নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম হোছাইন জারিফ

"মানুষ মরে গেলে পচে যায়,বেঁচে থাকলে বদলায় । কারণে-অকারণে বদলায় । সাকালে-বিকালে বদলায় ।" -মুনীর চৌধুরী । যতদিন বেঁচে আছি ততদিন আমিও বদলাবো,কারণে-অকারণে বদলাবো,সকালে-বিকালে বদলাবো ।তাই নিজের সম্পর্কে কিছু লিখে অযথা বিভ্রান্ত করতে চাইনা ।

ইকরাম হোছাইন জারিফ › বিস্তারিত পোস্টঃ

"যদি আবার সুযোগ দাও"

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৭

যদি আমায় আবার সুযোগ দাও,

তবে তোমায় আর অভিযোগ করতে দিবো না,

যদি আমায় আবার একটু খানি ভালোবাস,

তবে তোমায় অনেক খানি ভালোবাসব,





যদি আমায় আবার কাছে টানো,

তবে তোমায় আর দূরে যেতে দিব না,

যদি আমায় আবার শাসন কর,

তবে আমি শাসিত হব,





কি,সুযোগ দিবে আমায় ?

কি,ভালোবাসবে আমায়?

কি,কাছে টানবে আমায়?

কি,শাসন করবে আমায়?



জানি,

আর হয়তো সুযোগ দিবে না আমায়

আর হয়তো ভালোবাসবে না আমায়

আর হয়তো কাছে টানবে না আমায়

আর হয়তো শাসন করবে না আমায় ||



তুমি,

মরুভুমির মরিচিকা

আমি,

তৃষ্ণার্থ বেদুঈন||

তুমি,

অন্ধকারের বিভীষিকা,

আমি,

অন্ধকারে পথহারা একলা পথিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.