![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এতিম, দরিদ্র, মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত এক গন্তব্যের উদ্দেশে। আক্ষরিক অর্থেই আমি পথিক। একে একে জীবনযাত্রার সব সুতো কেটে দিচ্ছি। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ির দুরন্ত প্রয়াস, যে সাগরের পাড় নেই। আমি একটি রাজ্যের মালিক, রাজা। রাজ্য পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনে চেষ্টিত। আমি মানবতার মুক্তির জন্য বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শোষিত-বঞ্চিতের পাশে দাঁড়াতে চাই।
সোনালী সকাল
আমরা আনবো নতুন প্রভাত
ধর্ম,বর্ন এবং মতাদর্শের বিভেদ ভুলে আমরা মিলিত হয়েছি আর্ত মানবতার সেবা করার শপথ নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল ডিঙ্গিয়ে আমরা বেরিয়ে পরেছি পথে,ঘাটে,মাঠে যেখানেই বির্পযস্ত মানবতার আর্তনাদ ভেসে উঠবে।আমাদের সর্বাত্বক চেষ্টা থাকবে অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
২২ মার্চ ২০১৩। বিকাল ৫টা ৪৫ , হঠাৎই বদলে গেল ব্রাহ্মণবাড়িয়ার চিত্র।আঘাত হানল টর্নেডো। মাত্র আধা ঘণ্টায় দুমড়ে-মুচড়ে দিয়ে গেল
ব্রাহ্মণবাড়িয়ার চারটি ইউনিয়ন।এতে মারা গেছে প্রায় ৩৫ জন,আহত হয়েছে পাঁচ শতাধিক, ক্ষতিগ্রস্থ হয়েছে আরো লক্ষাধিক মানুষ । টর্নেডো দূর্গত এলাকাগুলোয় অনেকেই এখনো মানবেতর জীবন যাপন করছেন । ধ্বংসস্তুপের পাশে দুর্গত মানুষ পলিথিন ও বিছানার চাদর টানিয়ে কোনরকমে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন । সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই এ ব্যাপারে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন , ত্রাণ বিতরণ করছেন কিন্তু তা প্রকৃত দুর্গত মানুষের হাতের নাগালে পৌছাচ্ছেনা ।সামাজিক উদ্যোগে কেউ কেউ ত্রাণ দিলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম ।
'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' ... এই মহান মানবতার বাণীকে ছড়িয়ে দিতেই এই ইভেন্ট । যুগে যুগে এই মানুষই প্রথম এগিয়ে এসেছে, সহানুভূতির প্রগাঢ় অনুভবে পাশে দাড়িয়েছে, মানবতার ডাকে তুচ্ছ করেছে সকল বাঁধা, ভেঙ্গে ফেলেছে সকল বাঁধ । আমরা সেই মানুষগুলোর সারাজীবনের কান্না হয়তো মুছে দিতে পারবোনা কিন্তু তাদের ক্ষিধের জ্বালাটা কিছুটা হলেও মেটাতে পারি । সেই নির্বাক শিশুগুলোর মুখের মানচিত্রে যে অসহায়ত্ব , কষ্ট লুকানো আছে তা একটু হলেও দূর করার চেষ্টা করতে পারি ।শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলা সেই বৃদ্ধার করুন চাহনীতে একটু খুশির ঝলক দেখতে পারি । প্রকৃতির নিষ্ঠুরতার নির্মম বলি হওয়া সেই মানুষগুলোর পাশে দাড়িয়ে নিজের মনুষ্যত্বের প্রমাণ রাখার এখনই সর্বশ্রেষ্ট সময় । আমরা যদি এক হতে পারি তবে অসাধ্য সাধন হবেই । আসুন স্বশরীরে না পারি নিজ নিজ জায়গা থেকে সেই অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়ে তাদের একটি নতুন ভোরের স্বপ্ন দেখাই ।
আমাদের সামর্থ্য হয়তো কম কিন্তু ইচ্ছাশক্তি অনেক বেশী। আমরা বিশ্বাস করি ইচ্ছা থাকলে অনেক অসম্ভবও সম্ভব করা যায়। আমরা সন্মান করি আপনাদের ইচ্ছাশক্তিটাকেও। যারা আমাদেরকে শারীরিক অথবা আর্থিক ভাবে সহযোগিতা করতে চান তারা যোগাযোগ করুন এই নম্বর গুলোতে।
হাসিবুল হাসান –০১৭১৩০৯০৬৩০, হাসমত- ০১৮৪৫৬৩৮৫৩৮
সবাই মিলে আমরা পারি অনেক অসম্ভবকে সম্ভব করতে। আমরা না পারলে কে পারবে বলুন???
আমাদের সাহায্য পাঠাতে পারেন বিকাশ নম্বরে (বিকাশ নম্বর- ০১৮১৪৩৩৯৮০০) কোনও সাহায্য পাঠালে অবশ্যই এই ইভেন্টে পোস্ট করে জানান অথবা ফোন করে কনফার্ম করুন ঐ নম্বর গুলোতে।
আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের সবসময় আপডেট করবো আমরা।
https://www.facebook.com/groups/sonalisokal/
©somewhere in net ltd.