নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজি সাদা মনের মানুষ

জামান শেখ

আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।

জামান শেখ › বিস্তারিত পোস্টঃ

এখন কেমন লাগে? তোমরা ভারতীয়রাই মওকা মওকা দিয়ে শুরু করেছিলে।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩

ভারতের পত্রিকা আজকাল এর আজকের খেলার পাতার এই লেখাটি পড়ুন।
বাংলাদেশ বাঘ, ভারত কুকুর!‌



দেবাশিস দত্ত,বার্মিংহাম: ‌বাংলাদেশ ক্রিকেটাররা বরাবরই ‘‌টাইগার’‌ হিসেবে চিহ্নিত। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের হলেও, মুক্তিযুদ্ধের আমল থেকেই বাংলাদেশের হয়ে যখন যঁারা লড়াই করেছেন, তঁাদেরকে ওঁরা টাইগার হিসেবে তুলে ধরেছেন। তো বাংলাদেশের এই টাইগাররা প্রথম একটি বড় প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার পর থেকেই গণমাধ্যমে যেভাবে এই প্রাণবন্ত মানুষদের উন্মাদনার ছবি আমরা দেখেছি, তা নতুন নয়। গত ৩–‌৪ বছর ধরে ক্রিকেট জোয়ারে ভাসতে গিয়ে ওদেশের জনতা সত্যিই তঁাদের ক্রিকেটারদের পাশে দঁাড়িয়েছেন, উৎসাহ দিয়েছেন, আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন। আমরাও আনন্দিত বাংলাদেশের এমন উত্থানে।
কিন্তু এমন কিছু উগ্র সমর্থক রয়েছে, যারা অকারণে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে কালি ঢেলে দিয়েছে। ভারত–‌বাংলাদেশ ম্যাচ মানেই গণমাধ্যমে ভারতীয়দের উদ্দেশে যেভাবে কটূক্তি ছুঁড়ে দেওয়া হয়েছে, তাতে তঁাদের সুস্থ মস্তিষ্কের প্রতি প্রশ্ন তোলাই যায়। অতীতে গণমাধ্যমে ভারত–‌বাংলাদেশ ম্যাচের আগে অধিনায়ক ধোনির কাটা মুন্ডু ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এখনও মনে আছে, ভারতকে হারানোর পর গোটা ভারতীয় দলের গ্রুপ ছবিতে ধোনি–‌কোহলিদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। কম্পিউটারের কারসাজি!‌ কত কিছুই না আজকাল হয়। কিন্তু এই উগ্র সমর্থকেরা ভুলে যান যে, এর ফলে দু’‌দেশের সম্পর্কে কঁাটা ছড়িয়ে দেওয়া হয়। অত্যন্ত অস্বাস্থ্যকর এই উদ্যোগ। আজ, মঙ্গলবার গণমাধ্যমে দেখা যাচ্ছে, সেরকমই একটি বিকৃত ছবি। বাঘের গায়ে বাংলাদেশের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। আরেকটি কুকুরের গায়ে ভারতের জাতীয় পতাকা। বিশাল এক বাঘ ছোট একটি কুকুরকে তেড়ে যাচ্ছে। সেমিফাইনাল ম্যাচের আগে এমন ছবি যে সম্প্রীতির সুর নষ্ট করে দেয়, এটা সুস্থ সমর্থকরা আর কবে বুঝতে পারবেন?‌ এ ভারি অন্যায়। এবং যদি বাংলাদেশের অন্য সমর্থকেরা এই উদ্যোগকে আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেন, তবে সার্বিকভাবে দু’‌দেশের সম্পর্কের অবনতি হবে না। আদতে এটা যে একটি খেলা এবং সেখানে একদল জেতে, আরেক দল হারে। বাংলাদেশের উন্নতিতে আমি একজন ভারতীয় জানি না, যঁারা কিনা দুঃখ পাচ্ছেন। তবে কেন এই অন্যায় উদ্যোগ?‌ খেলা চলতেই থাকবে, কিন্তু এই নোংরা খেলা যেন বন্ধ করা হয়।
এদিন সকালে বার্মিংহাম মাঠে পৌঁছে দেখি বাংলাদেশ ক্রিকেটাররা ফিল্ডিং প্র‌্যাকটিস করছেন। তখনই ওদেশের বিখ্যাত ক্রিকেট–‌লেখক মোস্তাফা মামুদ বললেন, ‘‌দাদা, আবার কিন্তু শুরু হয়ে গেছে ফেসবুক, টুইটারে উগ্র সমর্থকদের অসভ্যতা।’‌ শুনে না শোনার ভান করে থাকলাম কিছুক্ষণ। তারপর আবার যখন মোস্তাফা ওই কথাগুলি বললেন, আমাকে বলতেই হল, ‘‌এ সব ব্যাপার যত তাড়াতাড়ি ছেঁটে ফেলা যায়, তত মঙ্গল।’‌ মোস্তাফাই শোনালেন সেমিফাইনাল ঘিরে অধিনায়ক মাশরাফি কী দুর্দান্ত সব কথা বলেছেন, ‘‌বন্ধুগণ, আমার সতীর্থরা এটা নিশ্চয়ই মনে আছে যে, ইংল্যান্ডে এসে অনভ্যস্ত পরিবেশে আমরা সেমিফাইনাল পর্যন্ত উঠব, এটা ভাবিনি। কিন্তু আজ তা বাস্তব। এটা নিয়ে ভেসে যাওয়া ঠিক হবে না। যতটা সম্ভব নিজেদের সংযত রেখে রিল্যাক্স রেখে ভাল খেলার চেষ্টা করে যেতে হবে।’‌ বিচক্ষণ অধিনায়কের বিচক্ষণ কথাবার্তা। সাধে কী আর মাশরাফিকে ক্রিকেট দুনিয়া এত পছন্দ করে?‌ বাংলাদেশ ক্রিকেট অধিনায়কের কথাবার্তায় বরাবরই এমন ভাব থাকে, যেখানে তঁাকে পাওয়া যায় মাটির কাছাকাছি। ভাল খেললেই উগ্র হয়ে যেতে হবে, বিপক্ষকে কটাক্ষ করতে হবে, এই মানসিকতায় কেন উদ্বুদ্ধ করতে পারছেন না সমর্থকেরা?‌‌‌‌

