![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।
আমার প্রানপ্রিয় সামু ভাইদের কাছে আবেদন, প্লিজ একটু বুদ্ধি দিবেন। একটি মোটর সাইকেল কিনতে চাই। আগে হিরো স্প্লেন্ডর ১০০ সিসি চালিয়েছি। আমার উচ্চতা কম, টাকা কমে, শুধু অফিসে যাতায়াত এবং মাঝে মাঝে গ্রামের বাড়ী সিরাজগঞ্জ (১৪০ কিমি) যাওয়া।
নিচের কোনটা কিনব।
১। রানার রয়েল প্লাস ১১০ সিসি
২। বাজাজ ডিস্কভার ১০০ সিসি।
৩। বাজাজ ডিস্কভার ১২৫ সিসি, দাম বেশি, (ব্যবহৃত কেনা যাবে কিনা)
৪। বাজাজ প্লাটিনা ১০০ সিসি।
৫। টিভিএস মেট্রো ১০০ সিসি।
এর বাইরে কোনটা ভালো প্লিজ জানাবেন।
২| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১১
জামান শেখ বলেছেন: মেহেদী ভাইকে ধন্যবাদ। আমারও তাই মনে হয় ৩ নম্বরটা ভালো হবে।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০
খান সাব বলেছেন: ভাই সিরাজগঞ্জ কোন থানা। আমিও সিরাজগঞ্জের।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯
জামান শেখ বলেছেন: আমার সিরাজগঞ্জ সদর থানা, দত্তবাড়ী, গ্রাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০০
মেহেদী_বিএনসিসি বলেছেন: ৩ নম্বরেরটা সম্ভব হলে নতুন কেনার চেষ্টা করুন...........