নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজি সাদা মনের মানুষ

জামান শেখ

আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।

জামান শেখ › বিস্তারিত পোস্টঃ

পিসি স্লো? কোন সফটওয়্যার ছাড়াই আপনার পিসিকে আরও ফাস্ট করুন

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৩

ফাইল কোন software ছাড়াই খুব সহজেই Delete করুন Windows-7 এর অপ্রয়োজনীয় JUNK ফাইল। যা আপনার কম্পিউটারকে আরও ফাস্ট করবে।



১মঃ

Desktop এ Right Click করে NEW তারপর Text Document(মানে একটা Text Document create করি)।

২য়ঃ

এতে নিচের code টুকু কপি করে দেই।।

set folder="C:WindowsTemp"

cd /d o;lder%

for /F "delims=" %%i in ('dir /b') do (rmdir "%%i" /s/q || del "%%i" /s/q)

set folder=”C:Usersabc-pcAppDataLocalTemp”

cd /d o;lder%

for /F “delims=” %%i in (‘dir /b’Wink do (rmdir “%%i” /s/q || del “%%i” /s/q)

set folder=”C:WindowsPrefetch”

cd /d o;lder%

for /F “delims=” %%i in (‘dir /b’Wink do (rmdir “%%i” /s/q || del “%%i” /s/q)

set folder=”C:Usersabc-pcRecent”

cd /d o;lder%

for /F “delims=” %%i in (‘dir /b’Wink do (rmdir “%%i” /s/q || del “%%i” /s/q)

৩য়ঃ

এতে যে সব জায়গায় abc-pc আছে সেখানে আপনার কম্পিউটার এর নাম দিন(Start bar এ গেলেই দেখতে পাবেন)।

৪থঃ

এবার ফাইলটা speed_up.bat নামে সেভ করুন(file->save as->speed_up.bat)।

৫মঃ

শেষ।

এবার double click করলেই সব junk file মুছে যাবে। যে কোন সময় আপনি ঐ ফাইলে double click করে সব junk file মুছতে পারবেন।

এটা খুবই উপকারি এবং RAM CPU এর জায়গা নেবে না। এটা কপি করে আপনি কম্পিউটার এর যে কোন জায়গায় রাখতে পারবেন



সতর্কিকরনঃ পিসির ডেস্কটপ, মাইডকুমেন্ট এবং ডাউনলোডের ফাইলগুলোর একটি ব্যাকআপ রাখবেন, ইহা মুছে যেতে পারে।







techtunes.com.bd থেকে সংগ্রিহীত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫

রেনেসা বলেছেন: ভাই আমার সব ফাইল তো মুছে গেল"।

না জেনে এরকম পোস্ট দেয়ার কোন মানে আছে?

২| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

জামান শেখ বলেছেন: আমি নিজে এপ্লাই করে তারপর আপনাদের বলেছি । আমার কোন কিছু মুছে যায়নি । কোন ফাইলটি মুছে গেছে জানিনা। তবে ডেস্কটপ, মাইডকুমেন্ট এবং ডাউনলোডের ফাইলগুলোর একটি ব্যাকআপ রাখবেন। সব সময় রাখা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.