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৯

জামান শেখ বলেছেন: প্রামানিক ভাই, অনেক দিন পর সামুতে আসলাম। ধন্যবাদ আপনাকেও।

২| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৫১

জেকলেট বলেছেন: সামান্য খেলার জন্য যদি দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে ত সম্পর্কে আস্থার অভাব বা immature সম্পর্কের প্রমান। এই খেলা এবং এই কাদা ছোড়াছুড়ি এইগুলো ত মিডিয়ার তৈরি। আর এইগুলো করে ও বাচ্চা ছেলে-মেয়েরা এই গুলার সাথে দুই দেশের সম্পর্ক কোথা থেকে এলো?? কি আজগুবি কথা!!!

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৪

জামান শেখ বলেছেন: ধন্যবাদ, আপনার সাথে আমি একদম একমত।

৩| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৩

মুচি বলেছেন: মুক্তিযুদ্ধের সময়কার কথ তুলে যখন কতিপয় ভারতীয় উল্টাপাল্ট বলে তখন আমার বাঙালিত্বের আঁতে ঘা লাগবেই। ১৬ কোটি বাঙালির কাছে শতকোটি ভারতীয় গালি খাবেই।

দু'পক্ষকেই থামতে হবে..... শুধু আমরা বাঙালিরা থামলেই হবে না।

৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক সমস্যা, কেউই বুঝতে চেষ্টা করছে না। সবাই স্বার্থ হাসিলের জন্য এই সব বানায়।

৫| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০৫

শূন্যনীড় বলেছেন: অহেতুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.