নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাপন একজন গনমাধ্যম শ্রমিক

নীল নীর্জন

সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।

নীল নীর্জন › বিস্তারিত পোস্টঃ

সালাউদ্দিন -সালাউদ্দ্নি প্রিতী একটি অর্থহীন বিষয়

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২

নানা দল , সুশীল সমাজ যারা আজকে সালাউদ্দিন সালাউদ্দিন করে গলা ফাটাচ্ছেন তাদের জন্য আমার মায়া হয় আর কিছুই না । আপনি যখন একটি অন্যায়কে মেনে নিবেন তখন ধরেই নিতে হবে যে আপনার ঘাড়ে আরো অনেক অন্যায়ের ভার জমা হবে। এই বি এন পি ইলিয়াস আলির গুম হয়ে যাওয়াকে রাজনৈতিক বা মানবিক কোন ভাবেই গুরুত্বের সাথে দেশ বাসীর সামনে তুলেধরতে পারে নি। সেই অন্যায়কে মুখ বন্ধকরেই মেনে নিয়ে ছিল।
সেই অন্যায়কে মেনে নেয়ার কারনে সাশক শ্রেনী সাভাবিক ভাবেই দেখেছে যে বি এন বি একটি নপুংশকদের ভীড় আর কিছুই না ।
এখন সালাউদ্দিন এর গুম বা নানা অযুহাতে-অভিযোগে কে কাউকে মেরে ফেলতেও সাশকরা দ্বিধা করেন না। করবেনই বা কেন? ক্ষমতার জন্যে সবাই একটু বল প্রয়োগ করেন এটাই সাভাবিক। তাই এখন মায়া কান্না না করে পরাজিত, ভংগুর আর নির্জাতিত হয়েই বেঁচে থাকেন দয়া করে। মায়া কান্না বা চিল্লা চিল্লি না করলেই ভালো।....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিল্লাচিল্লি না করে আপনার মতো স্বৈরাচারের দালালী- ভালতো বটেই!!!!!

তেলাপোকা তত্ত্বে বেঁচে থাকা যাবে আর বিবেক ন্যায়বোধ আর দেশপ্রেম জলাঞ্জলি দিয়ে অনির্ভচািত অগণতান্ত্রিক স্বৈরাচরের খুদ কুড়োও পাওয়া যাবে!!!

ভালতো ভাল না!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.