নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাপন একজন গনমাধ্যম শ্রমিক

নীল নীর্জন

সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।

নীল নীর্জন › বিস্তারিত পোস্টঃ

একটি অরাজনৈতিক কথা ও শংকা!!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০০

মাঝে মাঝে টংয়ের দোকানে বসেই নাস্তা করতে হয়। এটি অন্য ১০ জন গরীব মানুষের মতো আমারো নিয়োমিত জিবন যাপনের অংশ। গতকাল অফিসের পাশের এটি টং রেস্টোরেন্টে খাওয়ার সময় রেস্টোরেন্টে কাজ করা দুই কর্মী বলা -বলি করছে যে গত রাত এ তাদের এলাকায় পুলিশের সাড়াশি অভিযান হয়েছে । বি এন পি ও জামাত -শিবির সন্দেহে অনেককে গ্রেফতার করা হয়েছে।
পাশের তার অন্য সহ-কর্মী বলছে ভাই ফিলিমে দেখায় না পাকিস্তানীদের ভয়ে ৭১ সালে পাকিস্তানের পতাকা রাখতো। কয় দিন পর মনে হয় বাংলাদেশেও পুলিশের ভয়ে দোকানে ঘরে শেখ হাসিনা আর শেখ মুজিব এর ছবি রাখতে হবে। আর পরাটা বারাতে বানাতে মালিক বললো আমি পকেটে শেখ হাসিনা আর শেখ মুজিবের ছবি রাখুম।
ততক্ষনে আমার ২ টা পরাটা আর ভাজি খাওয়া শেষ। বিল মাত্র ১৫ টাকা (আমার জন্যে অনেক) দিয়ে একটা কম দামি বিড়ি ফুকতে ফুকতে হেটে চলে আসলাম । তবে দুই শ্রমিকের অমন কথা অামার মাথায় বেশ ঘুর পাক খাচ্ছিলো। ...।। এটি একটি রাজনীতি মুক্ত পোস্ট ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০

কলাবাগান১ বলেছেন: "যুদ্ধ অপরাধের বিচার একটি রাজনৈতিক প্রতিশোধ"- এই পোস্ট ই বলে দেয় আপনার উদ্দেশ্য কি....... মুজিবের ছবি না রেখে গুরু গোলাম আযমের টা আপনার পকেটে থাকলেই চলবে।

পিপার স্প্রে তে দেশে গনতন্ত্র রসাতলে গেলে আপনার বুক চাপড়াচ্ছেন আর যখন গ্রেনেড মেরে ২৫ জনকে হত্যা করা আর একটা দলকে মুছে ফেলার প্রয়াস পায়, তখন কোথায় থাকে আপনাদের পবিত্র গনতন্ত্রের জন্য কান্না?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.