নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজি সাদা মনের মানুষ

জামান শেখ

আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।

জামান শেখ › বিস্তারিত পোস্টঃ

মুভিঃ 'পারফেক্ট মাদারস' রিভিউ, একটু ১৮+। ফ্রী কালচার এর পরিনাম

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬

গতকাল দেখলাম মুভি, পারফেক্ট মাদার্স। দুই ক্লোজ বান্ধবী (রোজ এবং লিল)। লিলের হাসবেন্ড মারা যায়। লিলের ছেলে আইয়ান, রোজের ছেলে টম এবং হাসবেন্ড হেরাল্ড এই পাঁচজন মিলে সমুদ্র পারের মনরম পরিবেশে অবস্থান করে। চাকরির সুবাদে হেরাল্ড একা সিডনী চলে যায়। তারপর দুই মা এবং তাদের দুইছেলে এই চারজনকে নিয়ে এগিয়ে যায় কাহিনী। আড্ডায় কি ধরনের এডাল্ট কথোপকথন হয় তা না দেখলে বিশ্বাস করবেন না।

মায়েরা তাদের দৈহিক কাঠামো নিয়ে ফ্রী গল্প করে, ছেলেরা খুব মজা করে। কাহীনির এক পর্যায়ে লিলের এডাল্ট ছেলে আইয়ান প্রেমে পরে মায়ের বান্ধবী রোজের। ইহা আবার দেখে ফেলে রোজের ছেলে টম। তারপর টম ইহা লিলকে বলে দেয়, এবং একধরনের প্রতিহিংসায় সেও মায়ের বান্ধবী লিলকে প্রেম নিবেদন করে। এভাবে চলে দুই ছেলে এবং দুই আন্টির মধ্যে দৈহিক সম্পর্ক। দুই বান্ধবীর মধ্যে একটু দুরত্ত তৈরী হয়। এর কিছুদিন পর নাট্যকার হেরল্ড ফিরে আসে রোজকে সিডনি নিয়ে যেতে কিন্তু রোজ না যাওয়াতে সে সিডনিতে আর ও একটি বিয়ে করে।

টম তার বাবার কাছে নাটকের কাজে চলে যায় এবং সেখানে এক মেয়ের সাথে এফেয়ার হয়। পরে তাকে বিয়ে করে। এদিকে আয়ানকে মায়ের বান্ধবী রোজ ফিরিইয়ে দিলে সেও আরেকটি মেয়ের সাথে এফেয়ার করে। আবার দুই বান্ধবী একা একা ক্লোজ সময় কাটায়,সময় গড়াতে থাকে।

ছুটি কাটাতে টম ও আইয়ান তাদের বউ বাচ্চা নিয়ে সমুদ্রের পারে ফিরে আসে। একদিন এক অনুষ্ঠানে টম এক ফাকে লিলের সাথে মিলিত হয়। ইহা আইয়ান দেখে ফেলে শু্রু হয় আবার ঝগড়া। তাদের দুই স্ত্রী তাদের ছেড়ে চলে যায়। পুনরায় দুই বান্ধবী তাদের দুই প্রেমিকদের নিয়ে সময় কাটায়। মুভিটির চিত্রনাট্য অসাধারন। আপনাকে এক মুহুর্তের জন্যও বিরক্ত লাগাবে না। খুব সংক্ষেপে লিখলাম দুঃখিত।



সতর্কতাঃ বড়দের ছবি। কিছু দেখায়নি, শালিনতা আছে, তবে ডায়লগে ১৮+ আছে।



এখানে যা পালনীয়/বর্জনীয়ঃ

১। মায়েদের খুব বেশী ক্লোজ হউয়ার পরিনাম।

২। সন্তানরা থাকবে সন্তান এর মতো, কিন্তু এখানে এডাল্ট বন্ধুর মত।

৩। বড়দের দিকে শ্রদ্ধাশীল চোখে তাকানো উচিত, যা এ মুভিতে দেখাযায়নি।

৪। কিছু যায়গায় ছেলে ও মায়েদের ত্যাগের সর্বোচ্চসিমা অতিক্রম করেছে। যা অসম্ভব।

৫। অনেক কথা ও কাজ যে এতো স্মার্টলি বলা/করা যায় তা না দেখলে বিশ্বাস করবেন না।



লিলের ভুমিকায়ঃ Naomi Watts,

রোজের ভুমিকায়ঃ Robin Wright,

আইয়ান ও টমের ভুমিকায়ঃ Xavier Samuel, James Frecheville

পরিচালকঃ Anne Fontaine



আমি ইংলিশে অতো বিদ্বান নই। ভুল কিছু লিখলে ক্ষমাপ্রার্থী।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩২

জামান শেখ বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমরা সব সময় খারাপটাই গ্রহণ করি তাই ছবি ত্যাগ করাই শ্রেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.