![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।
কি বলবো ভাই ?
ভাবনা সবই আবোল তাবোল
যা ভাবি তার সব কিছু গোল।
মাথায় মাথায় প্যাঁচ লেগে যায়
লেজের আগায় মগজ গজায়।
হাতি ঘোড়া দেখতে যেমন
হুজুর - বামন হাঁকছে তেমন।
গাধা - গরুর খুরে খুরে
জ্ঞানী-গুণী যাবর কাটে।
...... আর কিছু কী বলা লাগে?
14.11.2019
২| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৭
জগতারন বলেছেন:
লেখক-এর সুভেচ্ছা জানাই; = লেখক-এর প্রতি সুভেচ্ছা জানাই;
৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৯
নার্গিস জামান বলেছেন: অতি চমৎকার
৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: কিচ্ছু বলতে হবে না।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: আর কিছু বলার বোধকরি প্রয়োজন নেই। কবিতার শেষ দু'লাইনেই তো অনেক কিছু বলে দিয়েছেন!
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬
জগতারন বলেছেন:
গাধা - গরুর খুরে খুরে
জ্ঞানী-গুণী যাবর কাটে।
...... আর কিছু কী বলা লাগে?
জব্বর বলিয়াছেন ছড়াকার নীল নীর্জন।
এই লেখকের লিখা এ-ই প্রথম পড়িলাম।
লেখক-এর সুভেচ্ছা জানাই;
আরো লিখা আশা করি, অবশ্যই পড়িবো।