![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিপ হিমের মাথার উপর একটা মোটা লাঠি দিয়ে আঘাত করতে করতে থেতলে দিচ্ছে ,কিন্তু হিম কোন ব্যাথা পাচ্ছে না । কিন্তু কেন ? হিম মনে হয় স্বপ্ন দেখছে ! কিন্তু সে কি সেটা বুঝতে পারছে?
না !আপাতত বুঝতে পারছে না ।মানুষ ঘুমের একটা বিশেষ পর্যায়ে স্বপ্ন দেখে। ঘুমের একটা পর্যায়ে দেখা যায় মানুষের চোখের পাতা নড়ছে। এই পর্যায়কে বলে Rapid Eye Movement বা রেম ঘুম।
হিমের এখন রেম ঘুম হচ্ছে ।স্বপ্ন দেখছে সেটা এখন সে বুঝতে পারছে, একে বলে ল্যুসিড ড্রিমিং ।
আদিমকালে মানুষ ভাবতো ঘুমের মধ্যে মানুষের আত্মা দেহ থেকে বের হয়ে আসে। তারপর ঘুরে বেড়ায় চারপাশের জগতে। তাই মানুষ স্বপ্ন দেখে।
আসলে ঘুমের সময় মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহের কারণে আমাদের স্মৃতি থেকে বিভিন্ন চিন্তা এবং আবেগ উঠে আসে। কিন্তু টিপের সাথে কী এমন হয়েছে যে সে এমন স্বপ্ন দেখছে?এ স্বপ্নের অর্থ কী? “এক্টিভেশন-সিন্থেসিস” একটি তত্ত্ব বলে যে স্বপ্নের আসলে কোন অর্থই নেই।
প্রাচীন গ্রীক-রোমানরা ভাবতো স্বপ্ন বিশ্লেষণ করলে হয়তো ভবিষ্যত সম্পর্কে জানা যাবে। শুধু গ্রীক-রোমানরাই নয়, প্রতিটি সভ্যতাই স্বপ্নের বিভিন্ন ব্যাখ্য দেয়ার চেষ্টা করতো।
"প্রাচীন কালে যেতে পারলেই হয়ত এর ব্যাখ্যা পাওয়া যেত"-হিম ভাবে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৮
ইকরাম হোছাইন জারিফ বলেছেন: https://www.facebook.com/heem95