![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।
অনেক আগে বাংলা সিনেমা দেখেছিলাম। কাহিনী ছিল নায়িকাকে একজন বুড়ো লোকের সাথে বিয়ে দিচ্ছে। নায়ক বিয়ে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। মেয়েদের কান্নাকাটি দেখে বাড়িতে ঢুকে দেখলোে এই অবস্থা। নায়িকা এ বিয়ে করবে না। তাকে জোড় করে বিয়ে দেয়া হচ্ছে। নায়ক মেয়েটির বাবাকে অনেক বুঝালো কিন্তু সে বুঝলো না। পরবর্তিতে বিয়ে হলো।কিছু দিন পরে সেই নায়ক অনেক চড়াই উত্রাই পেড়িয়ে নায়িকাকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করলো। এই কাহিনীর সাথে আমাদের রেলমন্ত্রীর বিয়ের কি কি মিল আছে।
মিলঃ
১। কনে কচি
২। বড় বুড়ো
৩। বরের অনেক টাকা ও প্রতিপত্তি।
৪। কনে অসহায় তার পরিবারের মতের কাছে।
৫। অবশেষে বিয়ে।
৬। বিয়ের পরে কনের কান্নাকাটি (কি কারনে কান্নাকাটি সঠিক জানিনা)
শেষের অংশটি অমিল হলেই খুশি হবো।
০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫
জামান শেখ বলেছেন: আমি আবার অসম্মানের কি করলাম। ইহা একটি অসম বিয়ে এটাতো আপনি স্বীকার করবেন। আমি তাদের মঙ্গল কামনা করছি।
২| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
মূর্খ বলেছেন: keno je manush baktigoto bepar niya evabe bole.......... ohhhh...
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
শাহজালাল হাওলাদার বলেছেন: সাহেব, হতে পারে ৬৭ বছর বয়স পর্যন্ত আপনি বেঁচে থাকলে আপনার লেখা আপনার বিরুদ্ধে কথা বলবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
হেডস্যার বলেছেন:
আপনারা যারা মন্ত্রীর অর্ধেক বয়সের কনে দেখে লুল ফালাইতেছেন বা যাদের চোখ টাটাইতেছে তারা ও ৬৭ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তবে খেয়াল রাখবেন বয়স ৬৭ হলে হবে না মন্ত্রী হতে হবে।
"কচি কনে" !!
আহ ভাষার কি সুমধুর ব্যবহার।
কনের বয়স যদি ৩২ হয় তাহলে বলতেই হবে বয়সটা মেয়েদের বিয়ের বয়সের তুলনায় একটু বেশি। আপনার বোন বা কোন নিকট আত্মীয়ার নিশ্চই মিনিমাম ৫ বছর আগে বিয়ে হয়েছে/হবে।
তাহলে ওনারা আরো বেশি কচি হয়ে গেল না??
নাকি আপনার আত্মীয়াদের কচি বলায় নাখোশ হয়েছেন....?
মানুষকে একটু সম্মান দিতে শিখেন, তাতে আপনিও সম্মান পাবেন।