নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজি সাদা মনের মানুষ

জামান শেখ

আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।

জামান শেখ › বিস্তারিত পোস্টঃ

বড়দের জোকস্ (১৮+) ছোটভাই তোরা প্রবেশ করবিনা।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

১। গার্লস স্কুলের গেটঃ



এক লোকের ছেলে সন্তান পাওয়ার আশায় ৫টি মেয়ে হয়েছে ।

এবার ও তার বউ এর সন্তান হবে তাই তিনি পুকুর পাড়ে বসে ভাবছেন এবার

যদি একটা ছেলে হয় তাহলে কতো ভালো হতো ।

অমনি ছোট্ট মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে বললো বাবা বাবা আমাদের না একটা বোন হয়েছে!!

.

.

.

.

.

.

.

.



বাবা : হবেনা, তোর মায়ের তো ওটা গার্লস স্কুলের গেট !!! X(





২। ওষুধের দোকান



ওষুধের দোকানে দেখা হল দুই বন্ধুর।



–কীরে, কী কিনছিস?



–মাথাটা বড্ড ধরছে। মাথা-ধরার ট্যাবলেট কিনছি।



–কাল আমারও মাথা ধরেছিল–বউ আদর করে বিছানায় শুইয়ে আধঘন্টা টিপে দিল। মাথা-ব্যথা সেরে গেল। কোনো ওষুধ লাগেনি। তুইও তাই করলে পারিস।



–দারুন আইডিয়া দোস্ত! তা তোর বউকে এখন কোথায় পাওয়া যাবে? ;)





৩। বোতামঃ



নার্স ডাক্তারকে বলছেঃ

নার্সঃ (চিন্তিত হয়ে) স্যার, যতবার নিচু হয়ে আমি পেসেন্টের পালস দেখতে যাচ্ছি ততবার উনার পালস বেড়ে যাচ্ছে। কি করি ?

















ডাক্তারঃ “আপনার ব্লাউজের বোতামটা খোলা, ওইটা ভাল করে আটকে নিন আর মেলামাইন যুক্ত শিশু খাদ্য দূরে রাখলেই পালস ঠিক হয়ে যাবে !





৪। মহিলা টিচারঃ



মহিলা টিচার (রেগে) : চুপ করো নয়তো ধরে দাঁড় করায় দিবো।

সবগুলো ছাত্র চিৎকার করতে শুরু করলো,

“ম্যডাম আমারটা আগে”

“না ম্যডাম আমারটা আগে”:P



৫। জেলখানাঃ



এক লোক জেলখানা থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে|

এমতাবস্তায় রাস্তায় প্রসাব পেলে রাস্তার পাশে দাড়িরে প্রসাব করে উঠে পরেন ।

তখন এক মৌলবি ধরনের লোক দেখলেন লোকটিপ্রসাব এর পর পানি ব্যবহার করেননি, তখন লোকটিকে বললেন

হুজুর: আপনার কাজটা ভাল হয়নি.

লোকটি: কেন?

হুজুর: আপনি তো প্রসাব করে পানি ব্যবহার করেননি!

… লোকটি: (রাগের ভঙ্গিতে) কি বললেন আপনি যার জন্য ৩ বছর জেল খাটলাম তার মাথায় পানি ঢালব আমি?



সূত্রঃ সংগ্রিহীত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.