নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম হোছাইন জারিফ

"মানুষ মরে গেলে পচে যায়,বেঁচে থাকলে বদলায় । কারণে-অকারণে বদলায় । সাকালে-বিকালে বদলায় ।" -মুনীর চৌধুরী । যতদিন বেঁচে আছি ততদিন আমিও বদলাবো,কারণে-অকারণে বদলাবো,সকালে-বিকালে বদলাবো ।তাই নিজের সম্পর্কে কিছু লিখে অযথা বিভ্রান্ত করতে চাইনা ।

ইকরাম হোছাইন জারিফ › বিস্তারিত পোস্টঃ

স্বামী-সন্তানের সামনেই বাংলাদেশিকে ধর্ষণ করল বিএসএফ

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২

ছি ছি ছি !!! ঘেন্নায় মইরা যাইতে মন চাইতেতেছে !!!

যারা নিজেদের সভ্য বলে দাবি করে যারা নিজেদের আধুনিক বলে দাবি করে (আমাদের তুলনায়) তারা এই ধরনের কাজ কিভাবে করে__?

গত ১১ জুলাই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার খেদাপাড়া গ্রামে স্বামী-সন্তানের সামনেই বাংলাদেশিকে ধর্ষণ কর নাপাক শুয়রের অবৈধ জারজ সন্তান বাহিনী বিএসএফ ।

মানবাধিকার সংস্থা ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ (মাসুম) এর শুক্রবার ভারতের জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো এক চিঠিতে এই ঘটনা উঠে আসে।মাসুমের সেক্রেটারি কিরিতি রায় গত জুলাই মাসের ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষতিপূরণের পাশাপাশি দোষী বিএসএফ সদস্যদের শস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।জানা গেছে, মুম্বাই থেকে বাংলাদেশের নড়াইল জেলার মারোলিয়া গ্রামে নিজেদের বাড়ি ফেরার পথে স্বামী ও ছয় বছর বয়সী ছেলের সামনেই ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি নারী ধর্ষণের শিকার হন।ধর্ষিত ওই বাংলাদেশি নারী স্বামীর সঙ্গে মুম্বাইয়ে থাকতেন। সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন তার স্বামী।ধর্ষণের ঘটনার পর ওই বাংলাদেশি নারীকে মেজিস্ট্রেট আদালতে হাজির করে চব্বিশ পরগনার পুলিশ। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাকে স্বামী-সন্তানসহ কারাগারে পাঠিয়ে দেয়।

বলচি দাদাবাবুদের আর বিশ্বাস করার কোন উপায়ই তো দেখনা আর।

সুত্রঃ Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

নিকষ বলেছেন: ৭১ এ পাক বাহিনী, ২০১৩ তে ভারত বাহিনী।

উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতার দরকার। চমৎকার ধারাবাহিকতা। আগে রাজাকারেরা সাহায্য দিত। এখন সরকার বাহিনী চোখে বন্ধুত্বের চশমা লাগায়ইয়া সাপোর্ট দেয়।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

ইকরাম হোছাইন জারিফ বলেছেন: কিছু কইলেই দাদাবাবুরা রাজাকার ট্যাগ দিবে

২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

হরিসূধন বলেছেন: ১৯৭১ সালে পাকিরা করছে এখন ভারত করতেছে। গরীবের বউ সকলের ভাবী। তবে যাই বলেন ভারত কিন্ত শত হোক বন্ধু রাষ্ট। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারা কিন্তু এই জন্য টাকা দিবে।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

ইকরাম হোছাইন জারিফ বলেছেন: না না এমন করে বলবেননা দাদা ! আমরা কিন্তু পেঁয়াজ সাপ্লাই বন্ধ করে দিব। :পি ।। ;)

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

জাহাজ ব্যাপারী বলেছেন: উচ্ছিষ্টভোগী দালাল নারীবাদী SHIEO-SEALED সারমেয়রা এখন কোথায়?
Click This Link

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

জাহাজ ব্যাপারী বলেছেন: উচ্ছিষ্টভোগী দালাল নারীবাদী SHIEO-SEALED সারমেয়রা এখন কোথায়?
Click This Link

৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

জাহাজ ব্যাপারী বলেছেন: উচ্ছিষ্টভোগী দালাল নারীবাদী SHOE-SEALED সারমেয়রা এখন কোথায়?
Click This Link

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: নিকষ বলেছেন: ৭১ এ পাক বাহিনী, ২০১৩ তে ভারত বাহিনী।

সহমত।

জাহাজ ব্যাপারী বলেছেন: উচ্ছিষ্টভোগী দালাল নারীবাদী SHOE-SEALED সারমেয়রা এখন কোথায়?

এখানেও সহমত।

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

পথহারা সৈকত বলেছেন: তারা সমগ্র বাংলাদেশ কেই ধর্ষন করছে ৪৩ বছর ধরে............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.