আরকি। হাজার মানুষের খুনের দিনে এই ফুর্তিটা অবশ্যই ধিক্কারের গালির যোগ্য।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
জানা বলেছেন:
এই দূর্বিসহ সময়টাতে আমাদের যার যতটুকু সাধ্য সেটুকু দিয়েই দূর্গতদের সাহায্য সহযোগিতা করাটাই সব'চে জরুরী বিষয়।
সময় কারোর জন্য বসে থাকেনা/থাকবে না। আমাদের আশে পাশে সবসময়ই যে কোন স্তরেই এমন অনেক কিছুই ঘটে যা দুঃখজনক,লজ্জাষ্কর বা মর্যাদাহানীকর। তবুও আমাদেরকেই খুঁজে নিতে হয় আমাদের দায়িত্বের জায়গাটি, সঠিক কর্তব্যের জায়গাটি।
কাউকে ধিক্কার জানানো, তিরষ্কার করা ইত্যাদি এই মূহূর্তে আমাদের কর্তব্যের মধ্যে পড়েনা কোনভাবেই। আমাদের (আমরা যারা বেঁচে আছি বলে ভাগ্যবান) সবার সামান্যতম সততা এবং মমতা অবশ্যই কাজে লাগবে মানুষের জন্য, জীবনের জন্য এবং মানবতার জন্য। মানুষের বাঁচার অধিকারের চেয়ে দরকারী বিষয় আর কিছু নেই।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
রাইসুল সাগর বলেছেন: জানা আপুর সাথে সমপূর্ন একমত। ভাই এখন আমাদের বিপদ গ্রস্থ ভাই বোনদের সাহায্য করার সময়। কারো সমালোচনা বা তিরস্কারের সময় না।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭
পূরান পাগল বলেছেন: জানা আপুর মন্তব্যে সহমত যদিও রাষ্টের শীর্ষস্থানীয় নীতিনির্ধারকদের কর্মকাণ্ড অবশ্যই প্রশ্নবিদ্ধ।তবে,সবার ধৈর্যধারন ক্ষমতা সমান হয়না।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
আহলান বলেছেন: আমার কমেন্টটা ডিলিট করছে কে? আমি জানতে চাই ...... এটা কি মগের মুল্লুক নাকি? বৃটিশ থুক্কু সামুর রাজ্য থেকে কি (এডমিন )থানা পুলিশ উঠে গেছে? (সংশপ্তক নাটকের একটি ডায়লগ দিলাম আর কি!!)
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
বনসাই বলেছেন: জানা আপুর লেখা পড়ার পর আর কিছু লিখতে ভালো লাগছে না।
বর্তমানটাই আমার, আমার সময়টা এ মুহূর্তের সেরা বিষয়ে বিনিয়োগ করার শক্তি যেন অর্জন করতে পারি।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
জাহিদ মজুমদার বলেছেন: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আমাদের রাষ্ট্রপতিদের যে কাজটি ফরজ সেটি হচ্ছে মাজার জেয়ারত। সে কাজে হেলিকপ্টারসহ আনুষঙ্গিক আনুষ্ঠানিকতাও অতীব প্রয়োজনীয় বিষয়। যদিও সে মুহূর্তে দেশে একটি ভয়াবহ দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজমান থাকে। যদিও সে মুহুর্তে দেশে হাজার মানুষ মৃতু্্র প্রহর গোনার অপেক্ষায় থাকে।
১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
রবিউল ফকির বলেছেন: আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি কেন আমাকে অযথা রাজাকার বানাইতে চান। কোন মন্তব্য করলেইত আমি রাজাকার হইয়া যামু।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
খালেদা আকতার বলেছেন: অামার কােছও এই ব্যাপারটি খারাপ লেগেছিল।