![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এতিম, দরিদ্র, মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত এক গন্তব্যের উদ্দেশে। আক্ষরিক অর্থেই আমি পথিক। একে একে জীবনযাত্রার সব সুতো কেটে দিচ্ছি। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ির দুরন্ত প্রয়াস, যে সাগরের পাড় নেই। আমি একটি রাজ্যের মালিক, রাজা। রাজ্য পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনে চেষ্টিত। আমি মানবতার মুক্তির জন্য বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শোষিত-বঞ্চিতের পাশে দাঁড়াতে চাই।
শাহবাগ স্কয়ারের চলমান গণঅভ্যুত্থান ও গণবিস্ফোরণ সম্পর্কে অন্তত আমার কিছু না লিখলেও চলবে। এত লেখার ভিড়ে আমারটা খুঁজেও পাওয়া যাবে না। তাছাড়া নতুন তেমন কিছু বলতে পারব বলেও মনে হয় না। তবু বিবেকের দায় বলে একটা কথা আছে এবং সঙ্গীদের নিকট আমার অবস্থানও স্পষ্ট করা দরকার। যাহোক, বলতে গেলে অনেক কথা। কারণ আমি স্বাভাবিকভাবেই স্বতন্ত্র ও একটু ব্যতিক্রমী দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখতে চেষ্টা করি। আসলে সংক্ষেপে বলতে পারব না বলেই এ পর্যন্ত এ বিষয়ে কিছু বলিনি।
মাত্র ক'দিন আগে এক রাজনৈতিক আড্ডায় মন্তব্য করেছিলাম যে, আর যাই হোক, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন ভবিষ্যৎবাণী করা কারো পক্ষেই সম্ভব নয়। তেমনি শাহবাগ স্কয়ারের এই অভ্যুত্থানটি শেষ পর্যন্ত কোন দিকে বাঁক নেয় বলা যায় না। কারণ বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এরচেয়ে বড় কথা, একদফার বাইরে আরও যে উপস্থিত সংকট রয়েছে সে ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ নয়। সব রাজাকারের ফাঁসির দাবীতে আমিও একমত। তবে আমি চাই, এই আন্দোলন থেকেই অন্যান্য সংকটেরও মীমাংসা আসুক। অবশ্য আমি জানি, সেটা আসবে না। কেন আসবে না, সেখানেই আমার যতকথা। চলবে.......
©somewhere in net ltd.