নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধ্যাত্মিক পুরুষ, ধর্মগুরু; খানকা থেকে বলছি।

মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত গন্তব্যে। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেবার দুরন্ত প্রয়াস

জেড মাহদিন

আমি এতিম, দরিদ্র, মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত এক গন্তব্যের উদ্দেশে। আক্ষরিক অর্থেই আমি পথিক। একে একে জীবনযাত্রার সব সুতো কেটে দিচ্ছি। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ির দুরন্ত প্রয়াস, যে সাগরের পাড় নেই। আমি একটি রাজ্যের মালিক, রাজা। রাজ্য পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনে চেষ্টিত। আমি মানবতার মুক্তির জন্য বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শোষিত-বঞ্চিতের পাশে দাঁড়াতে চাই।

জেড মাহদিন › বিস্তারিত পোস্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার দুর্গতদের পাশে দাড়ান!!

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬

ফেসবুকের ভার্চুয়াল এ জীবনের রং-রুপ-রস আজ আমাদর আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে । এখানে আমরা মানবতা-বিবেকবোধ দেখাতে দ্বিধান্বিত হই । সন্দেহের তীরে ক্ষতবিক্ষত করি মানবতার কন্ঠকে । সেসবের ভীড়েও 'মানুষ' নামের সেই দ্বিপদী প্রাণীগুলোর দেখা মেলে হরহামেশাই । আমরা সেই 'মানুষের' খোজেঁ পথে নেমেছি ।

অনেকেই ইভেন্টে 'জয়েন' করেছেন । অনেকে করবেন । এটা যেন কেবল অনুরোধে ঢেঁকি গেলা-তেই সীমাবদ্ধ হয়ে না পড়ে সেটা স্মরন করিয়ে দিতেই আমার এ প্রয়াস ।

আমরা অনেকেই সেই বিপন্ন মানুষগুলোর পাশে দাড়াতে চাই কিন্তু জানিনা ঠিক কিভাবে । স্বশরীরে সেখানে গিয়ে তাদের সাহায্য করতে চাওয়াটাও অসম্ভব মনে হয় । তাদের বলতে চাই, আমাদের উপর পূর্ণ আস্থা রাখুন । অন্তত আপনার যাতায়াত ভাড়াটা আমাদের পাঠিয়ে দিন । নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়ান । প্রয়োজনে আমাদের যে কারো সাথে যে কোন উপদেশ, মতামত কিংবা সাহায্য চেয়ে ইনবক্স করুন ।



ভেবে দেখুন না, প্রতিদিন কত অপ্রয়োজনীয় খরচ-ই তো আমরা করছি । আপনার দুদিনের হাত খরচের টাকায় হয়ত একটা বিপর্যস্ত পরিবারের দু'দিনের খাবার জুটবে । যে টাকাটা আপনি বিনোদনে অপব্যায় করলেন সেটাই কারো ক্ষুধা মিটিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে ।

যারা যারা টাকা পাঠাতে চাইছেন প্লিজ খুব দ্রুত পাঠান । সময় কিন্তু থমকে নেই । আমাদের পথ চেয়ে প্রহর গুনছে সেই মলিন মুখগুলোর কথা একটু ভাবুন ।

বেঁচে থাকার সুখ পাওয়া এবং সেই অনুভূতিটা কাউকে দেয়ার মত আনন্দ আর নেই ।

________ Arif Ahmed

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.