![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।
গত রোজার ঈদের ১৫দিন আগে আমি উত্তরা Apex শোরুম থেকে ১৬৯০ টাকা দিয়ে হাল্কা ওজনের একজোড়া Apex জুতা কিনি । ব্যবহারের দেড় মাসের মধ্যেই দেখি জুতার তলা দিয়ে কাঁদা উঠছে। তারপর ভালো করে দেখি জুতার ছোলের মধ্যে দুটি বিশাল আকৃ্তির ফুটো। এতো দাম দিয়ে কিনলাম আর এখনই ফুটো হয়ে গেল? গেলাম ঈদের পর জুতাসহ শোরুমে অভিযোগের জন্য। প্রথমে সরাসরি বললো- জুতা দেখলাম কিন্তু ফেরত নেওয়া যাবে না। আপনি কাস্টমার কেয়ারে অভিযোগ দিয়ে যান।আমরা আপনাকে কল করবো যদি ফেরত নেয়া যায়। তারপর দিন চলে যায় কল আর আসে না। এরপর আবার গেলাম জুতা নিয়ে, ভাই কল তো আর করলেন না। উনারা তারপর বললেন আপনার জুতা তো আমাদের দেওয়া সময় ২ মাস পার করে ফেলেছে তাই আর কিছুই করার নেই।আপনি অভিযোগের পাতায় লিখে যান। আবারো লিখলাম। এরপর সময় শুধু যাচ্ছে আর যাচ্ছে..। আমার কথা অন্য যায়গায় আপনরা জুতা রিপ্লেস দিবেন না তো দিবেন না, মানুষকে হয়রানি করার মানে কি। আর জুতার কোয়ালিটি এতো নিম্নমানের হলে দাম এতো বেশি রাখছেন কেন। এতো বিশাল প্রতারনা। জুতাটি আসলে চাইনিজ জুতা ওরা Apex নাম দিয়ে বিক্রি করছে। আপনারা এখনও এই জুতাটি ওদের শোরুমে দেখতে পাবেন। ব্লগার ভাই/বোনদের বলি আপনারা আমার মতো প্রতারিত হবেন না। সবাইকে এইরকম Apex নামক প্রতারকদের হাত থেকে রক্ষা করুক এই দোয়া করি।
Hate Apex! Avoid Apex!
জুতাটির ছবি;
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
জামান শেখ বলেছেন: সমস্যা আমার হয়েছে, আপনার কপাল ভালো, তাই কিছু হয়নি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাইয়া আমি অবশ্য জুতা কিনেছিলাম,, আপনারটা স্যান্ডেল!!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫
জামান শেখ বলেছেন: হ্যা আমারটা স্যান্ডেল। যাহোক আপনার সুটি ভালো হোক।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
মুদ্দাকির বলেছেন:
নারে ভাই, একমত না, এপেক্স ভালো , এখনও খারাপ কিছু পাই নাই
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
জামান শেখ বলেছেন: আমি সবসময় এপেক্স জুতাই কিনতাম এবং ভালো ছিল। কিন্তু সেটা অতীত হয়ে গেছে। ধন্যবাদ মুদ্দাকির ভাই ভালো থাকবেন। আর দোয়া করবেন যেন কোন প্রতারনায় না পড়ি।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
হেডস্যার বলেছেন:
কপাল খারাপ হইলে যা হয় আরকি....ফিলিপস থেকে ব্লেন্ডার কিনলাম....২য় বার ইউজ করতে গিয়ে দেখি চলে না।
ওয়ারেন্টি আছে। শো রুম থেকে বলল এই মডেলের ব্লেন্ডার এর এই প্রথম কোন কমপ্লেন আসল স্যার। তবে জিনিস ভালো।
মন চাইছে কষায়া কানের নিচে থাবড়া দিতে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
জামান শেখ বলেছেন: কানের নিচে থাবড়া দিতে আমারও ইচ্ছা হচ্ছিল, কিন্তু নিতান্ত ভদ্রলোক বলে ব্যবহার খারাপ করতে পারিনি। তাই ব্লগে তুলে ধরলাম।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩
ডট কম ০০৯ বলেছেন: এপেক্স ভালু না।
আমি দেখছি ব্যবহার কইরা। হুদাই দাম বেশী নেয়। বিজ্ঞাপন এর টাকা উঠায়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
জামান শেখ বলেছেন: সহমত। ধন্যবাদ ভাইয়া।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
যমুনার চোরাবালি বলেছেন: আমার মনে হয় এপেক্সও কিছু বিদেশি জুতো নিজেদের নামে চালিয়ে দেয় যেগুলো ডেট ওভার হয়ে যাওয়া অকশনের জুতো। অনেক লাভের জন্যই হয়তো তারা এমনটা করে থাকতে পারে। অনেক শোরুম এমনটা করে থাকে বলে মনে হয়।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
জামান শেখ বলেছেন: এপেক্স এখন সেলার হয়ে গেছে। উল্টাপাল্টা কোম্পানীর জুতা নিজেদের নামে বাজারজাত করছে। একটু খেয়াল করলে দেখবেন জুতার উপর আলগা এপেক্স লোগো স্টিকার। দুই দিন ব্যবহারের পরই উঠে যায়।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই এপেকস তো তাও ভাল আছে বাটা জুতা আমার এক চাচাতো ভাই যেদিন কিনেছে তার এক সপ্তাহ পরে শেষ। আমি মনে হয় দুই তিন মাস ব্যবহার করতে পেরেছি। Apex Shoe লাস্ট কিনলাম গত রোযার আগে এখনও তেমন সমস্যা হয়নি।