![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।
হিরো Splendor iSmart
Latest Price : BDT 1,41,000
১০০ সিসি
যে কারনে কিনতে চাই।
১। শুনেছি মাইলেজ ৮০ কিমি/লিটার
২। টিউবলেজ টায়ার
৩। বাজেট কম
৪। অত্যাধুনিক আই এস টেকনোলজি (জ্যামের মধ্যে ৫ সেকেন্ড পর অটো বন্ধ হয়ে যাবে আবার ক্লাস চাপলে চালু হবে)
৫। দেখতে মোটামুটি সুন্দর।
৬। শরীরের সাথে মামানসই।
যারা এই বাইক চালাচ্ছেন অথবা সম্পর্কে আরো জানেন প্লিজ কমেন্টস করবেন। আমি এখন হিরো স্প্লেন্ডর প্লাস ১০০ সিসি চালাই।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
জামান শেখ বলেছেন: ধন্যবাদ ব্রাদার চারশবিশ। আমার কাছেও মনে হচ্ছে ভালো হবে।
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
মাঘের নীল আকাশ বলেছেন: ফুটপাথ আর রং সাইড দিয়া না গেলে সব বাইকই ভাল
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮
জামান শেখ বলেছেন: দুই একজনের কৃতকর্মের সাথে সবাইকে বিচার করবেন না।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
তাসজিদ বলেছেন: splendor ভালই হবে
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১০
জামান শেখ বলেছেন: splendor এখন আছে। তা চেঞ্জ করে নতুন কিনতে চাচ্ছি।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১১
মদন বলেছেন: দেখতে সুন্দর। দামটা একটু বেশি। কিনতে পারেন।
http://www.motorcyclevalley.com/specs/hero-splendor-ismart/
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
জামান শেখ বলেছেন: হ্যা দাম একটু বেশি। দেখা যাক কি হয়।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২১
জামান শেখ বলেছেন: বাইক কিনেছি টিভিএস ফিনিক্স ১২৫। খুব ভালো সার্ভিস দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০
চারশবিশ বলেছেন: শুনে এবং দেখে ভালই লাগছে