নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজি সাদা মনের মানুষ

জামান শেখ

আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।

জামান শেখ › বিস্তারিত পোস্টঃ

আমি সামুর বিরুদ্ধে মামলা করতে চাই!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

খেয়াল করেছি যেদিন থেকে আমি এই ব্লগে রেজিস্ট্রেশন করেছি সেদিন থেকেই সবসময় এই ব্লগ অন করে রাখতে বাধ্য হয়েছি। অনলাইনে বসা মানেই সামুতে বসা এই হচ্ছে অবস্থা। অনেক জরুরী কাজ ফেলে আমি এই ব্লগে থাকতে বাধ্য হয়েছি। ব্লগের লেখক হিসাবে নয় একজন পাঠক হিসেবে এই ব্লগ এখন আমার জান প্রান হয়ে দাড়িয়েছে। গুরুত্তপুর্ণ কাজ বাদ রেখে ব্লগে থেকে আমার ক্ষতির পরিমান এখন বিশাল আকার ধারন করেছে। আমি মনে করছি ইহা একটি রোগে পরিনত হয়েছে। তাই সামুর বিরুদ্ধে আমি একটি ক্ষতিপুরন মামলা করতে চাই! ব্লগার ভাইদের এই বিষয়ে হেল্প চাই।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: জামান ভ্রাতা এগয়ে চলেন ,
আমরা আছি আপনার পিছে B-) :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

জামান শেখ বলেছেন: সাহস পেলাম

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: ছোঁয়াচে রোগ হলে আগে ডাক্তারকেই ছুঁয়ে আসতে পারেন :!> :!> :P =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

জামান শেখ বলেছেন: আমার মনে শুধু ছোয়াছে নয়, একেবারে মহামারী আকারের

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

অপ্রতীয়মান বলেছেন: B:-) কি বলেন! এইটাও রোগ! জানতামই না :P

ভাইজান কোন ডাক্তার দেখাইলেন একটু জানাবেন কিন্তু। মানে আমারও যোগাযোগ করা লাগবে তো তাই =p~ =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

জামান শেখ বলেছেন: অবশ্যই জানাবো

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

টুম্পা মনি বলেছেন: ওয়াহ। এটা ভালুবাসার মামলা। B:-) B:-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

জামান শেখ বলেছেন: জি ভাইয়া

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

মামুন রশিদ বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: ছোঁয়াচে রোগ হলে আগে ডাক্তারকেই ছুঁয়ে আসতে পারেন :`> :`> :P =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

জামান শেখ বলেছেন: সামুতে যেই প্রবেশ করবে সে আক্রান্ত হবে। সাবধান!

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

যমুনার চোরাবালি বলেছেন: হমমম। উকিল ধরেন, সামুতেই আছে। আর ডাক্তার চাইলে তাও সামুতেই আছে। সুউপদেষ্টা পাবেন, কুউপদেষ্টা পাবেন। এই মামলার কোর্টটাও সামুতেই। জজও সামুতেই আছে। শুভেচ্ছা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

জামান শেখ বলেছেন: ভাই আপনি কি আমাকে কুউপদেশ দিচ্ছেন নাকি? :-P

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

সোহানী বলেছেন: টুম্পা মনি বলেছেন: ওয়াহ। এটা ভালুবাসার মামলা। B:-) B:-) :#> :#> :#> :#> :#> :#> :#> :#>

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০

জামান শেখ বলেছেন: :P =p~

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম --- ৥ টুম্পামনি তো বলেই দিয়েছে সামুকে ভালবাসার মামলা ---- হা হা হা ------ আর এটা সামুর কর্তৃপক্ষের আদালতে করেন --- বিচারক ব্লগার আর সামুকর্তৃপক্ষ মিলেই হবে ------- আমার কাছে ১০০ ভাগ অনুমান আছে যে আপনি জিতে যাচ্ছেন --------

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

জামান শেখ বলেছেন: আগে ব্যবস্থাপত্র দিন তারপর রোগ না সারলে মামলা করবো। কিন্তু পুলিশ, থানা , আদালত.--- আমি ভয় পাই ! /:)

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: জামান ভ্রাতা এগয়ে চলেন ,
আমরা আছি আপনার পিছে B-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

জামান শেখ বলেছেন: স্বপ্নবাজ অভিঃ আপনি আমাকে কি দুঃস্বপ্ন দেখাচ্ছেন?

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: মামলা করার দরকার কি ? শুধুই ঝামেলা। চলতে থাকুক এমন করেই। দেখবেন একদিন সামু ভাল হয়েগেছে।



শুভ কামনা সামু। বেচে থাক এবং আমাদের অনবরত পেইন দাও, ভালবাসা পেইন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

জামান শেখ বলেছেন: পেইনতো অহরহ দিচ্ছে। আপনি আরো চাচ্ছেন। আপনি কি মানুষ না.....সামু।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০

সুমন কর বলেছেন: সবাই একই রোগে অাক্রান্ত !!! |-) |-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

জামান শেখ বলেছেন: |-) |-)

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

খাটাস বলেছেন: জামান ভাই সার্বিক সহযোগিতায় বরাবর সাথে আছি.।.।.।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

জামান শেখ বলেছেন: ধন্যবাদ

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

জাহিদ ২০১০ বলেছেন: দেন মামলা ঢুকাইয়া। আর মানহানির মামলা দিয়েন ১০০০০০০০০০০০০০০০০০০০০ টাকার। ক্ষতিপূরন পাইলে এই টাকা দিয়া আপনি আরেকটা সুমো ব্লগ খুইল্লা ফালাইয়েন।

তয় পরে আপনার ব্লগ পড়ার কারনে অন্য কেউ মামলা দিলে কর্তৃপক্ষ দায়ী থাকব না, কোনও ভাবেই না ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

জামান শেখ বলেছেন: ব্লগ খুইল্লা, দেন মামলা ঢুকাইয়া ছি! ছি! কি অস্লিল! আশেপাশে মেয়েছেলে আছে না ?

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

জাহিদ ২০১০ বলেছেন: আপনে তো বহুত আছেন মিয়া। যান এই মামলার কার্যক্রম অবৈধ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

জামান শেখ বলেছেন: পৃথীবিতে যা কিছুর মধ্যে বেশী মজা আছে তাহার ৯০%ই অবৈধ।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বেমারে ধরছে। দাওয়াই হইল গিয়া, চোখ খুলে ঘুমাবেন ল্যাপটপ বগলে রাখবেন। আর মন খুলে পড়বে, কী পড়লের তা চিন্তা করার প্রয়োজন নেই।
প্রয়োজন হলে ভিক্ষা করে চলবেন। :D

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

জামান শেখ বলেছেন: এটা হবে ডিজিটাল ভিক্ষাবৃত্তি! =p~ =p~

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

অগ্নি সারথি বলেছেন: দিয়া ফালান, লগে আছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

জামান শেখ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.