নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাত বাড়াও বন্ধু হও ।

ধন্যবাদ ।

জামান2021

আমি একজন পুরকৌশল প্রকৌশলী । সমগোত্রীয়রা যেকোন বিষয়ে শেয়ার করলে খুশি হব ।

জামান2021 › বিস্তারিত পোস্টঃ

শহীদদের মৃত্যুর সংখ্যা নিয়ে আর একটি আওয়ামী মিথ্যাচারের মুখোশ উন্মোচন

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫

শহীদদের মৃত্যুর সংখ্যা নিয়ে আর একটি আওয়ামী মিথ্যাচারের মুখোশ উন্মোচন

======================================



নেতাজি সুভাষ চন্দ্র বসুর বড় ভাই শরৎচন্দ্র বসুর নাতি শর্মিলা বসু স্বাধীনতা যুদ্ধের ওপর একটি অনন্য গ্রন্থ প্রকাশ করেন তার গবেষনা দিয়ে "ডেথ রেকনিং" নামে। সেখানে সে পরিস্কার দেখিয়ে দিয়েছে মুজিব কত উদ্দেশ্য প্রনোদিত ভাবে মুক্তিযূদ্ধে ৩০ লাখ মানুষ হত্যার বিষয় টি অবলীলায় রাজনৈতিক ভাবে সামনে এনেছেন। ( ১৭৫ পৃষ্ঠা থেকে এর বর্ননা শুরু আমি ১৭৫-১৭৬ পৃষ্ঠা দিয়ে দিলাম) কারো ইচ্ছে হলে বইটি সংগ্রহ করে দেখবেন। অতি নির্মোহ ভাবে বইটি লেখা হয়েছে।



মুলত ২ লাখ থেকে ৩ লাখ মানুষের নিহত হবার সংখ্যাটি বাস্তব তার সাথে খাপ খায়।



বইটিতে পাকি আর্মির নৃশংষতা যে ভাবে ফুটে উঠেছে তেমনি বিভিন্ন মিথ্যাচারের বিরুদ্ধে এটি একটি অনন্য দলিল। মজার ব্যাপার হল অনেক আওয়ামী কুবুদ্ধিজীবিরা এই বইটি ব্যাবহার করে তাদের রেফারেন্স এ তবে খুব সযত্নে ওই অংশ টুকু এড়িয়ে।



আমার কথা হল স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ ৩ লাখ বা ৩ কোটি যাই নিহত হোক আমরা সত্য জানতে চাই। মিথ্যার ওপর কোন কিছুতে আমরা বিশ্বাস রাখি না। রাখব ও না।



সত্য উন্মোচিত হোক।



বিঃদ্রঃ আমার ইতিহাস মুলক পোষ্ট গুলো আমি একক প্রচেষ্টায় করিনা। এ ব্যাপারে আমি যেড ফোর্স সাইবার ট্রুপার্সের সকল ট্রুপার্সের প্রতি কৃতজ্ঞ তাদের সাহায্য সহযোগিতার জন্য বিশেষ করে



আমি আরো কৃতজ্ঞতার সাথে স্বরন করি সেই সব বন্ধু দের যারা নিরবিচ্ছিন্ন ভাবে আমার পোষ্ট গুলো শেয়ার বা মানুষ কে জানিয়ে ইতিহাস এর সত্য উন্মোচনে যোদ্ধার ভুমিকা রাখছেন।



মিথ্যা ইতিহাসের ওপর কোন জাতি দাড়িয়ে থাকতে পারে না।



সত্য উন্মোচিত হোক। (কপি পেষ্ট পোস্ট)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: আমি শুনেছি মিলিওন আর লাখের একটা ত্রুটি হয়েছিল । বংগবন্ধু ইচ্ছে করে এটা করেন নি।

যাই হোক সোর্স ও রেফারেন্স দরকার ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

যুগের নকিব বলেছেন: কারন এটা ও এক ধরনের চেতনা ব্যাবসা,

৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

মুদ্‌দাকির বলেছেন: আওয়ামি মিথ্যাজীবীরা এই রকমই !!

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মোঃ উরমান বলেছেন: বইটি সংগ্রহ করে আপলোড করে দিলে বহু মানুষের পড়ার সুযোগ হবে। দয়া করে অতি দ্রুত বইটি আপলোড করুন।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

আলী খান বলেছেন: বাটপার .......................

৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮

ভোরের সূর্য বলেছেন: মুক্তি যুদ্ধে ৩ লাখ মানুষ শহীদ হলেও মুক্তিযুদ্ধের গুরুত্ব কিংবা মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান কমবে না আবার ৩০ লাখ হলেও গুরুত্ব কমে যাবেনা।আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের চেতনার কোন কম বেশী হবে না।
কিন্তু আমিও চাই সত্যটা উদঘাটিত হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.