নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজি সাদা মনের মানুষ

জামান শেখ

আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।

জামান শেখ › বিস্তারিত পোস্টঃ

স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলা বন্ধ বিষয়ে কিছু কথা

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

একজন আইনজীবি স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলা নিয়ে বন্ধ করার জন্য হাইকোর্টে রীট করেছেন। পাখী ড্রেস না পেয়ে আত্মহত্যার ঘটনাই এখন চ্যানেলগুলো বন্ধ করার জোর দাবিদার। আমার প্রশ্ন কিন্তু অন্যখানে।যখন কোন নাটক জনপ্রিয়তার শীর্ষে ওঠে তখন শুধু এরকম আত্মহত্যার ঘটনাই নয় আরো অনেক রকম রোমাঞ্চকর ঘটনাও ঘটতে থাকে। যেমনঃ আমাদের হুমায়ুন আহমেদ স্যারের নাটক। যার নাটক দেখে মানুষ রাস্তায় নেমেছিল। কারন স্যারের নাটকগুলো ছিল অসাধারন।



এখন ভারতীয় এই চ্যানেলগুলো এতো জনপ্রিয় হলো কিভাবে? আমার বিচারে দুটি মুখ্য কারন।



১। সীমিত বিজ্ঞাপন।

২। সুন্দর উপস্থাপন।



কাহিনী যে খুব সুন্দর থাকে তা আমি বলবো না, কারন এর চেয়ে আমাদের দেশের নাটক অনেক সুন্দর।



আমাদের দেশের নাটকের অস্তিত্ত টিকিয়ে রাখতে হলে এই দুটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। গত ঈদ-উল-ফিতরে আমি দেশী চ্যানেলের কোন ঈদের নাটক সম্পুর্ন দেখতে পারিনি এই বিরক্তিকর বিজ্ঞাপনের জ্বালায়। দেশের নাট্যনির্মাতারা এতো কষ্ট করে সুন্দর সুন্দর নাটক তৈরি করেন। কিন্তু তা দেখার ভাগ্য শুধু গুটিকয়েক অলস ও ধৈর্য্যশীল ব্যক্তি ছাড়া আর কারও কপালে জোটে না।



অর্থলোভী চ্যানেলগুলোর অতিরিক্ত বিজ্ঞাপন প্রচার আমাদের ভারতীয় চ্যানেলের প্রতি আকর্ষন বাড়িয়েছে।



তাই প্লিজ ভারতীয় চ্যানেলের ভালোটা গ্রহন করুন।



আমাদের দেশী নাটক আমরা দেখতে চাই, আমাদের সংস্কৃতিতে আমরা থাকতে চাই, আমাদের বাঁচান।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

লেখোয়াড় বলেছেন:
একপক্ষ চাচ্ছে যখন তখন বন্ধ করে দখুক না।
ওরাই আবার এক সময় বলব আবার ওগুলো চাই।

নিজের অযোগ্যতা অন্যের উপর দেয়া ঠিক না।

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

জামান শেখ বলেছেন: লেখোয়াড় ভাইকে ধন্যবাদ। ভারতীয়দের থেকে শিক্ষনীয় অনেক কিছু আছে। পারলে ওদের কোয়ালিটির অনুষ্ঠান তৈরি করুন। তারপর ওদের চ্যানেল বন্ধ করুন।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

লেখোয়াড় বলেছেন:

হা হা হা ...............

আপনার এই কথা অতি উৎসাহীরা শুনবে না।
তার উপর ভারতীয় চ্যানেল বলে কথা!!

অন্য দেশ হলো এত সমস্যা হতো না, ভারতীয় ছাড়াও তো অনেক খারাপ চ্যানেল বাংলাদেশ থেকে দেখা যায়, সেসব বন্ধ কেউ কখনো বলে শুনেছেন?

বর্তমানে আমরা এদেশিরা ভাল গ্রহণ করতে ভুলে গেছি।
যাইহোক আওয়াজ যখন উঠেছে তখন আর কি করা।

০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

জামান শেখ বলেছেন: ভারতে আমাদের দেশের চ্যানেল দেখা যায় না, কারন এই টাইপের বিজ্ঞাপনপুর্ন অনুষ্ঠান দেখার চাহিদা তাদের নাই। ভালো কোয়ালিটির অনুষ্ঠান তৈরি করুন তখন ওই দেশের জনগনই আমাদের অনুষ্ঠান দেখার জন্য সরকারকে চাপ দিবে।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৯

পাইলট ভয়েচ বলেছেন: ভারতীয়দের মতন দেশ প্রেমি হতে পরলেই হাবে!!!!

০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

জামান শেখ বলেছেন: এখন আমি সব সময় টেন স্পোর্টস দেখি তাই বলে কি আমার দেশী চ্যানেল না দেখার জন্য আমার দেশপ্রেম কমে গেল। এটা মানষিকতার ব্যাপার। আমাদের দেশের অল্প শিক্ষিত লোকেরা সব সময় বাংলা মুভির চ্যানেলগুলো দেখে, তাই বলে ওদের কি আমাদের চেয়ে দেশপ্রেম বেশী?

৪| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

ড. জেকিল বলেছেন: ইন্ডিয়ান নাটকগুলো যে উচ্চমানসম্পন্ন এমন কিছু কখনই বলা যাবেনা। কিন্তু, এই চ্যানেল গুলোতে কেউ যদি নাটক দেখতে বসে, তাহলে সে নাটক ই দেখতে পায়, কিন্তু দেশী চ্যানেলে বসলে বিজ্ঞাপন দেখেই সান্ত্বনা পেতে হয়।

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

জামান শেখ বলেছেন: ভাই আমার মনের কথাটিই বলেছেন।

৫| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমাদের দেশী নাটক আমরা দেখতে চাই, আমাদের সংস্কৃতিতে আমরা থাকতে চাই, আমাদের বাঁচান।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

জামান শেখ বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.