নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজি সাদা মনের মানুষ

জামান শেখ

আমি একজন আর্কিটেক্ট প্লাস সিভিল ইঞ্জিনিয়ার। পছন্দ করি ব্লগ পড়তে, নয় লিখতে। সামুর ব্লগে সারাদিন কাটে।

জামান শেখ › বিস্তারিত পোস্টঃ

চাঁদাবাজী না চাঁদগাজী!!

৩১ শে মে, ২০১৮ ভোর ৪:৪২

বহুদিন পর ব্লগে এসে দেখি সব জায়গায় লেখা চাঁদাবাজী, ভাবলাম রমজানের ঈদের আগে পরিবহনে চাঁদাবাজীর উপর হয়তো কেউ কোন পোষ্ট দিয়েছে। তারপর পড়া শুরু করলাম; নাহ চাঁদাবাজি বিষয়ে তো কিছু নেই। ভালো করে খেয়াল করে দেখি চাঁদাবাজী নয় লেখা রয়েছে চাঁদগাজী। আমার ব্লগে অনুসারিত উপরের লেখা সব চাঁদগাজী সাহেবের। হা হা হা!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


বলবেন না, কেউ চাঁদাবাজি নিয়ে কিছু লিখলে, আমি প্রায়ই ভুল করে দেখি, চাঁদগাজী! কান্ড

২| ৩১ শে মে, ২০১৮ ভোর ৪:৫৩

জামান শেখ বলেছেন: তবে বস আপনার নামটি কিন্তু যথার্থ।

৩| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী এক জন সাহসী ব্লগার। উনার চিন্তাধারা অসাধারণ।

৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৩৩

শায়মা বলেছেন: আমিও মাঝে মাঝেই চাঁদাবাজীকে চাঁদগাজী দেখি! :)

৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০৬

টারজান০০০০৭ বলেছেন: চাঁদগাজী আর চাঁদাবাজি বিপরীতার্থক হইলেও সমার্থক মনে হইতেছে কেনু ?

"চাঁদাবাজি " শব্দটি ডিকশনারি হইতে পরিবর্তন করা যাইতে পারে !

৭| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১৫

ম ই সুমন বলেছেন: আসলেই তার নামটা খুবই ভালো লেগেছে। এই ব্লগে তার লেখাগুলোও আকর্ষনীয়।

৮| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

শামচুল হক বলেছেন: হে হে হে মন্দ বলেন নাই, চাঁদগাজী চাঁদাবাজি কাছাকাছি।

৯| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার গোত্রের এক লোকের নাম ছিলো সৈয়াদালী
পরে ২/৩ যুগ পরে মুখে মুখে তা হয়ে গেলো সৈয়দ আলী!

তেমনি চাঁদাবাজী বাবাজী আজকের চাঁদগাজী ! কি অদ্ভূত !!

১০| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: B-)

১১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

জামান শেখ বলেছেন: একমত ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.